দার্জিলিং, 5 নভেম্বর: সাদা বরফে ঢাকা ধূসর শৃঙ্গ, খাড়াই পথ, প্রতিকূল পরিবেশ, চূড়ান্ত রোমাঞ্চ নিয়ে যাত্রা শুরু ৷ পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে একের পর এক মরণ ফাঁদ ৷ তবুও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পর্বতারোহণ করে ৷ এবার পর্বতারোহণ নিয়ে মুক্তি পেল একটি তথ্যচিত্র, নাম 'মেকিং অফ মাউন্টেনিয়ার্স' ৷
সোমবার তথ্যচিত্রটি মুক্তি পায় । সেদিনই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (HMI) তরফ থেকে এই তথ্য়চিত্রের প্রদর্শনের আয়োজন করা হয়েছে ৷ এই তথ্যচিত্রে প্রদর্শিত হয়েছে কিভাবে, কোন পরিবেশ ও কোন ধরনের সরঞ্জামের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয় তা নিয়ে ৷
HMI-র 65তম বার্ষিকী উপলক্ষে সোমবার দার্জিলিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেজর নরেন্দ্র ধর জয়েলের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় । একইসঙ্গে তথ্যচিত্র ‘মেকিং অফ মাউন্টেনিয়ারস’ প্রদর্শন করা হয় ।
ইনস্টিটিউটের অধ্যক্ষ জয় কিশান বলেন, " পর্বতারোহণ নিয়ে এই ধরণের তথ্যচিত্র এই প্রথম তৈরি হল ৷ 1953 সালে এডমন্ড হিলারিকে সঙ্গে নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে শেরপা । এই সাফল্যের পরে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতে একটি পর্বতারোহণ ইনস্টিটিউট চেয়েছিলেন । তাঁর ভাবনায় ছিল যুবকদের অনুপ্রেরণা ও প্রশিক্ষণ দেওয়া । সেই লক্ষ্যে শুরু হয় HMI-এর যাত্রা ।" উল্লেখ্য, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট শুধু পর্বতারোহীদের প্রশিক্ষণই দেয় না, পরিবেশ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনমূলক কাজও করে ৷