ETV Bharat / state

মুক্তি পেল ‘মেকিং অফ মাউন্টেনিয়ার্স’ - দার্জিলিং

HMI-র 65তম বার্ষিকী উপলক্ষে সোমবার দার্জিলিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেজর নরেন্দ্র ধর জয়েলের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। একইসঙ্গে তথ্যচিত্র ‘মেকিং অফ মাউন্টেনিয়ারস’ প্রদর্শন করা হয় ।

'মেকিং অফ মাউন্টেনিয়ার্স'
author img

By

Published : Nov 5, 2019, 10:54 PM IST

দার্জিলিং, 5 নভেম্বর: সাদা বরফে ঢাকা ধূসর শৃঙ্গ, খাড়াই পথ, প্রতিকূল পরিবেশ, চূড়ান্ত রোমাঞ্চ নিয়ে যাত্রা শুরু ৷ পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে একের পর এক মরণ ফাঁদ ৷ তবুও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পর্বতারোহণ করে ৷ এবার পর্বতারোহণ নিয়ে মুক্তি পেল একটি তথ্যচিত্র, নাম 'মেকিং অফ মাউন্টেনিয়ার্স' ৷

সোমবার তথ্যচিত্রটি মুক্তি পায় । সেদিনই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (HMI) তরফ থেকে এই তথ্য়চিত্রের প্রদর্শনের আয়োজন করা হয়েছে ৷ এই তথ্যচিত্রে প্রদর্শিত হয়েছে কিভাবে, কোন পরিবেশ ও কোন ধরনের সরঞ্জামের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয় তা নিয়ে ৷

HMI-র 65তম বার্ষিকী উপলক্ষে সোমবার দার্জিলিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেজর নরেন্দ্র ধর জয়েলের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় । একইসঙ্গে তথ্যচিত্র ‘মেকিং অফ মাউন্টেনিয়ারস’ প্রদর্শন করা হয় ।

ইনস্টিটিউটের অধ্যক্ষ জয় কিশান বলেন, " পর্বতারোহণ নিয়ে এই ধরণের তথ্যচিত্র এই প্রথম তৈরি হল ৷ 1953 সালে এডমন্ড হিলারিকে সঙ্গে নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে শেরপা । এই সাফল্যের পরে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতে একটি পর্বতারোহণ ইনস্টিটিউট চেয়েছিলেন । তাঁর ভাবনায় ছিল যুবকদের অনুপ্রেরণা ও প্রশিক্ষণ দেওয়া । সেই লক্ষ্যে শুরু হয় HMI-এর যাত্রা ।" উল্লেখ্য, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট শুধু পর্বতারোহীদের প্রশিক্ষণই দেয় না, পরিবেশ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনমূলক কাজও করে ৷

দার্জিলিং, 5 নভেম্বর: সাদা বরফে ঢাকা ধূসর শৃঙ্গ, খাড়াই পথ, প্রতিকূল পরিবেশ, চূড়ান্ত রোমাঞ্চ নিয়ে যাত্রা শুরু ৷ পাহাড়ের বাঁকে বাঁকে রয়েছে একের পর এক মরণ ফাঁদ ৷ তবুও জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই পর্বতারোহণ করে ৷ এবার পর্বতারোহণ নিয়ে মুক্তি পেল একটি তথ্যচিত্র, নাম 'মেকিং অফ মাউন্টেনিয়ার্স' ৷

সোমবার তথ্যচিত্রটি মুক্তি পায় । সেদিনই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের (HMI) তরফ থেকে এই তথ্য়চিত্রের প্রদর্শনের আয়োজন করা হয়েছে ৷ এই তথ্যচিত্রে প্রদর্শিত হয়েছে কিভাবে, কোন পরিবেশ ও কোন ধরনের সরঞ্জামের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হয় তা নিয়ে ৷

HMI-র 65তম বার্ষিকী উপলক্ষে সোমবার দার্জিলিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেজর নরেন্দ্র ধর জয়েলের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় । একইসঙ্গে তথ্যচিত্র ‘মেকিং অফ মাউন্টেনিয়ারস’ প্রদর্শন করা হয় ।

ইনস্টিটিউটের অধ্যক্ষ জয় কিশান বলেন, " পর্বতারোহণ নিয়ে এই ধরণের তথ্যচিত্র এই প্রথম তৈরি হল ৷ 1953 সালে এডমন্ড হিলারিকে সঙ্গে নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন তেনজিং নোরগে শেরপা । এই সাফল্যের পরে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ভারতে একটি পর্বতারোহণ ইনস্টিটিউট চেয়েছিলেন । তাঁর ভাবনায় ছিল যুবকদের অনুপ্রেরণা ও প্রশিক্ষণ দেওয়া । সেই লক্ষ্যে শুরু হয় HMI-এর যাত্রা ।" উল্লেখ্য, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট শুধু পর্বতারোহীদের প্রশিক্ষণই দেয় না, পরিবেশ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনমূলক কাজও করে ৷

Intro:এইচএমআইয়ের প্রকাশিত পর্বতারোহণ নিয়ে ডকুমেন্টারি মুভি

দার্জিলিং, 05 নভেম্বর: পর্বতারোহণ নিয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটউট বা এইচএমআইয়ের ডকুমেন্টারি ফিল্ম । কিভাবে, কোন পরিবেশ ও কিধরনের সরঞ্জামের মধ্যমে এই প্রশিক্ষণ তা এই তথ্যচিত্রে প্রদর্শিত হয়েছে ।
এইচএমআইয়ের 65তম বার্ষিকী উপলক্ষে সোমবার দার্জিলিংয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মেজর নরেন্দ্র ধর জয়েলের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। একইসঙ্গে তথ্যচিত্র ‘মেকিং অফ মাউন্টেনিয়ারস’ প্রকাশ করা হয় ।

Body:এইচএমআই প্রিন্সিপাল জয় কিশান বলেন, 4 নভেম্বর 1954 এই ইনস্টিটিউটের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছিল। তিনি বলেন, 1953 সালে এডমন্ড হিলারিকে সঙ্গে নিয়ে
মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন কিংবদন্তি তেনজিং নোরগে শেরপা।
এই সাফল্যের পরে তৎকালীন প্রধানমন্ত্রী
জওহরলাল নেহেরু ভারতে একটি পর্বতারোহণ ইনস্টিটিউট চেয়েছিলেন। তাঁর ভবনায় ছিল যুবকদের অনুপ্রেরণা ও প্রশিক্ষন। এরপর এইচএমআইয়ের যাত্রা শুরু হয় । তিনি বলেন, পর্বতারোহণ নিয়ে এই ধরণের ডকুমেন্টারি ফিল্ম এই প্রথম । Conclusion:
এইচএমআই শুধু পর্বতারোহীদের প্রশিক্ষণ দেয় তাই নয় । পরিবেশ এবং বিশ্ব উষ্ণায়ন নিয়ে সচেতনতা তৈরি করা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.