ETV Bharat / state

Separate State Issue: উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে একত্রিত আঞ্চলিক দলগুলি, আয়োজিত হল যৌথমঞ্চের প্রথম সম্মেলন - ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট

উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবি তুলে জোট বাঁধছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি ৷ 'ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট' নামে যৌথমঞ্চ তৈরি করে এই বিষয়ে ফের সরব হতে চলেছে তারা ৷

Etv Bharat
বিমল গুরুং
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:25 AM IST

উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে যৌথমঞ্চের সম্মেলনে বিমল গুরুংয়ের বক্তব্য

দার্জিলিং, 17 অক্টোবর: গোর্খাল্যান্ড, কামতাপুর বা কোচবিহারকে আর পৃথক রাজ্যের দাবি নয় । এবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে একত্রিত হয়ে আন্দোলনে নামতে চলেছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি । এতদিন পর্যন্ত পাহাড়কে গোর্খাল্যান্ড, কোচবিহার, তরাই ডুয়ার্স নিয়ে কামতাপুর বা কোচবিহারকে পৃথক রাজ্য করার দাবি উঠে এসেছিল আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর তরফে । কিন্তু সেই দাবি আদায়ে কার্যত বিফল হওয়ায় এবার নতুন লক্ষ্য । সেইসব আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এবার একত্রিত হয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলে সরব হতে চলেছে । আর সোমবার সেই দাবিকে সামনে রেখে তৈরি হল সেইসব আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর যৌথমঞ্চ 'ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট'। সোমবার সেই যৌথমঞ্চের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল শিলিগুড়ির দাগাপুর এলাকায় । সম্মেলনটি এদিন অনেক রাত পর্যন্ত গড়ায় ।

জানা গিয়েছে, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, কামতাপুর পিপলস পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, বীর বিরসা মুন্ডা ইল উগলান , এসটি এসসি ওবিসি মুভমেন্ট মঞ্চ, ভূমিপুত্র কো-অর্ডিনেশন পার্টি মিলিয়ে মোট 9টি আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা সোমবারের সম্মেলনে উপস্থিত ছিলেন । পৃথক রাজ্যের দাবি নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, এবার তারা তাদের আন্দোলনকে আরও জোরালো করার জন্যই এই ফ্রন্ট তৈরি করেছে বলে জানা গিয়েছে ।

9টি আঞ্চলিক দলের সভাপতিরা মূলত রয়েছে কোর কমিটিতে । পুজোর পরই শিলিগুড়িতে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বড় মিছিল করা হবে । তারপর কলকাতা ও দিল্লিতেও সেই দাবি তুলে ধরা হবে । লিখিত আকারে কেন্দ্র ও রাজ্য সরকারকে সেই দাবি জানাবে ফ্রন্ট । তবে লোকসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবিকে জিইয়ে রেখে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি । এতে অস্বস্তি বাড়তে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এই বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং বলেন, "আমাদের প্রত্যেকের যা দাবি আগে ছিল তা রয়েছে । তবে এখন একত্রিত হয়ে লড়াইয়ের সময় ৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে । সেজন্য এই ফ্রন্ট করে লড়াইয়ে নামা হবে । কেন্দ্র ও রাজ্য উভয়কে সেই বিষয়ে জানানো হবে ।"

প্রসঙ্গত, এর আগে একাধিকবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা নিয়ে মন্তব্য শোনা গিয়েছে জিসিপিএ নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গলায় । একই দাবি তুলতে দেখা গিয়েছে বিজেপির সাংসদ, বিধায়কদেরও । ফলে এই ফ্রন্টের পিছনেও বিজেপির হাত রয়েছে বলে মনে করছে শাসকদলের নেতারা ।

আরও পড়ুন : পৃথক রাজ্যের ইস্যুতে দিল্লিতে বিজেপির মুখোমুখি বিমল গুরুং, অনন্ত মহারাজ

উত্তরবঙ্গকে পৃথক রাজ্যের দাবিতে যৌথমঞ্চের সম্মেলনে বিমল গুরুংয়ের বক্তব্য

দার্জিলিং, 17 অক্টোবর: গোর্খাল্যান্ড, কামতাপুর বা কোচবিহারকে আর পৃথক রাজ্যের দাবি নয় । এবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে একত্রিত হয়ে আন্দোলনে নামতে চলেছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি । এতদিন পর্যন্ত পাহাড়কে গোর্খাল্যান্ড, কোচবিহার, তরাই ডুয়ার্স নিয়ে কামতাপুর বা কোচবিহারকে পৃথক রাজ্য করার দাবি উঠে এসেছিল আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর তরফে । কিন্তু সেই দাবি আদায়ে কার্যত বিফল হওয়ায় এবার নতুন লক্ষ্য । সেইসব আঞ্চলিক রাজনৈতিক দলগুলো এবার একত্রিত হয়ে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলে সরব হতে চলেছে । আর সোমবার সেই দাবিকে সামনে রেখে তৈরি হল সেইসব আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর যৌথমঞ্চ 'ইউনাইটেড ফ্রন্ট ফর সেপারেট স্টেট'। সোমবার সেই যৌথমঞ্চের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হল শিলিগুড়ির দাগাপুর এলাকায় । সম্মেলনটি এদিন অনেক রাত পর্যন্ত গড়ায় ।

জানা গিয়েছে, কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি, কামতাপুর পিপলস পার্টি, গোর্খা জনমুক্তি মোর্চা, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, বীর বিরসা মুন্ডা ইল উগলান , এসটি এসসি ওবিসি মুভমেন্ট মঞ্চ, ভূমিপুত্র কো-অর্ডিনেশন পার্টি মিলিয়ে মোট 9টি আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা সোমবারের সম্মেলনে উপস্থিত ছিলেন । পৃথক রাজ্যের দাবি নিয়ে যে সমস্ত রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, এবার তারা তাদের আন্দোলনকে আরও জোরালো করার জন্যই এই ফ্রন্ট তৈরি করেছে বলে জানা গিয়েছে ।

9টি আঞ্চলিক দলের সভাপতিরা মূলত রয়েছে কোর কমিটিতে । পুজোর পরই শিলিগুড়িতে উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করার দাবিতে বড় মিছিল করা হবে । তারপর কলকাতা ও দিল্লিতেও সেই দাবি তুলে ধরা হবে । লিখিত আকারে কেন্দ্র ও রাজ্য সরকারকে সেই দাবি জানাবে ফ্রন্ট । তবে লোকসভা নির্বাচনের আগে ফের একবার পৃথক রাজ্যের দাবিকে জিইয়ে রেখে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে আঞ্চলিক রাজনৈতিক দলগুলি । এতে অস্বস্তি বাড়তে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বলে মনে করছে রাজনৈতিক মহল ।

এই বিষয়ে গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং বলেন, "আমাদের প্রত্যেকের যা দাবি আগে ছিল তা রয়েছে । তবে এখন একত্রিত হয়ে লড়াইয়ের সময় ৷ উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করতে হবে । সেজন্য এই ফ্রন্ট করে লড়াইয়ে নামা হবে । কেন্দ্র ও রাজ্য উভয়কে সেই বিষয়ে জানানো হবে ।"

প্রসঙ্গত, এর আগে একাধিকবার উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করা নিয়ে মন্তব্য শোনা গিয়েছে জিসিপিএ নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের গলায় । একই দাবি তুলতে দেখা গিয়েছে বিজেপির সাংসদ, বিধায়কদেরও । ফলে এই ফ্রন্টের পিছনেও বিজেপির হাত রয়েছে বলে মনে করছে শাসকদলের নেতারা ।

আরও পড়ুন : পৃথক রাজ্যের ইস্যুতে দিল্লিতে বিজেপির মুখোমুখি বিমল গুরুং, অনন্ত মহারাজ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.