ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফ্লেবটমিস্ট, পিয়ার সাপোর্ট, মেডিকেল টেকনলজিস্ট(ক্রিটিকাল কেয়ার) এবং প্যারামেডিকেল কর্মী হিসেবে মোট 11টি শূন্যপদের বিজ্ঞপ্তি দিয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, শিলিগুড়ি ৷ শিলিগুড়ি মহকুমা পরিষদের বিভিন্ন কর্মসূচি যথাক্রমে ন্যাশনাল টিউবারকুলশিস এলিমিনেশন প্রোগ্রাম(NTEP), ন্যাশনাল ভেক্টর বর্ন ডিজ়িজ় কন্ট্রোল প্রোগ্রাম(NVBDCP), ন্যাশনাল ভাইরাল হেপাটাইটিস কন্ট্রোল প্রোগ্রাম(NVHCP) এবং ন্যাশনাল লেপ্রসি ইরেডিকেশন প্রোগ্রাম(NLEP)-এর আওতায় শূন্যপদগুলি ঘোষণা করা হয়েছে ৷ চলতি বছরের নভেম্বর পর্যন্ত কিংবা 2021-র 31 মার্চ পর্যন্ত অথবা এক বছরের জন্য শর্ত সাপেক্ষে নিয়োগ করা হবে ৷ প্রয়োজনে পারফরম্যান্সের ভিত্তিতে পরে সময়সীমা বাড়ানোও হতে পারে ৷
1. ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদ : 2টি(অসংরক্ষিত-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা : i) 10 + 2 সঙ্গে মেডিকেল ল্যাবরেটরি টেকনলজিতে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ডিগ্রি ৷
ii) আবেদনকারীর 50 শতাংশ নম্বর থাকতে হবে ৷
বয়সসীমা : আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 বছর ও সর্বনিম্ন বয়স 22 বছর হতে হবে ।
বেতন কাঠামো : 17 হাজার 220 টাকা প্রতি মাসে ৷
2. ফ্লেবটমিস্ট
শূন্যপদ : 3টি (অসংরক্ষিত-2, SC-1)
শিক্ষাগত যোগ্যতা : i) 10 + 2 সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ৷
ii)ফ্লেবটমি অথবা ল্যাবরেটরি প্রযুক্তিতে প্রশিক্ষিত হতে হবে ৷
বয়সসীমা : আবেদনকারীর বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না ।
বেতন কাঠামো : 5000 টাকা প্রতি মাসে ৷
3. পিয়ার সাপোর্ট
শূন্যপদ : 1টি(অসংরক্ষিত-1)
শিক্ষাগত যোগ্যতা : i) 10 + 2 ৷
ii)স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে এবং কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ৷
বয়সসীমা : আবেদনকারীর বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না ।
বেতন কাঠামো : 10,000 টাকা প্রতি মাসে ৷
4. মেডিকেল টেকনলজিস্ট(ক্রিটিকাল কেয়ার)
শূন্যপদ : 4টি(অসংরক্ষিত-2, SC-1, ST-1)
শিক্ষাগত যোগ্যতা : i) 10 + 2 সঙ্গে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ৷
ii)ক্রিটিকাল কেয়ার টেকনলজিতে দুবছরের ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে ৷
বয়সসীমা : আবেদনকারীর বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না ।
বেতন কাঠামো : 20,000 টাকা প্রতি মাসে ৷
5. প্যারা মেডিকেল কর্মী
শূন্যপদ : 1টি(অসংরক্ষিত-1)
শিক্ষাগত যোগ্যতা : i) 10 + 2 সঙ্গে প্যারা মেডিকেলে প্রশিক্ষিত হতে হবে ৷
ii) কম্পিউটারে ন্যূনতম জ্ঞান থাকতে হবে ৷
বয়সসীমা : আবেদনকারীর বয়স 40 বছরের বেশি হওয়া যাবে না ।
বেতন কাঠামো : 16,000 টাকা প্রতি মাসে ৷
সরকারি নিয়মানুযায়ী বয়স ছাড়ের সুবিধা আছে ৷
প্রার্থী বাছাই প্রক্রিয়া : ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে ৷ বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbhealth.gov.in দেখুন ৷
গুরুত্বপূর্ণ তারিখ : 03.11.2020 এর মধ্যে recruitmenthealthsmp@gmail.com-এ আবেদন করতে হবে ৷
চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।