দার্জিলিং, 30 মার্চ : পর্যটকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল ৷ এবার সর্বজনীন পুজোপাঠ ও ধর্মীয় অনুষ্ঠান আপাতত স্থগিত রাখা হল টাইগার হিলে । কোরোনার সংক্রমণ রোধে রামনবমীর অনুষ্ঠান থেকে শুরু করে যে কোনও সর্বজনীন ধার্মিক অনুষ্ঠান টাইগার হিলে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয় । স্থগিত রাখা হল শ্রীমৎ দেবী ভাগবত সংগীতময় মহাযজ্ঞ পুরাণ।
সূর্যোদয়ের অপরূপ শোভা দেখার জন্য শৈলশহর দার্জিলিঙের টাইগার হিল পর্যটকদের কাছে সবসময়ই প্রিয় । আবহাওয়া ভাল থাকলেই এখান থেকেই দেখা মেলে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘার । টাইগার হিলে যাওয়ার জন্য পর্যটকদের বরাবরই আগ্রহ তুঙ্গে । বাড়তে থাকা কোরোনা আতঙ্কের জেরে ক'দিন আগেই টাইগার হিলে পর্যটকদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় বনবিভাগের তরফে । এখানেই রয়েছে দেবী মন্দির । এবার সেই মন্দিরও বন্ধ করা হল সর্বসাধারণের জন্য ৷
মন্দির কমিটির তরফে শচীন তামাঙ আজ জানান, "প্রতিবছরই ধুমধাম করে পুরাণ মহাযজ্ঞ হয় । তাতে বহু পুণ্যার্থী অংশ নেন । ক'দিন বাদেই এই ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা ছিল । কিন্তু কোরোনার আতঙ্কের জেরে তা স্থগিত করা হয়েছে । ভক্তরা নিজেদের বাড়িতে পুজোপাঠ করতে পারেন । কিন্তু কোরোনার আতঙ্কের মধ্যে এখন মন্দিরে কোনও সর্বজনীন ধর্মীয় অনুষ্ঠান করা হবে না ।"