দার্জিলিং, ২৭ মার্চ : "আমার জন্য কোনও গোর্খার মাথা নত হতে দেব না। জিতব, এটা আমার ইগো নয়, এবিষয়ে আমি কনফিডেন্ট।" - গতকাল দার্জিলিং লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেওয়ার পর একথা বললেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী রাজু সিং বিস্ত। BJP-র এই প্রার্থীকে সমর্থন করেছে GNLF ও মোর্চার বিমলপন্থী শিবির।
গতকাল রাজু দার্জিলিংয়ের জেলাশাসকের অফিসে মনোনয়নপত্র জমা দিতে যান। তাঁর সঙ্গে BJP, GNLF সমর্থকরা ছাড়াও ছিলেন মোর্চার বহু বিমলপন্থী কর্মী ও সমর্থক। মনোনয়নপত্র পেশের সময় বারংবার "বিমল গুরুং জিন্দাবাদ" স্লোগান ওঠে।
BJP-র বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া পাহাড়কে সময় দেননি বলে অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে রাজু বলেন, "কে কী করেছে তা জানা নেই। তবে আমি পাহাড়কে বেশি সময় দেব। বাংলা সারা দেশের মধ্যে পিছিয়ে রয়েছে। পাহাড় ও তরাই-ডুয়ার্স অঞ্চল তো আরও পিছিয়ে।"
ইতিমধ্যে রাজুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বহিরাগত প্রার্থী। আজ রাজু বলেন, "আমি গোর্খা পুত্র। গোর্খাদের স্বার্থে কাজ করব।"
গতকাল রাজু ছাড়াও জন আন্দোলন পার্টির (JAP) প্রার্থী হরকা বাহাদুর ছেত্রিসহ আরও কয়েকজন মনোনয়নপত্র জমা দেন।