দার্জিলিং, 13 জুন : পাহাড়ের জন্য কোরোনা পরীক্ষাকেন্দ্র তৈরিতে সায় দিয়েছে কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে এনিয়ে তাঁর কথা হয়েছে বলে জানালেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা । গতকাল তিনি একথা জানান ৷ প্রসঙ্গত, কিছুদিন আগে দিল্লি থেকে ফিরেছেন রাজু বিস্তা ৷ পরশু তিনি শিলিগুড়ির বিভিন্ন হাসপাতাল ও কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেন ৷ এরপর গতকাল কার্শিয়াং, দার্জিলিং এবং বাতাসিয়া TB হাসপাতাল কোয়ারানটিন সেন্টার পরিদর্শন করেন ।
দার্জিলিঙে তাঁর সঙ্গী হন বিধায়ক নীরজ জিম্বা । এই বিষয়ে রাজু বিস্তা বলেন, “পাহাড়ের জন্য কোরোনা টেস্টের পৃথক ল্যাব দরকার । এজন্য কেন্দ্রের প্রয়োজনীয় অনুমোদন পাওয়া যাবে । কিন্তু রাজ্যেরও একটা দায়িত্ব রয়েছে । রাজ্যের তরফে এমন কোনও প্রস্তাব কেন্দ্রের কাছে এখনও পাঠানো হয়নি । যত তাড়াতাড়ি এটা করা যায় ততই ভালো।"
সাংসদ আরও বলেন, “COVID নিয়ন্ত্রণে রাজনীতি ভুলে সবাইকে একসঙ্গে লড়তে হবে । কেন্দ্র, রাজ্য ও GTA কে একযোগে কাজ করা বাঞ্ছনীয় ।" রিপোর্ট দেরিতে আসায় পরিযায়ী শ্রমিকরা আগেই কোয়ারানটিন ছেড়ে চলে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷ বলেন, “14 দিনে সোয়াব টেস্টের রিপোর্ট না আসায় অনেকেই কোয়ারানটিন ছাড়ছেন । তাঁরা পরিবার আত্মীয়দের সংস্পর্শে আসছেন। পরে জানা যাচ্ছে রিপোর্ট পজ়িটিভ । এটা কাম্য নয় । কেননা, এটা পরবর্তীতে মাথা ব্যথার কারণ হবে ।"
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোরোনা পরীক্ষাকেন্দ্র রয়েছে ৷ পাহাড়ে নেই ৷ ফলে পাহাড়ের মানুষকেও টেস্টের জন্য যেতে হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷