ETV Bharat / state

আমফান ও কোরোনা মোকাবিলায় ব্যর্থ রাজ্য, অভিযোগ রাজু বিস্তার - রাজু বিস্তা

রাজ্যে ফিরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন শিলিগুড়ির সাংসদ রাজু বিস্তা । আমফান বা কোরোনা মোকাবিলা, সবেতেই রাজ্য সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি ।

রাজু বিস্তা
রাজু বিস্তা
author img

By

Published : May 28, 2020, 6:24 PM IST

শিলিগুড়ি, 28 মে : রাজ্যে আজ থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে । আর প্রথম বিমানেই দিল্লি থেকে শিলিগুড়ি ফিরলেন BJP সাংসদ রাজু বিস্তা । বিমানবন্দরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।

রাজু বিস্তা বলেন, "আমফান বা কোরোনা মোকাবিলা, সবকিছুতেই ব্যর্থ হয়েছে বাংলার সরকার । আমরা চাই সরকার ঠিক দিশায় চলুক । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সবেতেই ব্যর্থ হয়েছেন । গোটা দেশে 25 মে থেকে বিমান পরিষেবা চালু হয়েছে । কিন্তু, এখানেও পরিষেবা শুরু করতে ব্যর্থ বাংলা ।"

তিনি আরও বলেন, "লকডাউন চলায় আটকে পড়েছিলাম দিল্লিতে । তবে, সেখান থেকেও প্রতিনিয়ত এলাকায় যোগাযোগ রেখেছি । আজ বিমান চালু হতেই ফিরলাম । লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করব ।"

প্রসঙ্গত, লকডাউনের সময় রাজু বিস্তার এলাকায় না থাকা নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা । পর্যটনমন্ত্রী গৌতম দেব অভিযোগ করেছিলেন, এই লকডাউনে মানুষের পাশে সাংসদ নেই । শিলিগুড়ির সাংসদ নিখোঁজ বলে কটাক্ষ করে পোস্টারও পড়ে শিলিগুড়িতে । অবশেষে আজ বিমান চালু হতেই এলাকায় ফেরেন তিনি ।

শিলিগুড়ি, 28 মে : রাজ্যে আজ থেকে বিমান পরিষেবা শুরু হয়েছে । আর প্রথম বিমানেই দিল্লি থেকে শিলিগুড়ি ফিরলেন BJP সাংসদ রাজু বিস্তা । বিমানবন্দরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি ।

রাজু বিস্তা বলেন, "আমফান বা কোরোনা মোকাবিলা, সবকিছুতেই ব্যর্থ হয়েছে বাংলার সরকার । আমরা চাই সরকার ঠিক দিশায় চলুক । কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সবেতেই ব্যর্থ হয়েছেন । গোটা দেশে 25 মে থেকে বিমান পরিষেবা চালু হয়েছে । কিন্তু, এখানেও পরিষেবা শুরু করতে ব্যর্থ বাংলা ।"

তিনি আরও বলেন, "লকডাউন চলায় আটকে পড়েছিলাম দিল্লিতে । তবে, সেখান থেকেও প্রতিনিয়ত এলাকায় যোগাযোগ রেখেছি । আজ বিমান চালু হতেই ফিরলাম । লকডাউন ও স্বাস্থ্যবিধি মেনেই কাজ করব ।"

প্রসঙ্গত, লকডাউনের সময় রাজু বিস্তার এলাকায় না থাকা নিয়ে কটাক্ষ করেছিল বিরোধীরা । পর্যটনমন্ত্রী গৌতম দেব অভিযোগ করেছিলেন, এই লকডাউনে মানুষের পাশে সাংসদ নেই । শিলিগুড়ির সাংসদ নিখোঁজ বলে কটাক্ষ করে পোস্টারও পড়ে শিলিগুড়িতে । অবশেষে আজ বিমান চালু হতেই এলাকায় ফেরেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.