ETV Bharat / state

Raju Bista: মুখ্যমন্ত্রীর হাতেই পাহাড়ের ঘোড়া কেনাবেচার রাশ ! বিস্ফোরক রাজু বিস্তা - অনিত থাপা

এবার সরাসরি মমতাকে (CM Mamata Banerjee) তোপ দাগলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা (Raju Bista) ৷ এদিন মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন তিনি ৷ গোর্খাল্যান্ডয়ের পক্ষে সওয়াল করেন রাজু ।

Raju Bista
Raju Bista
author img

By

Published : Dec 3, 2022, 4:28 PM IST

Updated : Dec 3, 2022, 5:56 PM IST

দার্জিলিং, 3 ডিসেম্বর: "রাজ্য সরকারের সরাসরি প্ররোচনাতেই দার্জিলিং পৌরসভার কাউন্সিলরদের কেনাবেচা চলছে । ওই কেনাবেচার রাশ সম্পূর্ণ কলকাতায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) হাতে রয়েছে ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista) ।

শুধু তাই নয় । আগামীতে যদি পাহাড়ের স্বার্থে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung) বিজেপির সঙ্গে জোট করতে চায়, তাতে কোনও অসুবিধা নেই । আর তার ওই বক্তব্যের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে ।

প্রসঙ্গত, 10 ও 11 ডিসেম্বর দিল্লিতে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে সেমিনারের আয়োজন করেছেন মোর্চা নেতা বিমল গুরুং । সেই সেমিনারে অংশগ্রহণের কথা জানিয়েছেন রাজু বিস্তা । তবে কি পাহাড়ের রাজনীতিতে ফের একবার বিজেপির হাত ধরে উত্থানের চেষ্টা করছেন বিমল গুরুং? এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিকমহলে ।

সম্প্রতি হামরো পার্টির (Hamro Party) ছয় কাউন্সিলর অনিত শিবিরে যোগ দিয়েছেন । যার ফলে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) ক্ষমতা থেকে সরে যাওয়া এখন খালি সময়ের অপেক্ষা । আর ওই কাউন্সিলররা দলবদল করতেই অনিত থাপার (Anit Thapa) বিরুদ্ধে তাদের প্রলোভন দেখিয়ে দলবদল করানোর অভিযোগ ওঠে ।

আর এরপরই দার্জিলিংয়ের কাউন্সিলর কেনাবেচা নিয়ে রাজু বিস্তা বলেন, "যে বিক্রি হচ্ছে আর যিনি কিনছেন দুজনেই দোষী । পাহাড়ের কোনও রাজনৈতিকদলের সঙ্গে আমার বা বিজেপির কোন শত্রুতা নেই । পাহাড়ে এখন যে খেলা চলছে তার রচয়িতা কলকাতায় বসে আছেন । পাহাড়ের নেতারা খালি নাচছেন । তৃণমূল কংগ্রেস কোনদিন পাহাড়ে জয়ী হতে পারেনি । যেভাবে আমাদের জোটের পাহাড়ে সমর্থন বাড়ছে তাতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন । সেজন্য কখনও বিমল গুরুং, কখনও অনিত থাপার মাধ্যমে পাহাড় দখল করেন ।"

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজু বিস্তার

আরও পড়ুন: মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী, পরেশ রাওয়াল বিতর্কে সাফাই রাজু বিস্তার

অন্যদিকে আসন্ন পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত বিজেপি, দাবি রাজু বিস্তার । তবে বিমল গুরুংয়ের সঙ্গে এখনও রাজ্যের শাসকলদল তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে । এখন অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় যে তিনি গোর্খাল্যান্ডয়ের পক্ষে না বিপক্ষে ।

দার্জিলিং, 3 ডিসেম্বর: "রাজ্য সরকারের সরাসরি প্ররোচনাতেই দার্জিলিং পৌরসভার কাউন্সিলরদের কেনাবেচা চলছে । ওই কেনাবেচার রাশ সম্পূর্ণ কলকাতায় মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) হাতে রয়েছে ।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বিস্ফোরক মন্তব্য করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা (BJP MP Raju Bista) ।

শুধু তাই নয় । আগামীতে যদি পাহাড়ের স্বার্থে গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং (Bimal Gurung) বিজেপির সঙ্গে জোট করতে চায়, তাতে কোনও অসুবিধা নেই । আর তার ওই বক্তব্যের পরই রাজনৈতিকমহলে সমালোচনার ঝড় উঠেছে ।

প্রসঙ্গত, 10 ও 11 ডিসেম্বর দিল্লিতে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিতে সেমিনারের আয়োজন করেছেন মোর্চা নেতা বিমল গুরুং । সেই সেমিনারে অংশগ্রহণের কথা জানিয়েছেন রাজু বিস্তা । তবে কি পাহাড়ের রাজনীতিতে ফের একবার বিজেপির হাত ধরে উত্থানের চেষ্টা করছেন বিমল গুরুং? এখন এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিকমহলে ।

সম্প্রতি হামরো পার্টির (Hamro Party) ছয় কাউন্সিলর অনিত শিবিরে যোগ দিয়েছেন । যার ফলে দার্জিলিং পৌরসভার (Darjeeling Municipality) ক্ষমতা থেকে সরে যাওয়া এখন খালি সময়ের অপেক্ষা । আর ওই কাউন্সিলররা দলবদল করতেই অনিত থাপার (Anit Thapa) বিরুদ্ধে তাদের প্রলোভন দেখিয়ে দলবদল করানোর অভিযোগ ওঠে ।

আর এরপরই দার্জিলিংয়ের কাউন্সিলর কেনাবেচা নিয়ে রাজু বিস্তা বলেন, "যে বিক্রি হচ্ছে আর যিনি কিনছেন দুজনেই দোষী । পাহাড়ের কোনও রাজনৈতিকদলের সঙ্গে আমার বা বিজেপির কোন শত্রুতা নেই । পাহাড়ে এখন যে খেলা চলছে তার রচয়িতা কলকাতায় বসে আছেন । পাহাড়ের নেতারা খালি নাচছেন । তৃণমূল কংগ্রেস কোনদিন পাহাড়ে জয়ী হতে পারেনি । যেভাবে আমাদের জোটের পাহাড়ে সমর্থন বাড়ছে তাতে মুখ্যমন্ত্রী ভয় পেয়েছেন । সেজন্য কখনও বিমল গুরুং, কখনও অনিত থাপার মাধ্যমে পাহাড় দখল করেন ।"

মুখ্যমন্ত্রীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজু বিস্তার

আরও পড়ুন: মাছ খাওয়া স্বাস্থ্যের পক্ষে উপযোগী, পরেশ রাওয়াল বিতর্কে সাফাই রাজু বিস্তার

অন্যদিকে আসন্ন পাহাড়ের পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত বিজেপি, দাবি রাজু বিস্তার । তবে বিমল গুরুংয়ের সঙ্গে এখনও রাজ্যের শাসকলদল তৃণমূল কংগ্রেসের জোট রয়েছে । এখন অনেকেই মনে করছেন, মুখ্যমন্ত্রীর জবাব দেওয়ার সময় যে তিনি গোর্খাল্যান্ডয়ের পক্ষে না বিপক্ষে ।

Last Updated : Dec 3, 2022, 5:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.