ETV Bharat / state

দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরাতে : রাহুল

author img

By

Published : Jul 31, 2019, 3:30 PM IST

"দিদিকে বলো কর্মসূচির জন্য যে ওয়েবসাইট খোলা হয়েছিল তা অচল ৷ মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নিচুতলার কর্মীরাই একথা বলছেন ৷ এইজন্য কর্মসূচির নাম পালটে "দিদি বলবেন না" করা উচিত ছিল ৷" আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন BJP নেতা রাহুল সিনহা ৷

রাহুল

শিলিগুড়ি, 31 জুলাই : "তৃণমূলের নিচুতলার কর্মীরা বলছেন, সারদা-নারদে লাখ লাখ টাকা তৃণমূল নেতারা নিয়েছে ৷ দিদি তৃণমূলের নিচুস্তরের কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার কথা বলছেন অথচ ওই নেতাদের সারদা-নারদের টাকা ফেরত দিতে বলছেন না কেন ? দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরত দিতে ৷ আমার মনে হয় বহু তৃণমূলের নেতা এবারের পুজো জেলে বসেই দেখবেন ৷" আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন BJP নেতা রাহুল সিনহা ৷

Mamata Banerjee
সাংবাদিক বৈঠক করছেন রাহুল সিনহা

আজ সদস্য সংগ্রহ অভিযানের জন্য শিলিগুড়ি যান রাহুল ৷ সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সদস্যপদ সংগ্রহ করেন ৷ এরপর সাংবাদিক বৈঠক করেন ৷ বলেন, "এই রাজ্যে মহিলা পরিচালিত সরকার ৷ তবুও রাজ্যে তিন তালাকের বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিল পাশ হওয়ার শেষ পর্যন্ত কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তিন তালাকের বিরোধিতা করে গেছে ৷ এই বিষয়টি আমরা রাজ্যের সাধারণ মানুষের কাছে নিয়ে যাব ৷ এই বিল পাশের ফলে অত্যাচারিত, নিপীড়িত মুসলিম মহিলারা আমাদের পাশে আসবেন ।"

সোমবার "দিদিকে বলো" কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ, এই কর্মসূচি চালু করার পরদিন থেকেই অচল হয়ে পড়ে এই কর্মসূচির জন্য চালু হওয়া ওয়েবসাইট ৷ এমন কী ফোন নম্বরেও ফোন ঢুকছে না বলে একাধিকবার অভিযোগ উঠছে ৷ এপ্রসঙ্গে রাহুল বলেন, "দিদিকে বলো কর্মসূচির জন্য যে ওয়েবসাইট খোলা হয়েছিল তা অচল ৷ মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নিচুতলার কর্মীরাই একথা বলছেন ৷ এইজন্য কর্মসূচির নাম পালটে "দিদি বলবেন না" করা উচিত ছিল ৷"

শিলিগুড়ি, 31 জুলাই : "তৃণমূলের নিচুতলার কর্মীরা বলছেন, সারদা-নারদে লাখ লাখ টাকা তৃণমূল নেতারা নিয়েছে ৷ দিদি তৃণমূলের নিচুস্তরের কর্মীদের কাটমানি ফেরত দেওয়ার কথা বলছেন অথচ ওই নেতাদের সারদা-নারদের টাকা ফেরত দিতে বলছেন না কেন ? দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরত দিতে ৷ আমার মনে হয় বহু তৃণমূলের নেতা এবারের পুজো জেলে বসেই দেখবেন ৷" আজ শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে একথা বললেন BJP নেতা রাহুল সিনহা ৷

Mamata Banerjee
সাংবাদিক বৈঠক করছেন রাহুল সিনহা

আজ সদস্য সংগ্রহ অভিযানের জন্য শিলিগুড়ি যান রাহুল ৷ সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে সদস্যপদ সংগ্রহ করেন ৷ এরপর সাংবাদিক বৈঠক করেন ৷ বলেন, "এই রাজ্যে মহিলা পরিচালিত সরকার ৷ তবুও রাজ্যে তিন তালাকের বিরোধিতা করে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিল পাশ হওয়ার শেষ পর্যন্ত কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস তিন তালাকের বিরোধিতা করে গেছে ৷ এই বিষয়টি আমরা রাজ্যের সাধারণ মানুষের কাছে নিয়ে যাব ৷ এই বিল পাশের ফলে অত্যাচারিত, নিপীড়িত মুসলিম মহিলারা আমাদের পাশে আসবেন ।"

সোমবার "দিদিকে বলো" কর্মসূচির সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ, এই কর্মসূচি চালু করার পরদিন থেকেই অচল হয়ে পড়ে এই কর্মসূচির জন্য চালু হওয়া ওয়েবসাইট ৷ এমন কী ফোন নম্বরেও ফোন ঢুকছে না বলে একাধিকবার অভিযোগ উঠছে ৷ এপ্রসঙ্গে রাহুল বলেন, "দিদিকে বলো কর্মসূচির জন্য যে ওয়েবসাইট খোলা হয়েছিল তা অচল ৷ মিথ্যা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের নিচুতলার কর্মীরাই একথা বলছেন ৷ এইজন্য কর্মসূচির নাম পালটে "দিদি বলবেন না" করা উচিত ছিল ৷"

Intro:সারদা নারদার মামলায় পূজার আগেই অনেক তৃণমূল নেতানেত্রী জেলে যাবেন বলে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। এদিন শিলিগুড়িতে তিনি বলেন দিদি বলো কর্মসূচি হচ্ছে। কিন্তু দিদি বলছেন না। প্রথম দিনেই ওয়েবসাইট অচল। ফোন অচল। লোক দেখানো মিথ্যে নাটক। কাটমানি আন্দোলন থামবে না। সারদা নারদার টাকা ফেরত দিতে বলুন মুখ্যমন্ত্রী।


Body:তিন তালাক পাশের জেরে এ রাজ্যে মুসলিম ভোটব্যাংক এর কাছে পৌঁছাতে তাদের আরো সুবিধা হবে বলে জানান রাহুল সিনহা। তিনি বলেন এই রাজ্যের এক মহিলা আবেদন করেছিলেন। মোদীজি শুনেছেন। কিন্তু মহিলা মুখ্যমন্ত্রীর সরকার এর বিরোধিতা করে গিয়েছে। এই বিল পাসের জেরে অত্যাচারিত, নিপীড়িত মুসলিম মহিলারা আমাদের পাশে আসবেন।




Conclusion:এদিন শিলিগুড়িতে দলের সদস্য সংগ্রহ অভিযানে বাড়িবাড়ি যান রাহুল সিনহা। সাংবাদিক বৈঠকে তিনি এক সাংসদকে কটাক্ষ করে বলেন আগে বলেছিলেন টাকা নেন নি। এখন বলছেন 29 লাখ ফেরত দেবেন। দেখতে থাকুন। আমার আশা পূজার আগে সারদা নারদায় অনেক নেতানেত্রী গ্রেপ্তার হবেন।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.