ETV Bharat / state

12 ঘণ্টায় তিনবার কম্পন অনুভূত হল উত্তরবঙ্গে

author img

By

Published : Apr 6, 2021, 11:33 AM IST

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৷ 12 ঘণ্টার মধ্যে পর পর তিনবার ভূকম্পন অনুভূত হল উত্তরবঙ্গে ৷ সোমবার রাত 8টা 49 মিনিট এবং মঙ্গলবার সকাল 7টা 7 মিনিট ও 10টা 40 মিনিটে কেঁপে ওঠে উত্তরবঙ্গের মাটি ৷

Quake of 4.1 magnitude hits north Bengal, second in less than 12hrs
12 ঘণ্টায় তিনবার কম্পন অনুভূত হল উত্তরবঙ্গে

শিলিগুড়ি, 6 এপ্রিল : রাজ্য়ের দক্ষিণে যখন ভোটের উত্তাপ, ঠিক তখনই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি ৷ সোমবার রাতের পর মঙ্গলের সকালেও দু’দফায় অনুভূত হল মৃদু ভূমিকম্প ৷

ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এদিন সকাল 7টা বেজে 7 মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে ৷ 4.1 মাত্রার এই কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ৷ এই ঘটনার চার ঘণ্টার মধ্যেই সকাল 10টা বেজে 40 মিনিটে আবারও অনুভূত হয় কম্পন ৷ কেঁপে ওঠে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়া ও কোচবিহার ৷ তবে এদিনের ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি ৷ যদিও ঘটনায় আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে ভূমিকম্প, তীব্রতা 5.4

ভূমিকম্প টের পাওয়া গিয়েছে পড়শি রাজ্য সিকিমের কয়েকটি অংশেও ৷ প্রসঙ্গত, সোমবার রাতেই 5.4 মাত্র ভূমিকম্প অনুভূত হয় সিকিমে ৷ যার রেশ গড়ায় অসম, পশ্চিমবঙ্গ এবং বিহারেও ৷ সেই কম্পনের এপিসেন্টার ছিল ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায়, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ৷ রাত 8টা বেজে 49 মিনিটে কেঁপে উঠেছিল পার্বত্য এলাকার মাটি ৷

শিলিগুড়ি, 6 এপ্রিল : রাজ্য়ের দক্ষিণে যখন ভোটের উত্তাপ, ঠিক তখনই একের পর এক ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি ৷ সোমবার রাতের পর মঙ্গলের সকালেও দু’দফায় অনুভূত হল মৃদু ভূমিকম্প ৷

ন্য়াশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে খবর, এদিন সকাল 7টা বেজে 7 মিনিটে কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ে ৷ 4.1 মাত্রার এই কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ৷ এই ঘটনার চার ঘণ্টার মধ্যেই সকাল 10টা বেজে 40 মিনিটে আবারও অনুভূত হয় কম্পন ৷ কেঁপে ওঠে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়া ও কোচবিহার ৷ তবে এদিনের ভূমিকম্পে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি ৷ যদিও ঘটনায় আতঙ্কিত হয়ে ঘর-বাড়ি বেরিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গে ভূমিকম্প, তীব্রতা 5.4

ভূমিকম্প টের পাওয়া গিয়েছে পড়শি রাজ্য সিকিমের কয়েকটি অংশেও ৷ প্রসঙ্গত, সোমবার রাতেই 5.4 মাত্র ভূমিকম্প অনুভূত হয় সিকিমে ৷ যার রেশ গড়ায় অসম, পশ্চিমবঙ্গ এবং বিহারেও ৷ সেই কম্পনের এপিসেন্টার ছিল ভারত-ভুটান সীমান্তবর্তী এলাকায়, ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে ৷ রাত 8টা বেজে 49 মিনিটে কেঁপে উঠেছিল পার্বত্য এলাকার মাটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.