ETV Bharat / state

বারাণসীতে মোদির জয়ে অবদান তাদেরই, বিস্তকে জেতাতে টিম এল শিলিগুড়ি

বারাণসীতে যে পেশাদার দলটি মোদির ভোট মেশিনারি পরিচালনার করেছিল সেখান থেকে মোট ৩০ জনের দল শিলিগুড়ি এসে পৌঁছেছে। রাজু বিস্তকে জেতাতে তারা নির্বাচনের প্রস্তুতির কাজ করবে।

রাজু বিস্ত
author img

By

Published : Mar 30, 2019, 10:59 AM IST

শিলিগুড়ি, 30 মার্চ : ভোট বৈতরণী পার করতে শিলিগুড়িতে এল মোদির নির্বাচনী টিম। রাকেশ সাক্সেনার নেতৃত্বে কাজ করবে এই টিম। দলীয় নেতা, কর্মীদের পাশাপাশি ভোট প্রচারের কৌশল ও ভোটের দিন যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে এই টিমের সদস্যরাই।

বারাণসীতে যে পেশাদার দলটি মোদির ভোট মেশিনারি পরিচালনার করেছিল সেখান থেকে মোট ৩০ জনের দল শিলিগুড়ি এসে পৌঁছেছে। কোথায় হবে ভোট প্রচার? কী বলবেন প্রার্থী? যাবতীয় কাজকর্ম দেখভাল করছে এই দল। ভোটের নানা সমীকরণ, জটিল অঙ্ক কষা, সভায় প্রার্থীর বক্তব্য সবই ঠিক করে দেবে তারা।


এনিয়ে প্রার্থী রাজু বিস্ত কিছু বলতে না চাইলেও দলের জেলাস্তরের এক নেতা জানান, যারা এসেছেন তাঁরা একটি ফাউন্ডেশনের পেশাদার কর্মী। দেশজুড়ে এরাই আমাদের প্রচারের কৌশল ঠিক করে থাকেন। মোদির বারাণসী নির্বাচনে যারা ছিলেন তাঁদের মধ্যে অন্তত 30 জন এবার শিলিগুড়ি এসেছেন।

শিলিগুড়ি, 30 মার্চ : ভোট বৈতরণী পার করতে শিলিগুড়িতে এল মোদির নির্বাচনী টিম। রাকেশ সাক্সেনার নেতৃত্বে কাজ করবে এই টিম। দলীয় নেতা, কর্মীদের পাশাপাশি ভোট প্রচারের কৌশল ও ভোটের দিন যাবতীয় কাজকর্ম পরিচালনা করবে এই টিমের সদস্যরাই।

বারাণসীতে যে পেশাদার দলটি মোদির ভোট মেশিনারি পরিচালনার করেছিল সেখান থেকে মোট ৩০ জনের দল শিলিগুড়ি এসে পৌঁছেছে। কোথায় হবে ভোট প্রচার? কী বলবেন প্রার্থী? যাবতীয় কাজকর্ম দেখভাল করছে এই দল। ভোটের নানা সমীকরণ, জটিল অঙ্ক কষা, সভায় প্রার্থীর বক্তব্য সবই ঠিক করে দেবে তারা।


এনিয়ে প্রার্থী রাজু বিস্ত কিছু বলতে না চাইলেও দলের জেলাস্তরের এক নেতা জানান, যারা এসেছেন তাঁরা একটি ফাউন্ডেশনের পেশাদার কর্মী। দেশজুড়ে এরাই আমাদের প্রচারের কৌশল ঠিক করে থাকেন। মোদির বারাণসী নির্বাচনে যারা ছিলেন তাঁদের মধ্যে অন্তত 30 জন এবার শিলিগুড়ি এসেছেন।

Intro:ভোট বৈতরণি পার হতে মোদির নির্বাচনী টিম ম্যানেজারদের শিলিগুড়িতে আনলেন বিজেপির দার্জিলিঙ কেন্দ্রের প্রার্থী রাজু বিস্তা। দলের নেতা কর্মিদের পাশাপাশি ভোট প্রচারের কৌশল ও ভোটের দিন যাবতীয় কাজকর্ম পরিচালনা করবেন তারাই। বারানসীতে যে পেশাদার দলটি মোদির ভোট মেশিনারি পরিচালনা করেছিল অন্তত এমন 30 জনের দল শিলিগুড়িতে এসে পৌছেছে।

কোথায় হবে ভোট প্রচার? কি বলবেন প্রার্থী? যাবতীয় কাজকর্ম দেখভাল করছেন এই 30 জনের দলটি। দলে প্রশিক্ষিত পেশাদারেরা রয়েছেন। ভোটের নানা সমীকরন, জটিল অংক কষা, সভায় প্রার্থীর বক্তব্য সবই ঠিক করে দিচ্ছেন এরাই।
এ নিয়ে প্রার্থী রাজু বিস্তা কিছু বলতে না চাইলেও দলের জেলাস্তরের এক নেতা জানান, যারা এসছেন তারা একটি ফাউন্ডেশনের পেশাদার কর্মি। দেশজুড়েই এরা আমাদের প্রচারের কৌশল ঠিক করে থাকে। মোদীর বারানসী নির্বাচনে যারা ছিলেন তাদের মধ্যে অন্তত তিরিশ জন এবার শিলিগুড়ি এসেছেন। Body:.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.