ETV Bharat / state

Bengal Safari Park: আসছে বিদেশি বাঘ-সিংহ, সেজে উঠছে বেঙ্গল সাফারি পার্ক - ব্যাঘ্র দিবস

Bengal Safari Park Renovation: বিদেশ থেকে রাজ্যে আসছে 12টি বাঘ ও 18টি বিদেশি সিংহ ৷ তাদের থাকার জায়গা তৈরির জন্য বরাদ্দ করা হয়েছে 2 কোটি টাকা ৷ তৈরি হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির এনক্লোজার ৷

Etv Bharat
বেঙ্গল সাফারি পার্ক
author img

By

Published : Jul 29, 2023, 5:40 PM IST

শিলিগুড়ি, 29 জুলাই : ঘোষণা আগেই করেছিলেন , এবার পথ প্রশস্ত হল ৷ সুদূর মাসাইমারি ও কঙ্গো থেকে রাজ্যে আসছে 12টি বাঘ ও 18টি সিংহ ৷ যা আগেই জানিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এবার তাদের জন্য কতটা পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, সেই নিয়েও কথা বললেন । নতুন অতিথিদের জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ঢেলে সাজানো হচ্ছে ৷ বরাদ্দ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা ৷ যা দিয়ে গড়ে তোলা হচ্ছে বাঘ-সিংহের এনক্লোজার ও থাকার জায়গা ৷

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আগেই ঘোষণা করেছিলেন বিদেশি বাঘ- সিংহের আসার কথা ৷ যার মধ্যে ছিল সাইবেরিয়ান টাইগারও ৷ এই নতুন অতিথিদের রাখা হবে বেঙ্গল সাফারি পার্ক, নিউটাউন ও আলিপুর চিড়িয়াখানায় ৷ সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় জু অথরিটি । তাই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বিদেশি বাঘ-সিংহের থাকার জায়গা তৈরির কাজ । অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধি প্রতিটি এনক্লোজার । শুরু হয়ে গিয়েছে এনক্লোজারের ভিতরে রাস্তার কাজও ৷ ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে ৷ পাশাপাশি পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে গোটা পার্ক । পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে ইন্ডোর অডিটোরিয়াম, খেলার জায়গাও আছে ৷

আরও পড়ুন: দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের, থাকছে আরও চমক

তবে কি নতুন বছরেই আগমন হবে নতুন বিদেশি অতিথিদের ৷ সেই প্রসঙ্গেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিদেশ থেকে বাঘ আনা হবে । শুধু বেঙ্গল সাফারি পার্কেই নয় । দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আনা হবে সাইবেরিয়ান টাইগার । ইতিমধ্যে কেন্দ্র জু অথরিটি থেকে ছাড়পত্র মিলেছে ।" রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চক্রবর্তী বলেন, "বাঘ, সিংহ-সহ আরও বেশ কিছু প্রাণী আনা হচ্ছে। সেজন্য বেঙ্গল সাফারি পার্ককে ঢেলে সাজানো হচ্ছে । আরও নিশ্চিদ্র করা হচ্ছে নজরদারি ।"

বিদেশি বাঘ ও সিংহের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে :

বন দফতর সূত্রে জানা গিয়েছে, 296 হেক্টর বনাঞ্চল জুড়ে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক ৷ তার মধ্যে 23 হেক্টর জায়গায় বাঘ সাফারির ব্যবস্থা আছে । আরও নতুন বাঘ আসার কারণে বাড়ানো হচ্ছে এনক্লোজারের আয়তন । আরও 20 হেক্টর অতিরিক্ত জায়গায় জুড়ে মোট 43 হেক্টর করা হয়েছে বাঘের এনক্লোজার । যার মধ্যে 16টি বাঘ থাকতে পারবে । এছাড়াও আরও সাতটি নতুন নাইট শেল্টার তৈরি করা হচ্ছে । বাঘেদের বিশ্রামের জন্য আয়তনে বাড়ানো হচ্ছে অফ ডিসপ্লে এলাকার । বাঘের চিকিৎসা ও দেখভালের জন্য বসানো হচ্ছে মেকানাইজড স্কুইজ গেট । নজরদারির জন্য বসানো হচ্ছে আরও 28টি সিসি ক্যামেরা ।

আরও পড়ুন: ভীমের একাকিত্ব ঘোচাতে সঙ্গিনীর খোঁজে বেঙ্গল সাফারি পার্ক

শিলিগুড়ি, 29 জুলাই : ঘোষণা আগেই করেছিলেন , এবার পথ প্রশস্ত হল ৷ সুদূর মাসাইমারি ও কঙ্গো থেকে রাজ্যে আসছে 12টি বাঘ ও 18টি সিংহ ৷ যা আগেই জানিয়েছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । এবার তাদের জন্য কতটা পরিকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, সেই নিয়েও কথা বললেন । নতুন অতিথিদের জন্য শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক ঢেলে সাজানো হচ্ছে ৷ বরাদ্দ করা হয়েছে প্রায় আড়াই কোটি টাকা ৷ যা দিয়ে গড়ে তোলা হচ্ছে বাঘ-সিংহের এনক্লোজার ও থাকার জায়গা ৷

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আগেই ঘোষণা করেছিলেন বিদেশি বাঘ- সিংহের আসার কথা ৷ যার মধ্যে ছিল সাইবেরিয়ান টাইগারও ৷ এই নতুন অতিথিদের রাখা হবে বেঙ্গল সাফারি পার্ক, নিউটাউন ও আলিপুর চিড়িয়াখানায় ৷ সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় জু অথরিটি । তাই প্রায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বিদেশি বাঘ-সিংহের থাকার জায়গা তৈরির কাজ । অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধি প্রতিটি এনক্লোজার । শুরু হয়ে গিয়েছে এনক্লোজারের ভিতরে রাস্তার কাজও ৷ ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে ৷ পাশাপাশি পর্যটকদের জন্য সাজিয়ে তোলা হচ্ছে গোটা পার্ক । পড়ুয়াদের জন্য তৈরি হচ্ছে ইন্ডোর অডিটোরিয়াম, খেলার জায়গাও আছে ৷

আরও পড়ুন: দার্জিলিঙের চিড়িয়াখানায় দেখা মিলবে সাইবেরিয়ার বাঘের, থাকছে আরও চমক

তবে কি নতুন বছরেই আগমন হবে নতুন বিদেশি অতিথিদের ৷ সেই প্রসঙ্গেই রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিদেশ থেকে বাঘ আনা হবে । শুধু বেঙ্গল সাফারি পার্কেই নয় । দার্জিলিঙের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিকাল পার্কে আনা হবে সাইবেরিয়ান টাইগার । ইতিমধ্যে কেন্দ্র জু অথরিটি থেকে ছাড়পত্র মিলেছে ।" রাজ্য জু অথরিটির সদস্য সচিব সৌরভ চক্রবর্তী বলেন, "বাঘ, সিংহ-সহ আরও বেশ কিছু প্রাণী আনা হচ্ছে। সেজন্য বেঙ্গল সাফারি পার্ককে ঢেলে সাজানো হচ্ছে । আরও নিশ্চিদ্র করা হচ্ছে নজরদারি ।"

বিদেশি বাঘ ও সিংহের জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে :

বন দফতর সূত্রে জানা গিয়েছে, 296 হেক্টর বনাঞ্চল জুড়ে রয়েছে বেঙ্গল সাফারি পার্ক ৷ তার মধ্যে 23 হেক্টর জায়গায় বাঘ সাফারির ব্যবস্থা আছে । আরও নতুন বাঘ আসার কারণে বাড়ানো হচ্ছে এনক্লোজারের আয়তন । আরও 20 হেক্টর অতিরিক্ত জায়গায় জুড়ে মোট 43 হেক্টর করা হয়েছে বাঘের এনক্লোজার । যার মধ্যে 16টি বাঘ থাকতে পারবে । এছাড়াও আরও সাতটি নতুন নাইট শেল্টার তৈরি করা হচ্ছে । বাঘেদের বিশ্রামের জন্য আয়তনে বাড়ানো হচ্ছে অফ ডিসপ্লে এলাকার । বাঘের চিকিৎসা ও দেখভালের জন্য বসানো হচ্ছে মেকানাইজড স্কুইজ গেট । নজরদারির জন্য বসানো হচ্ছে আরও 28টি সিসি ক্যামেরা ।

আরও পড়ুন: ভীমের একাকিত্ব ঘোচাতে সঙ্গিনীর খোঁজে বেঙ্গল সাফারি পার্ক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.