ETV Bharat / state

Mamata Banerjee Public Meeting: একুশে সভা মুখ্যমন্ত্রীর, প্রস্তুতি বৈঠক সারল প্রশাসন - mamata banerjee public meeting at Siliguri

21 ফেব্রুয়ারি শিলিগুড়িতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ সেই সভা নিয়েই প্রস্তুতি বৈঠক করল পুলিশ প্রশাসন ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রীর সভার আগে প্রস্তুতি বৈঠকে শিলিগুড়ি প্রশাসন
author img

By

Published : Feb 15, 2023, 1:23 PM IST

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে এবার শাসকদলের বিশেষ নজর উত্তরে । আগামী 21 ফেব্রুয়ারি সেই লক্ষ্যেই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Public Meeting of Mamata Banerjee in Siliguri)। একদিনের সফরে তিনি উত্তরবঙ্গে আসছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আর তার আগে মুখ্যমন্ত্রীর সভার জন্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হল শহরে । বুধবার শিলিগুড়ির পূর্ত দফতরের ইনস্পেকশন বাংলোতে ওই বৈঠক আয়োজিত হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ও মহকুমা শাসক প্রিয়াঙ্কা ঝা-সহ অন্যান্যরা ।

21 ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । বিকল্প অনুযায়ী কাওয়াখালি ময়দান ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের একটি স্কুলের ময়দানও প্রস্তুত রাখতে বলা হয়েছে । তবে স্টেডিয়ামেই ওই সভা হবে সেটা প্রায় নিশ্চিত বলে জানা গিয়েছে । এরপর 22 ফেব্রুয়ারি পাহাড় যাওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । কিন্তু সফরসূচিতে পরিবর্তন হলে 21 তারিখ শিলিগুড়িতে রাত্রিবাসের পর 22 ফেব্রুয়ারি মেঘালয় যেতে পারেন তিনি ।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । গোর্খাল্যান্ড, কামতাপুর আবার কখনও উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি নতুন করে ওঠার পরিস্থিতিতে এই সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ । তাছাড়াও উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দখল বা ক্ষমতা বৃদ্ধি হওয়ায় মুখ্যমন্ত্রীর এই সভা বলেও ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের । বিধানসভা নির্বাচনের ফল যাতে এবারের পঞ্চায়েত নির্বাচনে সেভাবে প্রভাব ফেলতে না পারে সেকারণে এবার ময়দানে খোদ মুখ্যমন্ত্রী । এর আগে অবশ্য একই ইস্যুতে কোচবিহারে দুটি সভা সেরেছেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকেই বিএসএফ ইস্যুতে দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ৷ এবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির সভা থেকে এবার নেত্রী কী দাওয়াই দেন সেটাই দেখার ।

আরও পড়ুন : ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান তৃণমূল নেতার

শিলিগুড়ি, 15 ফেব্রুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে এবার শাসকদলের বিশেষ নজর উত্তরে । আগামী 21 ফেব্রুয়ারি সেই লক্ষ্যেই উত্তরবঙ্গে সভা করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Public Meeting of Mamata Banerjee in Siliguri)। একদিনের সফরে তিনি উত্তরবঙ্গে আসছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে । আর তার আগে মুখ্যমন্ত্রীর সভার জন্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক হল শহরে । বুধবার শিলিগুড়ির পূর্ত দফতরের ইনস্পেকশন বাংলোতে ওই বৈঠক আয়োজিত হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম, পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী ও মহকুমা শাসক প্রিয়াঙ্কা ঝা-সহ অন্যান্যরা ।

21 ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । বিকল্প অনুযায়ী কাওয়াখালি ময়দান ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের একটি স্কুলের ময়দানও প্রস্তুত রাখতে বলা হয়েছে । তবে স্টেডিয়ামেই ওই সভা হবে সেটা প্রায় নিশ্চিত বলে জানা গিয়েছে । এরপর 22 ফেব্রুয়ারি পাহাড় যাওয়ারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর । কিন্তু সফরসূচিতে পরিবর্তন হলে 21 তারিখ শিলিগুড়িতে রাত্রিবাসের পর 22 ফেব্রুয়ারি মেঘালয় যেতে পারেন তিনি ।

পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই সভাকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল । গোর্খাল্যান্ড, কামতাপুর আবার কখনও উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের দাবি নতুন করে ওঠার পরিস্থিতিতে এই সভা যথেষ্ট গুরুত্বপূর্ণ । তাছাড়াও উত্তরবঙ্গে বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের দখল বা ক্ষমতা বৃদ্ধি হওয়ায় মুখ্যমন্ত্রীর এই সভা বলেও ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের । বিধানসভা নির্বাচনের ফল যাতে এবারের পঞ্চায়েত নির্বাচনে সেভাবে প্রভাব ফেলতে না পারে সেকারণে এবার ময়দানে খোদ মুখ্যমন্ত্রী । এর আগে অবশ্য একই ইস্যুতে কোচবিহারে দুটি সভা সেরেছেন সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সেই সভা থেকেই বিএসএফ ইস্যুতে দলীয় কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করার ৷ এবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ির সভা থেকে এবার নেত্রী কী দাওয়াই দেন সেটাই দেখার ।

আরও পড়ুন : ভোট চাইতে গেলে বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান তৃণমূল নেতার

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.