ETV Bharat / state

Binay Tamang joins TMC : বিনয়ের দলবদলে ভিন্ন মত বাম-কংগ্রেসের, সংযমী মোর্চা - তৃণমূল কংগ্রেসে বিনয় তামাং

বিনয় তামাং তৃণমূলের যোগদান করায় (Binay Tamang joins TMC) ভিন্ন মত প্রকাশ করেছে বাম-কংগ্রেস ৷ তবে, প্রকাশ্যে দু’পক্ষই বিষয়টিকে পাত্তা দিতে নারাজ ৷ অন্যদিকে, এনিয়ে কোনও মন্তব্য করতে চাননি মোর্চা নেতা রোশন গিরি ৷ চুপ থেকেছেন অনিত থাপাও ৷

political reaction as binay tamang joins tmc
Binay Tamang joins TMC : বিনয়ের দলবদলে ভিন্ন মত বাম-কংগ্রেসের, সংযমী মোর্চা
author img

By

Published : Dec 24, 2021, 5:57 PM IST

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : যাবতীয় জল্পনায় ইতি টেনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং (Binay Tamang joins TMC) ৷ তাঁর সঙ্গেই ঘাসফুল শিবিরে নাম লেখালেন কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক (2011 থেকে 2021) রোহিত শর্মা ৷ শুক্রবার কলকাতায় রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা ৷ এনিয়ে দার্জিলিংয়ের (পাহাড় ও সমতল মিলিয়ে) অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা ৷ বিনয়ের দলবদলে আদতে কোন পক্ষের লাভ হল, আর কাদেরই বা সমস্যা বাড়ল, তা নিয়ে চলছে কাটাছেঁড়া ৷ যদিও প্রকাশ্যে বিষয়টিকে আমল দিতে চাইছেন না বিরোধীরা ৷ সংযমী জবাব দিচ্ছে মোর্চাও ৷

আরও পড়ুন : Binay Tamang Joins TMC : গোর্খাল্যান্ড নয়, লক্ষ্য উন্নয়ন, তৃণমূলে যোগ দিয়ে ঘোষণা বিনয়ের

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির বক্তব্য হল, ‘‘বিনয় তামাং ও রোহিত শর্মার তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত একান্তভাবেই তাঁদের ব্যক্তিগত বিষয় ৷ এই ব্যাপারে আমাদের কিছু বলার থাকতে পারে না ৷ তবে তাদের নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা রইল ৷ আমরা গোর্খা জনমুক্তি মোর্চাতেই রয়েছি ৷ এবং আমরা তৃণমূলের সঙ্গে আছি ৷’’ প্রসঙ্গত, পুলিশ কর্মী অমিতাভ মালিকের মৃত্যুর পর বেপাত্তা হয়ে যান সেই ঘটনায় মূল অভিযুক্ত বিমল গুরুং ৷ প্রায় সাড়ে তিন বছর পর তাঁর প্রত্যাবর্তন হয় কলকাতায় ৷ আর প্রকাশ্যে এসেই তৃণমূলকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন তিনি ৷ এদিকে, বিনয় তামাং আবার বিমল গুরুংয়ের বিরোধী পক্ষ ৷ ফলে একদিকে বিমল গুরুংয়ের প্রকাশ্য সমর্থন, আর অন্যদিকে বিনয় তামাংয়ের তৃণমূলে যোগদান, এই দুই ঘটনা আদতে পাহাড়ে তৃণমূলের ঘাঁটি মজবুত করারই রণকৌশল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷

যদিও বিনয়ের এই দলবদল আদতে দলবদল নয় বলেই মনে করেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার ৷ তিনি বলেন, ‘‘বিনয় তামাং তো আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করতেন ৷ এখন প্রকাশ্যে তৃণমূলে যোগদান করলেন ৷ এতে আর নতুন করে বলার কী আছে ? এর আগেও তৃণমূলের সব মিটিংয়ে বিনয় তামাংকে দেখা গিয়েছে ৷’’ প্রসঙ্গত, পাহাড়ের রাজনীতিতে কংগ্রেসের কোনও প্রভাবই কোনও দিন ছিল না ৷ তাই বিনয়ের দলবদলে তাদের বিশেষ মাথাব্যথা না থাকাই স্বাভাবিক ৷

আর সিপিএমের বক্তব্য হল, তৃণমূল রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সকলেই ভাবছে শাসকদলে নাম না লেখালে টিকে থাকা সম্ভব নয় ৷ সেই কারণেই বিনয় এবং রোহিত তৃণমূলে যোগ দিলেন বলে মনে করছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ এই প্রসঙ্গে সিপিএমের এই প্রবীণ নেতা বলেন, ‘‘রাজ্যে দল ভাঙার খেলা চলছে ৷ আমি আশ্চর্য হব না, যদি কয়েক দিন পর বিমল গুরুংও তৃণমূলে যোগদান করেন ৷’’ তবে তাৎপর্যপূর্ণভাবে বিনয়ের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনিত থাপা ৷

আরও পড়ুন : Mamata Banerjee: "পাহাড়ে আমরা সবাই এক", প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে শান্তা ছেত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বিনয় তামাংয়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হিল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লালবাহাদুর রাই ৷ তাঁর মতে, এর ফলে পাহাড়ে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে ৷ শক্তি বাড়বে তৃণমূলের ৷ বস্তুত, ওয়াকিবহাল মহলের একাংশের বিশ্লেষণ হল, বিনয় তামাং তৃণমূলে যোগ দেওয়ায় জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে ৷ আসলে, রাজ্যের বাকি অংশের তুলনায় পাহাড়ে বরাবরই রাজনৈতিকভাবে বেশ খানিকটা পিছিয়ে থেকেছে তৃণমূল কংগ্রেস ৷ কখনও গোর্খা জনমুক্তি মোর্চা, আবার কখনও জিএনএলএফ-এর উপর নির্ভর করতে হয়েছে তাদের ৷ নিজেদের সংগঠন সেভাবে পাহাড়ে গোছাতেই পারেনি ঘাসফুল শিবির ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করে, হেভিওয়েট নেতার অভাবেই পাহাড়ে একক শক্তি হিসাবে মাথা তুলতে পারছে না রাজ্যের শাসকদল ৷ রাজ্যসভায় শান্তা ছেত্রীকে পাঠালেও নির্বাচনে তেমন কোনও সাফল্য পায়নি হিল তৃণমূল ৷ এবার সেই জায়গাতেই ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব ৷ দীর্ঘ অজ্ঞাতবাস থেকে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন হোক, কিংবা বিনয় তামাংয়ের দলবদল, সবই আসলে এই রণকৌশলেরই অঙ্গ ৷

শিলিগুড়ি, 24 ডিসেম্বর : যাবতীয় জল্পনায় ইতি টেনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং (Binay Tamang joins TMC) ৷ তাঁর সঙ্গেই ঘাসফুল শিবিরে নাম লেখালেন কার্শিয়াংয়ের প্রাক্তন বিধায়ক (2011 থেকে 2021) রোহিত শর্মা ৷ শুক্রবার কলকাতায় রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও ব্রাত্য বসুর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাঁরা ৷ এনিয়ে দার্জিলিংয়ের (পাহাড় ও সমতল মিলিয়ে) অভ্যন্তরীণ রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা ৷ বিনয়ের দলবদলে আদতে কোন পক্ষের লাভ হল, আর কাদেরই বা সমস্যা বাড়ল, তা নিয়ে চলছে কাটাছেঁড়া ৷ যদিও প্রকাশ্যে বিষয়টিকে আমল দিতে চাইছেন না বিরোধীরা ৷ সংযমী জবাব দিচ্ছে মোর্চাও ৷

আরও পড়ুন : Binay Tamang Joins TMC : গোর্খাল্যান্ড নয়, লক্ষ্য উন্নয়ন, তৃণমূলে যোগ দিয়ে ঘোষণা বিনয়ের

গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরির বক্তব্য হল, ‘‘বিনয় তামাং ও রোহিত শর্মার তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত একান্তভাবেই তাঁদের ব্যক্তিগত বিষয় ৷ এই ব্যাপারে আমাদের কিছু বলার থাকতে পারে না ৷ তবে তাদের নতুন রাজনৈতিক জীবনের জন্য শুভেচ্ছা রইল ৷ আমরা গোর্খা জনমুক্তি মোর্চাতেই রয়েছি ৷ এবং আমরা তৃণমূলের সঙ্গে আছি ৷’’ প্রসঙ্গত, পুলিশ কর্মী অমিতাভ মালিকের মৃত্যুর পর বেপাত্তা হয়ে যান সেই ঘটনায় মূল অভিযুক্ত বিমল গুরুং ৷ প্রায় সাড়ে তিন বছর পর তাঁর প্রত্যাবর্তন হয় কলকাতায় ৷ আর প্রকাশ্যে এসেই তৃণমূলকে সমর্থন জানানোর কথা ঘোষণা করেন তিনি ৷ এদিকে, বিনয় তামাং আবার বিমল গুরুংয়ের বিরোধী পক্ষ ৷ ফলে একদিকে বিমল গুরুংয়ের প্রকাশ্য সমর্থন, আর অন্যদিকে বিনয় তামাংয়ের তৃণমূলে যোগদান, এই দুই ঘটনা আদতে পাহাড়ে তৃণমূলের ঘাঁটি মজবুত করারই রণকৌশল বলে মনে করছেন রাজনীতির কারবারিরা ৷

যদিও বিনয়ের এই দলবদল আদতে দলবদল নয় বলেই মনে করেন দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার ৷ তিনি বলেন, ‘‘বিনয় তামাং তো আগে থেকেই তৃণমূলের হয়ে কাজ করতেন ৷ এখন প্রকাশ্যে তৃণমূলে যোগদান করলেন ৷ এতে আর নতুন করে বলার কী আছে ? এর আগেও তৃণমূলের সব মিটিংয়ে বিনয় তামাংকে দেখা গিয়েছে ৷’’ প্রসঙ্গত, পাহাড়ের রাজনীতিতে কংগ্রেসের কোনও প্রভাবই কোনও দিন ছিল না ৷ তাই বিনয়ের দলবদলে তাদের বিশেষ মাথাব্যথা না থাকাই স্বাভাবিক ৷

আর সিপিএমের বক্তব্য হল, তৃণমূল রাজ্যে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে, যেখানে সকলেই ভাবছে শাসকদলে নাম না লেখালে টিকে থাকা সম্ভব নয় ৷ সেই কারণেই বিনয় এবং রোহিত তৃণমূলে যোগ দিলেন বলে মনে করছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও বিধায়ক অশোক ভট্টাচার্য ৷ এই প্রসঙ্গে সিপিএমের এই প্রবীণ নেতা বলেন, ‘‘রাজ্যে দল ভাঙার খেলা চলছে ৷ আমি আশ্চর্য হব না, যদি কয়েক দিন পর বিমল গুরুংও তৃণমূলে যোগদান করেন ৷’’ তবে তাৎপর্যপূর্ণভাবে বিনয়ের দলবদল নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনিত থাপা ৷

আরও পড়ুন : Mamata Banerjee: "পাহাড়ে আমরা সবাই এক", প্রশাসনিক বৈঠকে প্রকাশ্যে শান্তা ছেত্রীকে ধমক মুখ্যমন্ত্রীর

অন্যদিকে, বিনয় তামাংয়ের তৃণমূল কংগ্রেসে যোগদানের পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন হিল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান লালবাহাদুর রাই ৷ তাঁর মতে, এর ফলে পাহাড়ে উন্নয়নের গতি ত্বরান্বিত হবে ৷ শক্তি বাড়বে তৃণমূলের ৷ বস্তুত, ওয়াকিবহাল মহলের একাংশের বিশ্লেষণ হল, বিনয় তামাং তৃণমূলে যোগ দেওয়ায় জিটিএ নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে ৷ আসলে, রাজ্যের বাকি অংশের তুলনায় পাহাড়ে বরাবরই রাজনৈতিকভাবে বেশ খানিকটা পিছিয়ে থেকেছে তৃণমূল কংগ্রেস ৷ কখনও গোর্খা জনমুক্তি মোর্চা, আবার কখনও জিএনএলএফ-এর উপর নির্ভর করতে হয়েছে তাদের ৷ নিজেদের সংগঠন সেভাবে পাহাড়ে গোছাতেই পারেনি ঘাসফুল শিবির ৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করে, হেভিওয়েট নেতার অভাবেই পাহাড়ে একক শক্তি হিসাবে মাথা তুলতে পারছে না রাজ্যের শাসকদল ৷ রাজ্যসভায় শান্তা ছেত্রীকে পাঠালেও নির্বাচনে তেমন কোনও সাফল্য পায়নি হিল তৃণমূল ৷ এবার সেই জায়গাতেই ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে তৃণমূল নেতৃত্ব ৷ দীর্ঘ অজ্ঞাতবাস থেকে বিমল গুরুংয়ের প্রত্যাবর্তন হোক, কিংবা বিনয় তামাংয়ের দলবদল, সবই আসলে এই রণকৌশলেরই অঙ্গ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.