শিলিগুড়ি, ২ মার্চ : সোশাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়ো। যাতে দার্জিলিঙের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া বলছেন, পাহাড়ের রাজনৈতিক দলগুলির মধ্যে অনেকের জন্মই নেপালে। তারপর থেকেই কার্যত একযোগে সাংসদের দিকে আঙুল তুলতে শুরু করেছে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দল।
২৮ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে আসেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। সেখানে তাঁকে লোকসভা নির্বাচনে দার্জিলিঙের আসন থেকে স্থানীয় ভূমিপুত্রকে প্রার্থী করার বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন, "যাঁরা ভূমিপুত্রকে প্রার্থী করার দাবি তুলছেন তাঁদের অনেকের জন্ম নেপালে হয়েছে।" তাঁর এই মন্তব্য গতকাল থেকে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তারপরই কার্যত পাহাড়ের রাজনৈতিক দলগুলি তাঁর উপর ক্ষোভ প্রকাশ করতে শুরু করে।
পাহাড়ের ১৬ টি রাজনৈতিক দলের মধ্যে নাম নেই বিনয়পন্থী মোর্চার। তবে, ভূমিপুত্রের দাবিতে GNLF সহ অন্তত ১৬ টি রাজনৈতিক দল একত্রিত হয়েছে। দেশজুড়ে ছড়িয়ে থাকা বিমলপন্থী মোর্চা নেতারাও বিনয়পন্থীদের হারাতে যোগাযোগ রাখছেন এই ১৬ টি দলের সঙ্গে। ফলে, বিমলপন্থীরা প্রকাশ্যে BJP-র পক্ষে থাকলেও অন্তত এই ইশুতে আলুওয়ালিয়ার মন্তব্যের কড়া প্রতিবাদ জানাচ্ছেন তাঁরাও।
সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ওই বক্তব্য ভাইরাল হতেই দিল্লি থেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ফেডারেশন অব ইন্ডিয়ান গোর্খা অ্যাসোসিয়েশন। বিমলপন্থীদের জাতীয় প্রবক্তা অঞ্জলি শর্মা ভুজেল বলেন, "এটা অত্যন্ত নিন্দনীয় বক্তব্য। সাংসদ হিসেবে পাহাড়ে কিছুই করেননি তিনি। ভোটের রাজনীতি করে বিভাজনের চেষ্টা করা ছাড়া আর কিছুই করেননি তিনি। উন্নয়নের কাজে ব্যর্থ হয়েছেন। কথা দিয়েও নানা বিষয়ে গোর্খাদের দাবিকে উপেক্ষা করেছেন। নরেন্দ্র মোদিকে দেখে আমরা আলুওয়ালিয়াকে কাছে টেনে নিয়েছিলাম। কিন্তু তিনি ডাহা ফেল। তাই ফেডারেশন অব ইন্ডিয়ান গোর্খা অ্যাসোসিয়েশন চায় এবার পাহাড়ে একজন ভূমিপুত্র প্রার্থী হোক, আলুওয়ালিয়া নয়।"
অঞ্জলি বলেন, "স্থানীয় সমস্যাগুলি সম্পর্কে তিনি এখনও অবগতই নন। গোর্খাদের স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে আন্দোলনে শহিদদের পরিবারের সরকারি চাকরি কিছুই হয়নি। এলাকায় মানবাধিকার বিঘ্নিত হওয়া সত্ত্বেও কোনও হেলদোল নেই তাঁর। তিনি শুধু শিলিগুড়ি আসেন। এখন তো অনেকদিন হয়ে গেল শিলিগুড়িতেও পা রাখেননি।"
এ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিনয়পন্থী মোর্চার নেতারাও। জন আন্দোলন পার্টি সহ পাহাড়ের অন্য রাজনৈতিক দলগুলির মধ্যেই এ নিয়ে ক্ষোভ চরমে উঠেছে। ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছেন BJP নেতারাও। তবে, বিমলপন্থীরা হঠাৎ করে কেন BJP-র বিপক্ষে কথা বলছেন তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। পাশাপাশি অঞ্জলি শর্মা ভুজেলকে লোকসভা নির্বাচনে প্রার্থী করতেই কি বিমলপন্থীদের এই পদক্ষেপ ? যদিও এবিষয়ে কোনওরকম মন্তব্য করতে চাননি অঞ্জলি শর্মা ভুজেল।