ETV Bharat / state

SI injured in Siliguri: অভিযান চালাতে গিয়ে অভিযুক্তের গুলিতে আহত পুলিশ আধিকারিক - গুলিবিদ্ধ শিলিগুড়ির পুলিশ আধিকারিক

অভিযুক্তের ফ্ল্যাটে তল্লাশিতে গিয়ে গুলিবিদ্ধ হলেন শিলিগুড়ির প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর । তাঁর নাম রবীন্দ্রনাথ সরকার । মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি (police si injured in shooting in Siliguri) ।

ETV Bharat
আহত রবীন্দ্রনাথ সরকার
author img

By

Published : Dec 20, 2022, 4:18 PM IST

শিলিগুড়ি, 20 ডিসেম্বর: এক অভিযুক্তের বাড়ি তল্লাশি অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন শিলিগুড়ির প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর । জখম পুলিশ আধিকারিকের নাম রবীন্দ্রনাথ সরকার । তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর । বর্তমানে তিনি মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন (Police SI injured in shooting in Siliguri) ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ । বিহারের বাসিন্দা ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয় । নিজেকে বিহারের সরকারি আধিকারিক পরিচয় দিত ওই ব্য়ক্তি । এমনকি, শিলিগুড়ির এক সাব-ইন্সপেক্টর ও সহকারীর সঙ্গে তার পরিচয় রয়েছে বলেও দাবি করত সে ।

আরও পড়ুন: তৃতীয় সেমেস্টারের পরীক্ষার দিন আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র !

ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তার দাগাপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ আধিকারিকরা । অভিযোগ, ফ্ল্যাটে তল্লাশি চলার সময় অভিযুক্ত তার 9 এমএম পিস্তল দিয়ে আইসি-কে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে । সেই সময় অভিযুক্তকে বাধা দিতেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাব-ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকারের পায়ে গিয়ে লাগে (SI injured in Siliguri)।

শিলিগুড়ি, 20 ডিসেম্বর: এক অভিযুক্তের বাড়ি তল্লাশি অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ হলেন শিলিগুড়ির প্রধাননগর থানার সাব-ইন্সপেক্টর । জখম পুলিশ আধিকারিকের নাম রবীন্দ্রনাথ সরকার । তাঁর পায়ে গুলি লেগেছে বলে খবর । বর্তমানে তিনি মাটিগাড়ার একটি নার্সিংহোমে চিকিৎসাধীন (Police SI injured in shooting in Siliguri) ।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ । বিহারের বাসিন্দা ওই ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয় । নিজেকে বিহারের সরকারি আধিকারিক পরিচয় দিত ওই ব্য়ক্তি । এমনকি, শিলিগুড়ির এক সাব-ইন্সপেক্টর ও সহকারীর সঙ্গে তার পরিচয় রয়েছে বলেও দাবি করত সে ।

আরও পড়ুন: তৃতীয় সেমেস্টারের পরীক্ষার দিন আত্মঘাতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র !

ওই ব্যক্তিকে গ্রেফতারের পর তার দাগাপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ আধিকারিকরা । অভিযোগ, ফ্ল্যাটে তল্লাশি চলার সময় অভিযুক্ত তার 9 এমএম পিস্তল দিয়ে আইসি-কে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে । সেই সময় অভিযুক্তকে বাধা দিতেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে সাব-ইন্সপেক্টর রবীন্দ্রনাথ সরকারের পায়ে গিয়ে লাগে (SI injured in Siliguri)।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.