ETV Bharat / state

Wife Murder in Siliguri: রেণুকার মুণ্ডহীন দেহ উদ্ধার ক্যানেল থেকে, অভিযুক্তের ফাঁসির দাবি পরিবারের

টানা 24 ঘণ্টা তল্লাশি ৷ অবশেষে ফুলবাড়ি ক্যানেল থেকে মিলল মৃত রেণুকা খাতুনের দেহ (Siliguri Murder Case) ৷ রেণুকার দেহ সনাক্ত করেছে পরিবার ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Etv Bharat
রেনুকার মাথাহীন দেহ উদ্ধার ক্যানেল থেকে
author img

By

Published : Jan 6, 2023, 2:26 PM IST

Updated : Jan 6, 2023, 7:53 PM IST

উদ্ধার রেণুকা খাতুনের মুণ্ডহীন দেহ

শিলিগুড়ি, 6জানুয়ারি: টানা চব্বিশ ঘণ্টা তল্লাশির পর ফুলবাড়ি ক্যানেল থেকে উদ্ধার মৃত রেনুকা খাতুনের মুণ্ডহীন দেহ (Police Recover a Dead Body Without Head) । আর দেহ উদ্ধার হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে খুনের ঘটনায় ।

শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর থেকে উদ্ধার হয়েছে রেনুকার দেহ (Renuka Khatun Murder case In siliguri) । বৃহস্পতিবার ঘটনার পর থেকে রেনুকার দেহ উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছিল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল । এরপর এদিন সকালে তার দেহ উদ্ধার হয় । দেহ উদ্ধারের পর সেটি প্রথমে ফাঁসিদেওয়া থানা ও পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সনাক্তকরণের প্রক্রিয়া হয় । দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "দেহের একটা অংশ উদ্ধার হয়েছে । বাকি অংশের খোঁজ চলছে । শিলিগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করে তদন্ত করা হচ্ছে ।"

আরও পড়ুন: পরকীয়া সন্দেহের জের, স্ত্রী'র ধড় থেকে মাথা আলাদা করে খালে ভাসিয়ে দিল স্বামী

জামাইবাবু মহম্মদ মিনাতুল্লা বলেন, "আমরা নিশ্চিত দেহটি রেণুকার। আমার শ্যালিকার কোনও বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল না । উলটে খুনি আনসারুলই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। আমার শ্যালিকা চার মাসের গর্ভবতী ছিল । আগে থেকেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল । ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে । আনসারুলের ফাঁসি চাই।"

Wife Murder in Siliguri
রেণুকার দেহ উদ্ধার করতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়

পরিবারের দাবি, যাতে কেউ সন্দেহ না-করতে পারে তাই দেহটি ফাঁসিদেওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল । আগে থেকেই বিধানমার্কেট থেকে বস্তা, এক জোড়া জামাকাপড় ও ধারালো অস্ত্র কিনেছিল আনসারুল । আনসারুলের সন্দেহ ছিল রেনুকার হলদিবাড়ির কোনও যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে । কিন্তু বাস্তবে তা ছিল না । উলটে রেনুকার পরিবারের অভিযোগ, আনসারুলেরই শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার কোন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং এই খুনে ওই মহিলাও জড়িত রয়েছে । খুনের দিন পুলিশের চোখে ধূলো দিতে অন্য ফোন নম্বর ব্যবহার করেছিল আনসারুল ।

প্রসঙ্গত, গত 24 ডিসেম্বর রাত থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিলিগুড়ি পৌরনিগম এলাকার দাদাভাই কলোনির বাসিন্দা রেণুকা খাতুন । তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তার স্বামী পেশায় রঙ মিস্ত্রি মহম্মদ আনসারুলকে । আলারুলকে জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ জানতে পারে রেণুকাকে সে খুন করেছে ৷ আনসারুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ অভিযুক্তের বয়ান অনুয়ায়ী দীর্ঘ তল্লাশির পর এদিন সকালে ক্যানেল থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

উদ্ধার রেণুকা খাতুনের মুণ্ডহীন দেহ

শিলিগুড়ি, 6জানুয়ারি: টানা চব্বিশ ঘণ্টা তল্লাশির পর ফুলবাড়ি ক্যানেল থেকে উদ্ধার মৃত রেনুকা খাতুনের মুণ্ডহীন দেহ (Police Recover a Dead Body Without Head) । আর দেহ উদ্ধার হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে । একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে খুনের ঘটনায় ।

শুক্রবার সকালে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর থেকে উদ্ধার হয়েছে রেনুকার দেহ (Renuka Khatun Murder case In siliguri) । বৃহস্পতিবার ঘটনার পর থেকে রেনুকার দেহ উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছিল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দল । এরপর এদিন সকালে তার দেহ উদ্ধার হয় । দেহ উদ্ধারের পর সেটি প্রথমে ফাঁসিদেওয়া থানা ও পরে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয় । সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সনাক্তকরণের প্রক্রিয়া হয় । দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "দেহের একটা অংশ উদ্ধার হয়েছে । বাকি অংশের খোঁজ চলছে । শিলিগুড়ি থানার সঙ্গে যোগাযোগ করে তদন্ত করা হচ্ছে ।"

আরও পড়ুন: পরকীয়া সন্দেহের জের, স্ত্রী'র ধড় থেকে মাথা আলাদা করে খালে ভাসিয়ে দিল স্বামী

জামাইবাবু মহম্মদ মিনাতুল্লা বলেন, "আমরা নিশ্চিত দেহটি রেণুকার। আমার শ্যালিকার কোনও বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল না । উলটে খুনি আনসারুলই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। আমার শ্যালিকা চার মাসের গর্ভবতী ছিল । আগে থেকেই তাঁকে খুনের পরিকল্পনা করা হয়েছিল । ঠান্ডা মাথায় তাকে খুন করা হয়েছে । আনসারুলের ফাঁসি চাই।"

Wife Murder in Siliguri
রেণুকার দেহ উদ্ধার করতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হয়

পরিবারের দাবি, যাতে কেউ সন্দেহ না-করতে পারে তাই দেহটি ফাঁসিদেওয়ায় নিয়ে যাওয়া হয়েছিল । আগে থেকেই বিধানমার্কেট থেকে বস্তা, এক জোড়া জামাকাপড় ও ধারালো অস্ত্র কিনেছিল আনসারুল । আনসারুলের সন্দেহ ছিল রেনুকার হলদিবাড়ির কোনও যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে । কিন্তু বাস্তবে তা ছিল না । উলটে রেনুকার পরিবারের অভিযোগ, আনসারুলেরই শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার কোন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে এবং এই খুনে ওই মহিলাও জড়িত রয়েছে । খুনের দিন পুলিশের চোখে ধূলো দিতে অন্য ফোন নম্বর ব্যবহার করেছিল আনসারুল ।

প্রসঙ্গত, গত 24 ডিসেম্বর রাত থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন শিলিগুড়ি পৌরনিগম এলাকার দাদাভাই কলোনির বাসিন্দা রেণুকা খাতুন । তদন্তে নেমে পুলিশ গ্রেফতার করে তার স্বামী পেশায় রঙ মিস্ত্রি মহম্মদ আনসারুলকে । আলারুলকে জিজ্ঞাসাবাদের পরেই পুলিশ জানতে পারে রেণুকাকে সে খুন করেছে ৷ আনসারুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ অভিযুক্তের বয়ান অনুয়ায়ী দীর্ঘ তল্লাশির পর এদিন সকালে ক্যানেল থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Jan 6, 2023, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.