ETV Bharat / state

সমাজিক দূরত্ব না মানায় ঘণ্টা খানেকের মধ্যে হাট বন্ধ করল পুলিশ - পাহাড়বাসী

লকডাউনের চতুর্থ দিনে শনিবার কালিম্পংয়ে সমাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানো হয় । কিন্তু দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত মানছেন না ক্রেতারা । কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান নিজে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন । তিনি বলেন, বাধ্য হয়েই পুলিশ ডেকে ঘণ্টা খানেকের মধ্যে ওই হাট বন্ধ করে দেওয়া হয় ।

kalimpong
কালিম্পং
author img

By

Published : Mar 28, 2020, 9:34 PM IST

কালিম্পং, ২৮ মার্চ : সামাজিক দূরত্ব রাখার শর্তে বসানো হাট ঘণ্টাখানেকের মধ্যেই তুলে দিল পুলিশ । দেশজুড়ে লকডাউনের জন্য পাহাড়বাসীর ভাঁড়ারে আনাজপাতি সহ নিত্যসামগ্রী টান । আর এর ফলে লকডাউনের চতুর্থ দিনে শনিবার কালিম্পংয়ে সমাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানো হয় ।

আর সেই হাটে ক্রেতাদের ভিড় উপচে পড়ে । কিন্তু দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত মানছেন না ক্রেতারা । কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান নিজে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন । তিনি বলেন, বাধ্য হয়েই পুলিশ ডেকে ঘণ্টা খানেকের মধ্যে ওই হাট বন্ধ করে দেওয়া হয় ।

কালিম্পং থানার পুলিশ হাট পরিদর্শন করে ওই সবজি বাজার বন্ধ করে দেয় । কালিম্পং পৌরসভার চেয়ারম্যান জানান, সপ্তাহে একদিন করে হাট বসে কালিম্পংয়ে । কিন্তু লকডাউনের জেরে তা বন্ধ । তাই অনেক মানুষের সমস্যা হচ্ছিল । এদিন শনিবার হওয়ায় সমাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্রেতারা সামাজিক দূরত্ব মানছেন না । পরে হাট বন্ধ করে দেওয়া হয় ।

কালিম্পং, ২৮ মার্চ : সামাজিক দূরত্ব রাখার শর্তে বসানো হাট ঘণ্টাখানেকের মধ্যেই তুলে দিল পুলিশ । দেশজুড়ে লকডাউনের জন্য পাহাড়বাসীর ভাঁড়ারে আনাজপাতি সহ নিত্যসামগ্রী টান । আর এর ফলে লকডাউনের চতুর্থ দিনে শনিবার কালিম্পংয়ে সমাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানো হয় ।

আর সেই হাটে ক্রেতাদের ভিড় উপচে পড়ে । কিন্তু দেখা যায় সামাজিক দূরত্ব বজায় রাখার শর্ত মানছেন না ক্রেতারা । কালিম্পং পৌরসভার চেয়ারম্যান রবি প্রধান নিজে উপস্থিত থেকে পরিস্থিতির উপর নজর রাখছিলেন । তিনি বলেন, বাধ্য হয়েই পুলিশ ডেকে ঘণ্টা খানেকের মধ্যে ওই হাট বন্ধ করে দেওয়া হয় ।

কালিম্পং থানার পুলিশ হাট পরিদর্শন করে ওই সবজি বাজার বন্ধ করে দেয় । কালিম্পং পৌরসভার চেয়ারম্যান জানান, সপ্তাহে একদিন করে হাট বসে কালিম্পংয়ে । কিন্তু লকডাউনের জেরে তা বন্ধ । তাই অনেক মানুষের সমস্যা হচ্ছিল । এদিন শনিবার হওয়ায় সমাজিক দূরত্ব বজায় রেখে হাট বসানোর সিদ্ধান্ত হয়। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্রেতারা সামাজিক দূরত্ব মানছেন না । পরে হাট বন্ধ করে দেওয়া হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.