ETV Bharat / state

শিলিগুড়িতে দেহ ব্যবসার কাজে নামানো ছয় মহিলা উদ্ধার, গ্রেফতার আট

শিলিগুড়িতে হোটেল ভাড়া নিয়ে চলছিল দেহ ব্যবসা ও নারী পাচার । শুক্রবার রাতে অভিযান চালায় স্পেশাল অপারেশন গ্রুপ ও শিলিগুড়ি থানার পুলিশ । ছয় মহিলাকে উদ্ধারের পাশাপাশি গ্রেফতার করা হয় আটজনকে । ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

শিলিগুড়িতে দেহ ব্যবসা ও নারীপাচার চক্রে গ্রেপ্তার আট
শিলিগুড়িতে দেহ ব্যবসা ও নারীপাচার চক্রে গ্রেপ্তার আট
author img

By

Published : Jul 3, 2021, 5:00 PM IST

শিলিগুড়ি, ৩ জুলাই : ভিনরাজ্যের মহিলাদের জোর করে দেহ ব্যবসার কাজে নামানোর এবং বড়সড় নারী পাচার চক্রের খবর পেয়ে অভিযানে নেমে সাফল্য পেল পুলিশ । হোটেল ভাড়া নিয়ে চলছিল ওই দেহ ব্যবসা এবং নারী পাচারের কারবার ।

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে এক হোটেলে অভিযান চালিয়ে পর্দাফাঁস করল পুলিশ । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও শিলিগুড়ি থানার পুলিশ এই অভিযান চালায় ।

আরও পড়ুন...সাধারণ মানুষের হয়রানি দূর করতে শিলিগুড়ি পৌরনিগমে চালু ই-পোর্টাল

ঘটনায় ছয় মহিলাকে উদ্ধার করার পাশাপাশি মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার মাঝরাতে শিলিগুড়ির বিধান রোডের ওই হোটেলে অভিযান চালায় পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বিধান রোডের বাসিন্দা মণি পাল, ময়নাগুড়ির জোরপাকরির বাসিন্দা সুহান রায়, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা সজল চক্রবর্তী ও প্রশান্ত সরকার, হুগলির মগরার বাসিন্দা সুদীপ চক্রবর্তী ও চন্দনগরের বাসিন্দা শমিক চট্টোপাধ্যায়, বিহারের কিশানগঞ্জের বাসিন্দা অনিল সিং, কর্নাটকের কোলাপুরের বাসিন্দা গজানন কোলাপুরকে গ্রেফতার করা হয়েছে ।

দেহ ব্যবসা ও নারী পাচার চক্রে গ্রেফতার আট

আরও পড়ুন...উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

হোটেল থেকে উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার দু’জন, উত্তর চব্বিশ পরগনা, বিহার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একজন করে রয়েছেন । ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ও সিম উদ্ধার হয়েছে । ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

শিলিগুড়ি, ৩ জুলাই : ভিনরাজ্যের মহিলাদের জোর করে দেহ ব্যবসার কাজে নামানোর এবং বড়সড় নারী পাচার চক্রের খবর পেয়ে অভিযানে নেমে সাফল্য পেল পুলিশ । হোটেল ভাড়া নিয়ে চলছিল ওই দেহ ব্যবসা এবং নারী পাচারের কারবার ।

গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়িতে এক হোটেলে অভিযান চালিয়ে পর্দাফাঁস করল পুলিশ । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ ও শিলিগুড়ি থানার পুলিশ এই অভিযান চালায় ।

আরও পড়ুন...সাধারণ মানুষের হয়রানি দূর করতে শিলিগুড়ি পৌরনিগমে চালু ই-পোর্টাল

ঘটনায় ছয় মহিলাকে উদ্ধার করার পাশাপাশি মোট আট জনকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার মাঝরাতে শিলিগুড়ির বিধান রোডের ওই হোটেলে অভিযান চালায় পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ির বিধান রোডের বাসিন্দা মণি পাল, ময়নাগুড়ির জোরপাকরির বাসিন্দা সুহান রায়, হুগলির ভদ্রেশ্বরের বাসিন্দা সজল চক্রবর্তী ও প্রশান্ত সরকার, হুগলির মগরার বাসিন্দা সুদীপ চক্রবর্তী ও চন্দনগরের বাসিন্দা শমিক চট্টোপাধ্যায়, বিহারের কিশানগঞ্জের বাসিন্দা অনিল সিং, কর্নাটকের কোলাপুরের বাসিন্দা গজানন কোলাপুরকে গ্রেফতার করা হয়েছে ।

দেহ ব্যবসা ও নারী পাচার চক্রে গ্রেফতার আট

আরও পড়ুন...উত্তরবঙ্গে ব্ল্যাক ফাংগাসের বাড়বাড়ন্তের কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া, মত বিশেষজ্ঞদের

হোটেল থেকে উদ্ধার হওয়া মহিলাদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার দু’জন, উত্তর চব্বিশ পরগনা, বিহার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের একজন করে রয়েছেন । ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ও সিম উদ্ধার হয়েছে । ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.