ETV Bharat / state

Police arrested villagers: বালি ও পাথর পাচার বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার 2 অভিযুক্ত - পাচার বিরোধী অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ

অবৈধ ভাবে বালি ও পাথর তোলার বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ (Police Arrested Villager for Attacking Police)৷ ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 26, 2023, 10:11 AM IST

দার্জিলিং, 25 মার্চ: অবৈধ বালি ও পাথর পাচারকারীদের রমরমা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ (Conducting Raid Against Sand and Stone Operation) ৷ শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দার্জিলিঙের ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ নদী থেকে অবৈধ বালি ও পাথর পাচার বন্ধ করেত বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ ৷ সেই অভিযানে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আশিস বাকলা ও সঞ্জয় তিরকে । দু‘জেনই পাহাড়হিরহিয়া গ্রামের বাসিন্দা । তাদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । প্রসঙ্গত, বৃহস্পতিবার মাঝরাতে গোপনসূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া ব্লকের পাহাড়্গুমিয়া এলাকায় চেঙা নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ।

ওই অভিযানে গিয়ে পালটা গ্রামবাসীদের আক্রমণে জখম হয় পুলিশ কর্মী । অভিযোগ, ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী । ওই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । এদিকে, শনিবার দুপুরে ফের নদী থেকে অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযানে নামে ফাঁসিদেওয়া থানার পুলিশ । এদিন ভুড়িয়াখালি এলাকায় মহানন্দা নদী থেকে অবৈধ বালি পাথর তোলার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ । পুলিশকে অভিযানে আসতে দেখেই তড়িঘড়ি এলাকা ছাড়ে পাচারাকারীরা ৷ পালিয়ে যায় বালি তোলার আর্থমুভার ফেলে রেখে ৷ ফেলে রাখা আর্থ মুভার-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । যেগুলির মাধ্যমে বালি ও পাথর তুলত পাচারকারীরা ৷

আরও পড়ুন: তৃণমূলের জাতীয়, রাজ্যস্তরের মুখপাত্রদের তালিকা প্রকাশ

এই প্রসঙ্গেই দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "পুলিশের উপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে । এই অবৈধ ভাবে বালি ও কয়লা পাচারের কাজে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷"

দার্জিলিং, 25 মার্চ: অবৈধ বালি ও পাথর পাচারকারীদের রমরমা বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ (Conducting Raid Against Sand and Stone Operation) ৷ শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে দার্জিলিঙের ফাঁসিদেওয়া থানার পুলিশ ৷ নদী থেকে অবৈধ বালি ও পাথর পাচার বন্ধ করেত বৃহস্পতিবার রাতে অভিযান চালায় পুলিশ ৷ সেই অভিযানে পুলিশের উপর চড়াও হওয়ার অভিযোগ গ্রামবাসীদের বিরুদ্ধে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম আশিস বাকলা ও সঞ্জয় তিরকে । দু‘জেনই পাহাড়হিরহিয়া গ্রামের বাসিন্দা । তাদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দু’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন । প্রসঙ্গত, বৃহস্পতিবার মাঝরাতে গোপনসূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া ব্লকের পাহাড়্গুমিয়া এলাকায় চেঙা নদী থেকে অবৈধভাবে বালি ও পাথর তোলার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ ।

ওই অভিযানে গিয়ে পালটা গ্রামবাসীদের আক্রমণে জখম হয় পুলিশ কর্মী । অভিযোগ, ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসী । ওই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । এদিকে, শনিবার দুপুরে ফের নদী থেকে অবৈধভাবে বালি পাচারের বিরুদ্ধে অভিযানে নামে ফাঁসিদেওয়া থানার পুলিশ । এদিন ভুড়িয়াখালি এলাকায় মহানন্দা নদী থেকে অবৈধ বালি পাথর তোলার বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ । পুলিশকে অভিযানে আসতে দেখেই তড়িঘড়ি এলাকা ছাড়ে পাচারাকারীরা ৷ পালিয়ে যায় বালি তোলার আর্থমুভার ফেলে রেখে ৷ ফেলে রাখা আর্থ মুভার-সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ । যেগুলির মাধ্যমে বালি ও পাথর তুলত পাচারকারীরা ৷

আরও পড়ুন: তৃণমূলের জাতীয়, রাজ্যস্তরের মুখপাত্রদের তালিকা প্রকাশ

এই প্রসঙ্গেই দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্ত বলেন, "পুলিশের উপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে । এই অবৈধ ভাবে বালি ও কয়লা পাচারের কাজে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে । সব খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.