ETV Bharat / state

Minor Girl Rape Case: কীর্তনের দলে সুযোগ করে দেওয়ার টোপ দিয়ে নাবালিকাকে লাগাতার 'ধর্ষণ', গ্রেফতার অভিযুক্ত - allegedly raping a minor in siliguri

নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ কীর্তন দলের সদস্যের বিরুদ্ধে ৷ কয়েকদিন আগে নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন ৷ এরপর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : May 22, 2023, 7:27 AM IST

Updated : May 22, 2023, 7:42 AM IST

দার্জিলিং, 22 মে: কীর্তন করতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ শিলিগুড়িতে ৷ অভিযুক্ত তারই দলের সদস্য কার্তিক রায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ওই নাবালিকাকে কীর্তনের দলে গান গাওয়ার টোপ দিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে ৷ সুযোগ পেয়ে পাশবিক অত্যাচার করেছে ৷ লাগাতার ধর্ষণের জেরে শেষমেশ সন্তানসম্ভবা হয়ে পড়ে নাবালিকা ৷ পরিবারের সদস্যরাও বিষয়টি জানতে পারেন ৷ শনিবার পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগ দায়ের হওয়ার পরপরই গ্রেফতার হয় কার্তিক ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।

ধৃত কার্তিক রায় স্থানীয় হাতিঘিসা এলাকার বাসিন্দা। তবে সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের তপনে গিয়েছিল সে । সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, একটি কীর্তনের দল আছে তার ৷ দলের সদস্যদের নিয়ে বিভিন্ন জেলায় অনুষ্ঠান করতে যায় কার্তিক। বেশ কিছুদিন ধরে সেই দলের সঙ্গে দেখা যেত নির্যাতিতা নাবলিকাকে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2 বছর ধরে কীর্তনের নাম করে বিভিন্ন জায়গায় ওই নাবালিকাকে নিয়ে যেত কার্তিক । অভিযোগ, বেশ কিছুদিন আগেও কীর্তনের অনষ্ঠানের নাম করে নাবালিকাকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে গিয়েছিল অভিযুক্ত ৷ সেখানেই একাধিকবার তার উপর নির্যাতন চালায় ৷ ঘটনাটি প্রথমে নাবালিকা বাড়িতে না জানালেও, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে ৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্য়দের কাছে বিষয়টি খুলে বলে ৷ এরপর শনিবার রাতে কার্তিকের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

আরও পড়ুন : স্বামী-শিশুকন্য়ার প্রাণনাশের হুমকি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ, আটক যুবক

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নকশালবাড়ি থানার পুলিশ ৷ তদন্তে নেমে বিভিন্ন সূত্র থেকে পুলিশ জানতে পারে দক্ষিণ দিনাজপুরের তপনে রয়েছে অভিযুক্ত কার্তিক। শিলিগুড়ি থেকে তপন যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয় । তাকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানোর কথা । এই প্রসঙ্গেই দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন, "নাবালিকাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।" পাশাপাশি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি ৷

দার্জিলিং, 22 মে: কীর্তন করতে নিয়ে যাওয়ার নাম করে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ শিলিগুড়িতে ৷ অভিযুক্ত তারই দলের সদস্য কার্তিক রায় ৷ পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত ওই নাবালিকাকে কীর্তনের দলে গান গাওয়ার টোপ দিয়ে একাধিকবার বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছে ৷ সুযোগ পেয়ে পাশবিক অত্যাচার করেছে ৷ লাগাতার ধর্ষণের জেরে শেষমেশ সন্তানসম্ভবা হয়ে পড়ে নাবালিকা ৷ পরিবারের সদস্যরাও বিষয়টি জানতে পারেন ৷ শনিবার পুলিশে অভিযোগ দায়ের হয় ৷ অভিযোগ দায়ের হওয়ার পরপরই গ্রেফতার হয় কার্তিক ৷ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি ব্লকে ৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে শহরে ।

ধৃত কার্তিক রায় স্থানীয় হাতিঘিসা এলাকার বাসিন্দা। তবে সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের তপনে গিয়েছিল সে । সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্রে খবর, একটি কীর্তনের দল আছে তার ৷ দলের সদস্যদের নিয়ে বিভিন্ন জেলায় অনুষ্ঠান করতে যায় কার্তিক। বেশ কিছুদিন ধরে সেই দলের সঙ্গে দেখা যেত নির্যাতিতা নাবলিকাকে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 2 বছর ধরে কীর্তনের নাম করে বিভিন্ন জায়গায় ওই নাবালিকাকে নিয়ে যেত কার্তিক । অভিযোগ, বেশ কিছুদিন আগেও কীর্তনের অনষ্ঠানের নাম করে নাবালিকাকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে গিয়েছিল অভিযুক্ত ৷ সেখানেই একাধিকবার তার উপর নির্যাতন চালায় ৷ ঘটনাটি প্রথমে নাবালিকা বাড়িতে না জানালেও, সম্প্রতি অসুস্থ হয়ে পড়ে ৷ শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্য়দের কাছে বিষয়টি খুলে বলে ৷ এরপর শনিবার রাতে কার্তিকের বিরুদ্ধে নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার ।

আরও পড়ুন : স্বামী-শিশুকন্য়ার প্রাণনাশের হুমকি ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বধূকে ধর্ষণ, আটক যুবক

সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে নকশালবাড়ি থানার পুলিশ ৷ তদন্তে নেমে বিভিন্ন সূত্র থেকে পুলিশ জানতে পারে দক্ষিণ দিনাজপুরের তপনে রয়েছে অভিযুক্ত কার্তিক। শিলিগুড়ি থেকে তপন যায় পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করা হয় । তাকে সোমবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানোর কথা । এই প্রসঙ্গেই দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি অচিন্ত্য গুপ্ত বলেন, "নাবালিকাকে চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছে । সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ।" পাশাপাশি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাসও দিয়েছেন তিনি ৷

Last Updated : May 22, 2023, 7:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.