শিলিগুড়ি, 30 মার্চ : অবশেষে শিলিগুড়িতে চূড়ান্ত হল মোদির সভাস্থান। BJP সূত্রে খবর, অম্বিকানগরের একটি খালি জমিকে সভাস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে। রেলের অনুমতিও মিলেছে। আজ সকালে জমিটি পরিদর্শন করেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কর্তারা। ছিলেন পুলিশ কমিশনার ভরতলাল মিনা। সঙ্গে ছিলেন BJP-র উত্তরবঙ্গের আহ্বায়ক রথীন্দ্রনাথ বোস এবং অরবিন্দ মেননসহ অন্য নেতারা।
3 এপ্রিল এই মাঠেই সভা নরেন্দ্র মোদির। ফলে আজ থেকেই সভার প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাঁশ এবং শালকাঠ দিয়ে মজবুত মঞ্চ বানানোর প্রস্তুতি চলছে। ২৪ ঘণ্টার মধ্যেই মাঠ পরিদর্শনে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষী বাহিনীর। BJP সূত্রে খবর, মূল মঞ্চ ছাড়াও ছোটো একটি মঞ্চ করা হতে পারে অম্বিকানগরের এই মাঠে। পাশেই থাকবে হেলিপ্যাড। সেখানেই নামবে মোদির হেলিকপ্টার।
প্রসঙ্গত, ওইদিন এখানে সভা সেরে ব্রিগেডের উদ্দেশে রওনা দেবেন তিনি।