ETV Bharat / state

বোনকে ধর্ষণের পর খুন, POCSO আইনে প্রথম ফাঁসির সাজা রাজ্যে

author img

By

Published : Nov 20, 2019, 10:06 PM IST

নাবালিকা বোনকে অপহরণের পর ধর্ষণ করে খুনে করেছিল এক যুবক ৷ আজ দোষীকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং আদালত ৷

ফাঁসির রায় আদালতের

দার্জিলিং, 20 নভেম্বর : নাবালিকা বোনকে অপহরণের পর ধর্ষণ করে খুনে করেছিল এক যুবক ৷ আজ তাকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং POCSO আদালত ৷ শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দিতে 2012 সালে POCSO আইন চালু হওয়ার পর রাজ্যে সেই আইনে ফাঁসির সাজা এই প্রথম ৷ আজ এই রায় দেন দার্জিলিং POCSO আদালতের বিশেষ বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয় আদালত) রূপাঞ্জনা চক্রবর্তী ৷

সরকার পক্ষের আইনজীবী প্রণয় রাই বলেন, "শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে 2014 সালের নভেম্বর মাসে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় । সেই ঘটনায় নাবালিকার এক দূর সম্পর্কের দাদাকে গ্রেপ্তার করে পুলিশ । পাঁচ বছর ধরে বিচার চলার পর আজ তার ফাঁসির সাজা ঘোষণা করে দার্জিলিংয়ের POCSO আদালত ৷"

জানা গেছে, ঘটনার দিন ওই নাবালিকা বাড়ি থেকে মন্দির যাওয়ার পথে নিখোঁজ হয় ৷ তাকে শেষবার জঙ্গলের দিকে তার দাদার সঙ্গে যেতে দেখা গিয়েছিল । পরে জঙ্গল থেকে ওই যুবককে একাই বের হতে দেখা যায় । পরদিন মেচি নদী সংলগ্ন জঙ্গলে একটি গাছ থেকে ওই নাবালিকার দেহ ঝুলতে দেখা যায় । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্ত মাখা কাপড় ।

তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে পেশায় রিকশা চালক ওই যুবককে ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর ধর্ষণের পর খুনের বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপর 2015 সালের 31 জুলাই পুলিশ ধৃতের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ৷ আজ ওই মামলায় রায় ঘোষণা করে আদালত ৷

দার্জিলিং, 20 নভেম্বর : নাবালিকা বোনকে অপহরণের পর ধর্ষণ করে খুনে করেছিল এক যুবক ৷ আজ তাকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং POCSO আদালত ৷ শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দিতে 2012 সালে POCSO আইন চালু হওয়ার পর রাজ্যে সেই আইনে ফাঁসির সাজা এই প্রথম ৷ আজ এই রায় দেন দার্জিলিং POCSO আদালতের বিশেষ বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (দ্বিতীয় আদালত) রূপাঞ্জনা চক্রবর্তী ৷

সরকার পক্ষের আইনজীবী প্রণয় রাই বলেন, "শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে 2014 সালের নভেম্বর মাসে 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয় । সেই ঘটনায় নাবালিকার এক দূর সম্পর্কের দাদাকে গ্রেপ্তার করে পুলিশ । পাঁচ বছর ধরে বিচার চলার পর আজ তার ফাঁসির সাজা ঘোষণা করে দার্জিলিংয়ের POCSO আদালত ৷"

জানা গেছে, ঘটনার দিন ওই নাবালিকা বাড়ি থেকে মন্দির যাওয়ার পথে নিখোঁজ হয় ৷ তাকে শেষবার জঙ্গলের দিকে তার দাদার সঙ্গে যেতে দেখা গিয়েছিল । পরে জঙ্গল থেকে ওই যুবককে একাই বের হতে দেখা যায় । পরদিন মেচি নদী সংলগ্ন জঙ্গলে একটি গাছ থেকে ওই নাবালিকার দেহ ঝুলতে দেখা যায় । ঘটনাস্থান থেকে উদ্ধার হয় ওই যুবকের রক্ত মাখা কাপড় ।

তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করে পেশায় রিকশা চালক ওই যুবককে ৷ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়নাতদন্তের পর ধর্ষণের পর খুনের বিষয়টি স্পষ্ট হয় ৷ এরপর 2015 সালের 31 জুলাই পুলিশ ধৃতের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয় ৷ আজ ওই মামলায় রায় ঘোষণা করে আদালত ৷

Intro:দার্জিলিং, 20 নভেম্বর : নাবালিকা বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগে একজনকে মৃত্যুদণ্ড দিল দার্জিলিং আদালত । শিশুদের যৌন নির্যাতনের থেকে সুরক্ষা দিতে 2012 সালে পোকসো আইন চালু হওয়ার পর রাজ্যে ফাঁসির সাজা ঘোষণা এই প্রথম । এদিন ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন দার্জিলিং পোকসো আদালতের বিশেষ বিচারক তথা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (সেকেন্ড কোর্ট)। Body:আদালতের সরকার পক্ষের আইনজীবী প্রণয় রাই বলেন, শিলিগুড়ি মহকুমার নকশালবাড়িতে 2014 সালের নভেম্বর মাসের ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে । ফুলকুমারী শর্মা নামে এগারো বছরের বোনকে অপহরণ করে ধর্ষণের পর খুনের ঘটনায় সুধামা শর্মা নামে এক 34 বছরের যুবককে এদিন ফাঁসির সাজা ঘোষণা করে দার্জিলিংয়ের বিশেষ পোকসো আদালত । Conclusion:জানা গেছে, ঘটনার দিন ওই কিশোরী প্রতিদিনের মতো বাড়ি থেকে মন্দিরে প্রসাদ আনতে গিয়ে নিখোঁজ হয় । তাকে একটি বাগানে একজনের সঙ্গে খেলতে দেখা গিয়েছিল । সেখান থেকে তাকে নিযে যায় সুধামা । এরপর থেকে ওই .কিশোরী নিখোঁজ । জঙ্গল থেকে সুধামাকে একা বের হতে দেখা যায় । কিন্তু তাকে জিজ্ঞাসা করতেই সে জানায় তার রিকশার মালিকের বাড়িতে খেতে গিয়েছে বোন । কিন্তু পরের দিন মেচি নদী সংলগ্ন জঙ্গলে একটি গাছে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এদিকে সুধামার রক্তাক্ত কাপড় উদ্ধার হয় । ঘটনার প্রেক্ষিতে প্রথম থেকেই সন্দেহের তালিকায় ছিল পেশায় রিকশা চালক দাদা সুধামা । তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেপ্তার করে । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃতার ময়না তদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর ধর্ষণের পর খুনের বিষয়টি স্পষ্ট হয় । এরপর 2015 সালের 31 জুলাই পুলিশ ধৃতের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা করে । নকশাল বাড়ি থানার ওই মামলায় আদলতে চার্জগঠন হয় । বুধবার ওই মামলায় রায় ঘোষণা করে আদালত । সরকার পক্ষের আইনজীবী জানান, এই ঘটনাটি বিরল থেকে বিরলতম হিসাবে দেখা হয় ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.