ETV Bharat / state

পোষ্যর তৎপরতায় চিতাবাঘের আক্রমণ থেকে রক্ষা মহিলার - Leopard Fear in Darjeeling

রাতে আক্রমণ করেছিল চিতাবাঘ ৷ পোষ্য কুকুরের তৎপরতায় রক্ষা পেলেন মহিলা ৷

পোষ্য
author img

By

Published : Aug 17, 2019, 1:45 PM IST

Updated : Aug 17, 2019, 3:22 PM IST

দার্জিলিং, 17 অগাস্ট : গভীর রাতে দার্জিলিংয়ের একটি বাড়িতে হানা দিয়েছিল চিতাবাঘ ৷ আক্রমণ করে এক মহিলাকে ৷ তবে পোষ্য কুকুরের তৎপরতায় প্রাণে বেঁচে গেছেন তিনি ৷ গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

সোনাদার নয়া গাঁওয়ে বাড়ি অরুণা লামার ৷ তাঁর মেয়ে জানান, বুধবার গভীর রাতে বাডির বাইরে মুরগির আওয়াজ শুনে খামারে যান অরুণা ৷ টর্চ জ্বালিয়ে দেখেন একটি বন্যপ্রাণীর চোখ জ্বলজ্বল করছে ৷ পালাতে গেলে অরুণাকে আক্রমণ করে চিতাবাঘটি ৷ তখন সেখানে আসে তাঁদের পোষ্য কুকুর টাইগার ৷ তার তৎপরতায় রক্ষা পান অরুণা ৷ তাঁকে উদ্ধার করে সোনাদার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় ৷

দেখুন ভিডিয়ো

চিতাবাঘের আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ৷ দিনেও বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না স্থানীয়রা ৷ বন বিভাগের তরফে এলাকায় ক্যামেরা বসানো হয়েছে ৷ খাঁচাও পেতেছেন বনকর্মীরা । দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের এক আধিকারিক বলেন, "সম্ভাব্য দুটি রুটে ক্যামেরা বসানো হয়েছে । "

দার্জিলিং, 17 অগাস্ট : গভীর রাতে দার্জিলিংয়ের একটি বাড়িতে হানা দিয়েছিল চিতাবাঘ ৷ আক্রমণ করে এক মহিলাকে ৷ তবে পোষ্য কুকুরের তৎপরতায় প্রাণে বেঁচে গেছেন তিনি ৷ গুরুতর জখম অবস্থায় বর্তমানে তিনি শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷

সোনাদার নয়া গাঁওয়ে বাড়ি অরুণা লামার ৷ তাঁর মেয়ে জানান, বুধবার গভীর রাতে বাডির বাইরে মুরগির আওয়াজ শুনে খামারে যান অরুণা ৷ টর্চ জ্বালিয়ে দেখেন একটি বন্যপ্রাণীর চোখ জ্বলজ্বল করছে ৷ পালাতে গেলে অরুণাকে আক্রমণ করে চিতাবাঘটি ৷ তখন সেখানে আসে তাঁদের পোষ্য কুকুর টাইগার ৷ তার তৎপরতায় রক্ষা পান অরুণা ৷ তাঁকে উদ্ধার করে সোনাদার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে তাঁকে শিলিগুড়িতে স্থানান্তরিত করা হয় ৷

দেখুন ভিডিয়ো

চিতাবাঘের আক্রমণের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ৷ দিনেও বাড়ি থেকে বের হওয়ার সাহস পাচ্ছেন না স্থানীয়রা ৷ বন বিভাগের তরফে এলাকায় ক্যামেরা বসানো হয়েছে ৷ খাঁচাও পেতেছেন বনকর্মীরা । দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের এক আধিকারিক বলেন, "সম্ভাব্য দুটি রুটে ক্যামেরা বসানো হয়েছে । "

Intro:দার্জিলিংয়ে ফের চিতার আতঙ্ক, পোষ্যের দাপটে চিতার হামলা থেকে প্রাণ বাঁচল মালকিনের


দার্জিলিং, ১৭ আগস্ট: ফের চিতার আতঙ্ক দার্জিলিংয়ে। হ্যাপি ভ্যালির পর এবার সোনাদায়। তবে এঘটনায় এক মহিলা গুরুতর জখম হয়েছেন। বাড়ির পোষ্যের তৎপরতায় চিতার হামলার পরও শেষ পর্যন্ত প্রাণে বাঁচেন ওই মহিলা। এঘটনার জেরে সোনাদায় এখন চাঞ্চল্য।


Body:জানা গেছে সোনাদার নয়া গাঁওয়ে অরুণা লামার বাড়িতে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। খামারে মুরগির আওয়াজ শুনে বাড়ির মালকিন অরুণাদেবী অন্ধকারের মধ্যে টর্চ নিয়ে খামারের কাছে গিয়ে লাইট মারতেই দুটি চোখ জ্বল জ্বল করতে দেখতে পান তিনি। ওই সময় তিনি ওই জন্তু টিকে চিতাবাঘ ভেবে আতঙ্কে পালাতে যান। ওই সময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। এরপরই ঘটনার নয়া মোড়। বাড়ির কুকুর টাইগারকে ডাকেন তিনি। মুহুর্তেই প্রভুভক্ত টাইগার অরুণা লামার প্রাণ রক্ষায় চিতার সঙ্গে লড়াই জুড়ে দেয়। এরপর চিতাটি খামার ছেড়ে পালিয়ে যায়। এরপর খামারের ভিতরে ঢুকে দেখা যায় একটি মুরগি খেয়ে নিয়েছে সেটি। মুরগির তাজা রক্ত খামারে ছড়িয়ে। এঘনায় আহত অরুণা লামাকে প্রথমে সোনাদা পরে শিলিগুড়ির একটি নার্সিং হোমে ভর্তি করা হয়। ঘটনাটি জানাজানি হতেই বন বনবিভাগে খবর যায়। চিতা ধরতে এরপর ছাগল টোপ দিয়ে ওই এলাকায় খাঁচা পাতে বনকর্মীরা। একই সঙ্গে ওই এলাকায় চিতার অস্তিত্ব নিশ্চিত করতে ট্র্যাপ ক্যামেরা বসানো হয়।


Conclusion:দার্জিলিং বন্যপ্রাণ বিভাগের এক আধিকারিক বলেন, সম্ভাব্য দুটি রুটে ক্যামেরা বসানো হয়েছে। গাছ থেকে একটি পাতা নবারে9 পড়লেও তা ম্যামেরবন্দি হবে। এদিকে চিতার আতঙ্কে এলাকার লোকজন বাড়ি থেকে দিনেও বের সাহস পাচ্ছেন না। দিনভর আতঙ্কে থাকতে হচ্ছে তাঁদের। সন্ধ্যার পর থেকেই ঘরবন্দি হয়ে পড়ছেন বাসিন্দারা। কয়েক মাস আগে দার্জিলিং ম্যালের কাছে হ্যপি ভ্যালি চা বাগানে চিতার দেখা পাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
Last Updated : Aug 17, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.