ETV Bharat / state

শিলিগুড়িতে পিস্তলসহ গ্রেপ্তার ১ - siliguri

শিলিগুড়িতে পিস্তল ও একটি তাজা কার্তুজসহ গ্রেপ্তার এক ব্যক্তি। গতকাল অভিযান চালিয়ে ধৃত ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি তাজা কার্তুজ।

ধৃত ব্যক্তি
author img

By

Published : Feb 24, 2019, 10:17 AM IST

শিলিগুড়ি, ২8 ফেব্রুয়ারি : পিস্তল ও একটি তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে NJP থানার পুলিশ। ধৃতের নাম কমল রায়। সে শিলিগুড়ি পৌরসভার অন্তর্গত সূর্যসেন কলোনির বাসিন্দা। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে থানায় লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়েছিল। চুরি, ছিনতাই করাই ছিল তার কাজ। আগেও অনেকবার কমল পুলিশের জালে ধরা পড়েছিল। জেলও খেটেছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি তাজা কার্তুজ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই পিস্তলটি চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত কমল। তবে, ওই পিস্তল ও কার্তুজ কোথা থেকে এনেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।

শিলিগুড়ি, ২8 ফেব্রুয়ারি : পিস্তল ও একটি তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে NJP থানার পুলিশ। ধৃতের নাম কমল রায়। সে শিলিগুড়ি পৌরসভার অন্তর্গত সূর্যসেন কলোনির বাসিন্দা। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে থানায় লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়েছিল। চুরি, ছিনতাই করাই ছিল তার কাজ। আগেও অনেকবার কমল পুলিশের জালে ধরা পড়েছিল। জেলও খেটেছে।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি তাজা কার্তুজ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই পিস্তলটি চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত কমল। তবে, ওই পিস্তল ও কার্তুজ কোথা থেকে এনেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।

Intro:পিস্তল সহ শিলিগুড়িতে গ্রেপ্তার এক!

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারিঃ পিস্তল ও একটি তাজা কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ। ধৃতের নাম কমল রায়। আজ তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে।

জানা গিয়েছে, ধৃত কমল শিলিগুড়ি পুর এলাকার এনজেপি থানার অধীন সূর্যসেন কলোনীর বাসিন্দা। মূলত চুরি, ছিনতাই করাই তার মূল লক্ষ্য। অতীতে তার বিরুদ্ধে একাধিক থানায় লিখিত ও মৌখিক জমা পড়েছিল। একাধিক সময় ধড়াও পড়েছিল পুলিশের জালে। জেলও খেটেছেন একাধিক সময়।

পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে কমল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল সহ একটি তাজা কার্তুজ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই পিস্তলটি চুরি ছিনতায়ের কাজে ব্যবহার করত ধৃত কমল। তবে, ওই পিস্তল ও কার্তুজ কোথা থেকে এনেছিল ওই ব্যক্তি তা এখনও জানতে পারেনি পুলিশ। সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Body:.Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.