শিলিগুড়ি, ২8 ফেব্রুয়ারি : পিস্তল ও একটি তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে NJP থানার পুলিশ। ধৃতের নাম কমল রায়। সে শিলিগুড়ি পৌরসভার অন্তর্গত সূর্যসেন কলোনির বাসিন্দা। এর আগেও একাধিকবার তার বিরুদ্ধে থানায় লিখিত ও মৌখিক অভিযোগ জমা পড়েছিল। চুরি, ছিনতাই করাই ছিল তার কাজ। আগেও অনেকবার কমল পুলিশের জালে ধরা পড়েছিল। জেলও খেটেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গতকাল অভিযান চালিয়ে তার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি ওয়ান শাটার পিস্তল ও একটি তাজা কার্তুজ। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে ওই পিস্তলটি চুরি ছিনতাইয়ের কাজে ব্যবহার করত কমল। তবে, ওই পিস্তল ও কার্তুজ কোথা থেকে এনেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।