ETV Bharat / state

দুপুরে প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন, রাত থেকেই অপেক্ষা নিউ জলপাইগুড়ি স্টেশনে - দার্জিলিং

গত কয়েকদিনে অন্য রাজ্য থেকে শ্রমিকদের এরাজ্যে আনা অথবা এরাজ্যে আটকে পড়া ব্যক্তি ও শ্রমিকদের নিজ রাজ্যে নিয়ে যেতে ট্রেন চালানো নিয়ে বিস্তর চিঠি চালাচালি হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে । তারপর এরাজ্যে বেশকিছু ট্রেন এলেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখনও ট্রেন ছাড়েনি । আজ দুপুরে একটি AC ট্রেন আসার কথা রয়েছে দিল্লি থেকে । ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত যাবে ।

aa
স্টেশন
author img

By

Published : May 13, 2020, 5:12 PM IST

দার্জিলিং,13 মে: আজ দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার কথা রয়েছে গুয়াহাটিগামী প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের । সেই ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছাতে রাত থেকেই স্টেশনে ভিড় জমালেন শিলিগুড়িতে আটকে যাওয়া বহু মানুষ । স্বাস্থ্যকর্মীদের তরফে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে স্বাস্থ্য় পরীক্ষার পর তাঁদের ঢুকতে দেওয়া হল স্টেশনে ।

গত কয়েক দিনে অন্য রাজ্য থেকে শ্রমিকদের এরাজ্যে আনা অথবা এরাজ্যে আটকে পড়া ব্যক্তি ও শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর জন্য ট্রেন চালানো নিয়ে বিস্তর চিঠি চালাচালি হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে । তারপর এরাজ্যে বেশকিছু ট্রেন এলেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখনও ট্রেন ছাড়েনি । গতকাল একটি ট্রেন ডিব্রুগড় পর্যন্ত গেলেও, সেই ট্রেনে ফাঁকা আসন না থাকায় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি দাঁড়ালেও তাতে ওঠার সুযোগ পাননি শিলিগুড়িতে আটকে থাকা ব্যক্তিরা । এই পরিস্থিতিতে আজ দুপুরে একটি AC ট্রেন আসার কথা রয়েছে দিল্লি থেকে । ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত যাবে ।

জানতে পেরে গতকাল রাত থেকেই স্টেশনে পৌঁছে গেছেন আটকে পড়া বহু যাত্রী । তাঁদের প্রথমে থার্মাল স্ক্রিনিং করে স্টেশনে ঢুকতে দেন রেলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । আটকে পড়া বাসিন্দাদের মধ্যে একজনের কথায়, "ট্রেন আসছে জেনেই স্টেশনে এসেছি । সকলে টিকিট পাইনি । তবুও এসেছি, যদি জায়গা মেলে সেই আশায় । গত দেড় মাস ধরে আটকে আছি শিলিগুড়িতে । আমরা বাড়ি ফিরতে চাইছি।" রেলের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কনফার্মড টিকিটের যাত্রীরাই ট্রেনে উঠতে পারবেন । জেনারেল টিকিট বা RAC-এর যাত্রীদের ট্রেনে ওঠার সুযোগ নেই ।

দার্জিলিং,13 মে: আজ দুপুরে নিউ জলপাইগুড়ি স্টেশনে আসার কথা রয়েছে গুয়াহাটিগামী প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের । সেই ট্রেনে চেপে গন্তব্যে পৌঁছাতে রাত থেকেই স্টেশনে ভিড় জমালেন শিলিগুড়িতে আটকে যাওয়া বহু মানুষ । স্বাস্থ্যকর্মীদের তরফে থার্মাল স্ক্রিনিংয়ের মাধ্যমে স্বাস্থ্য় পরীক্ষার পর তাঁদের ঢুকতে দেওয়া হল স্টেশনে ।

গত কয়েক দিনে অন্য রাজ্য থেকে শ্রমিকদের এরাজ্যে আনা অথবা এরাজ্যে আটকে পড়া ব্যক্তি ও শ্রমিকদের নিজ রাজ্যে ফেরানোর জন্য ট্রেন চালানো নিয়ে বিস্তর চিঠি চালাচালি হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে । তারপর এরাজ্যে বেশকিছু ট্রেন এলেও নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এখনও ট্রেন ছাড়েনি । গতকাল একটি ট্রেন ডিব্রুগড় পর্যন্ত গেলেও, সেই ট্রেনে ফাঁকা আসন না থাকায় নিউ জলপাইগুড়ি স্টেশনে ট্রেনটি দাঁড়ালেও তাতে ওঠার সুযোগ পাননি শিলিগুড়িতে আটকে থাকা ব্যক্তিরা । এই পরিস্থিতিতে আজ দুপুরে একটি AC ট্রেন আসার কথা রয়েছে দিল্লি থেকে । ট্রেনটি গুয়াহাটি পর্যন্ত যাবে ।

জানতে পেরে গতকাল রাত থেকেই স্টেশনে পৌঁছে গেছেন আটকে পড়া বহু যাত্রী । তাঁদের প্রথমে থার্মাল স্ক্রিনিং করে স্টেশনে ঢুকতে দেন রেলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা । আটকে পড়া বাসিন্দাদের মধ্যে একজনের কথায়, "ট্রেন আসছে জেনেই স্টেশনে এসেছি । সকলে টিকিট পাইনি । তবুও এসেছি, যদি জায়গা মেলে সেই আশায় । গত দেড় মাস ধরে আটকে আছি শিলিগুড়িতে । আমরা বাড়ি ফিরতে চাইছি।" রেলের তরফে অবশ্য জানিয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র কনফার্মড টিকিটের যাত্রীরাই ট্রেনে উঠতে পারবেন । জেনারেল টিকিট বা RAC-এর যাত্রীদের ট্রেনে ওঠার সুযোগ নেই ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.