শিলিগুড়ি, ৬ মার্চ : রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে সরকারি জমি দখল করে ওয়ার্ড অফিস তৈরির অভিযোগ উঠল। অভিযোগ করলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। ৪৭ নম্বর ওয়ার্ডে সরকারি জমিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় গড়ার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ। আর তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। আজ ঘটনাস্থান পরিদর্শন করলেন গৌতম দেব।
৪৭ নম্বর ওয়ার্ডে পঞ্চনই নদীর ধারে বহুদিন ধরেই তৃণমূল কংগ্রেসের কার্যালয় ছিল। সেতু পুনর্নির্মাণের জন্য ওই কার্যালয়টি ভাঙা হয়। এরপরই পাশে একটি পার্কের জমিতে কার্যালয় তৈরির কাজ শুরু হয়। অভিযোগ ওঠে, সরকারি জমি দখল করে পার্টি অফিস তৈরি করা হচ্ছে।
এবিষয়ে মন্ত্রী গৌতম দেব বলেন, "পার্কের জমিতে কার্যালয়ে অস্থায়ীভাবে কাজকর্ম চলত। তবে নতুন জায়গা দেখা হচ্ছিল। CPI(M) শহরের বিভিন্ন জায়গায় ১২ জুলাই কমিটি, গণতান্ত্রিক লেখক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নামে শতাধিক দলীয় কার্যালয় করেছে। আমরা এসব করি না। এখন যে অফিস গড়ে তোলা হচ্ছে তা অস্থায়ী। আমরা আট বছর ধরে ক্ষমতায় আছি। আমরা জবরদখল করে একটাও নির্মাণ করিনি।"
মেয়র অশোক ভট্টাচার্য এবিষয়ে বলেন, "গৌতম দেবের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলা উচিত। এই দলীয় কার্যালয় যাতে ভেঙে ফেলা হয়ে তার জন্য ব্যবস্থা নেব। আমি কলকাতায় আছি। শিলিগুড়ি ফিরেই ঘটনাস্থানে যাব। এই ঘটনার বিরুদ্ধে জনমত গড়ে তুলব।"