দার্জিলিং, 8 মে: গত পাঁচ দিন মণিপুরে আটকে থাকা প্রায় 150 পড়ুয়া ও চাকরিরত যুবক-যুবতীদের উদ্ধার করল সিকিম প্রশাসন ৷ উদ্ধার হওয়া পড়ুয়াদের চোখমুখে এখনও আতঙ্কের ছাপ ৷ প্রাণ হাতে নিয়ে রাজ্যে ফিরতেই স্বস্তি ফেরে পড়ুয়াদের মধ্যে ৷ ‘অপারেশন গুরাস’ (রোডোডেনড্রন)-এর সাহায্যে ওই পড়ুয়া ও চাকুরিজীবীদের উদ্ধার করেছে সিকিম সরকার ৷ আর তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই রাজ্যের সরকার ৷ সোমবার শিলিগুড়িতে থাকা সিকিম ন্যাশনালাইস ট্রান্সপোর্ট থেকে বাসে ওই পড়ুয়াদের সিকিমের উদ্দেশ্যে রওনা করা হয়েছে ৷ নিরাপদে বাড়ি ফিরতে পেরে সিকিম সরকার ও মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে ধন্যবাদ জানিয়েছেন সকলে ৷
উল্লেখ্য, মণিপুর নাগা ও কুকি উপজাতিরা একটি ট্রাইবাল সলিডারিটি মার্চ আয়োজন করেছিল বুধবার ৷ মূলত সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার প্রতিবাদে সেই মিছিল করেছিল তারা ৷ ওই মিছিলের পর বুধবার থেকে মণিপুরে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয় বলে অভিযোগ ৷ তার জেরেই ওই রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷ মোতায়েন করা হয় সেনা, বিচ্ছিন্ন করা হয় ইন্টারনেট পরিষেবা ৷ সেই পরিস্থিতি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে 136 জনকে ৷ তাঁদের মধ্যে 3 জন চাকুরিজীবী এবং বাকি সকলে পড়ুয়া ৷
মণিপুরে আটকে থাকা পড়ুয়াদের পরিস্থিতির বিষয়টি জানা মাত্র জরুরি বৈঠকে বসেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ৷ দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রক ও মণিপুরের স্বরাষ্ট্র দফতরের সঙ্গে বোঝাপড়ায় শুরু হয় উদ্ধার কাজ ৷ এই অভিযানের নাম দেওয়া হয়েছিল, ‘অপারেশন গুরাস’ ৷ চালু করা হয় বিশেষ হেল্পলাইন নম্বর ৷ গোটা অভিযান নিজে মনিটরিং করেন মুখ্যমন্ত্রী তামাং ৷
জানা গিয়েছে, মোট 136 জন পড়ুয়া সেখানে আটকে ছিলেন ৷ তাঁদের মধ্যে 133 জন পড়ুয়া এবং বাকি তিনজন সেখানে চাকুরিজীবী ছিলেন ৷ রবিবার সকালে ইম্ফল থেকে বিমানে ওই পড়ুয়াদের বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় ৷ সেখানে বিমানবন্দর থেকে কিছু পড়ুয়াদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয় ৷ বাকি 114 জনকে সিকিম সরকারের তরফে দেওয়া বাসে শিলিগুড়ি নিয়ে আসা হয় ৷ রবিবার রাতে তাদের শিলিগুড়িতে হোটেলে রাখার ব্যবস্থা করা হয়েছিল ৷ সোমবার সকালে তাঁদের মধ্যে 84 জনকে তিনটি আলাদা বাসে সিকিমের উদ্দেশ্যে পাঠানো হয়েছে ৷ বাকিরা নিজেদের পরিবারের সঙ্গে শিলিগুড়ি থেকে বাড়ি ফিরেছেন ৷
আরও পড়ুন: বাংলায় না এসে অমিত শাহকে মণিপুরে যাওয়ার পরামর্শ মমতার
সিকিমের জোরথাংয়ের বাসিন্দা মণিপুরে এমবিবিএস পড়ুয়া নমিতা ছেত্রী বলেন, "মণিপুরে ভয়ানক পরিস্থিতি হয়েছিল ৷ আমাদের ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছিল ৷ সেনা মোতায়েন ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় ৷ কলেজ, ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হয়েছিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৷ কীভাবে বাড়ি ফিরব বুঝে উঠতে পারছিলাম না ! মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকে ধন্যবাদ আমাদের বাঁচানোর জন্য ৷"
সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্টয়ের যুগ্ম জেনারেল ম্যানেজার ভূপেন্দ্র ছেত্রী বলেন, "সিকিম সরকারের তরফে পড়ুয়াদের ফিরিয়ে নিয়ে আসার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল ৷ প্রত্যেক পড়ুয়া নিরাপদে রয়েছেন ৷ শিলিগুড়ি থেকে বাসে তাঁদের সিকিমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷"