ETV Bharat / state

স্বস্তিতে পর্যটন মহল, র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টেই মিলবে উত্তরবঙ্গ ভ্রমণের ছাড়পত্র

এখন থেকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা থাকলেই উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলিতে মিলবে প্রবেশের ছাড়পত্র ৷ স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের পর্যটন মহল ৷

north-bengal-visit
north-bengal-visit
author img

By

Published : Jul 19, 2021, 7:17 PM IST

দার্জিলিং, 19 জুলাই : সমস্যায় পড়েছিলেন পর্যটক থেকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা ৷ উত্তরের পর্যটনকেন্দ্রগুলিতে বেড়াতে যেতে হলে প্রয়োজন হচ্ছিল আরটিপিসিআর রিপোর্ট ৷ ফলে হয়রানির শিকার হতে হচ্ছিল পর্যটকদের ৷ সেই সমস্যা থেকে মুক্তি মিলল ৷ এখন থেকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা থাকলেই উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলিতে মিলবে প্রবেশের ছাড়পত্র ৷ স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের পর্যটন মহল ৷

আজ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বৈঠক ছিল ৷ বৈঠকের পর উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের অফিসার অ্যান্ড স্পেশাল ডিউটি সুশান্ত রায় বলেন, "বেশ কিছুদিন ধরে দার্জিলিংয়ের এবং কালিম্পং জেলায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেজন্য পাহাড়ে প্রবেশের ট্রানজিট পয়েন্টগুলিতে নাকা তল্লাশি এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রাখা হবে । সব সময় পর্যটকদের আরটিপিসিআর রিপোর্ট নিয়ে চলাফেরা করা সম্ভব নয় ।"

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টেই মিলবে উত্তরবঙ্গ ভ্রমণের ছাড়পত্র

তিনি আরও বলেন, "শিলিগুড়িতে মাঝেমধ্যেই ভ্যাকসিন নিয়ে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে । সেজন্য এখন থেকে ওয়ার্ড ভিত্তিক ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করা হবে । সেই বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিককে আলোচনা করতে বলা হয়েছে ।" এছাড়া তৃতীয় ঢেউকে সামনে রেখে শিশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর ৷ কলকাতা থেকে শিশু বিশেষজ্ঞের একটি বিশেষ দলকে প্রশিক্ষণের জন্য উত্তরবঙ্গে আনা হবে ।

আরও পড়ুন : বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা

জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডে দিনে 500 ডোজ় করোনার ভ্যাকসিন বরাদ্দ করা হবে ৷ যার মধ্যে 400 ডোজ় থাকবে সাধারণ মানুষের জন্য ৷ বাকি 100টি ডোজ় 12 বছরের নিচের শিশুদের মায়েদের জন্য । দিনে অন্তত তিন থেকে চারটি ওয়ার্ডে এই ওয়ার্ডভিত্তিক ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু করা হবে । অন্যদিকে, মিরিক, সুখিয়াপোখড়ি, রংটং সহ দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রবেশের পাঁচটি ট্রানজিট পয়েন্টে নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । অন্তত আরও তিনটি জায়গায় ভিজিল্যান্স বসানোর চিন্তা ভাবনা করছে স্বাস্থ্য দফতর ।

দার্জিলিং, 19 জুলাই : সমস্যায় পড়েছিলেন পর্যটক থেকে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষরা ৷ উত্তরের পর্যটনকেন্দ্রগুলিতে বেড়াতে যেতে হলে প্রয়োজন হচ্ছিল আরটিপিসিআর রিপোর্ট ৷ ফলে হয়রানির শিকার হতে হচ্ছিল পর্যটকদের ৷ সেই সমস্যা থেকে মুক্তি মিলল ৷ এখন থেকে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা থাকলেই উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলিতে মিলবে প্রবেশের ছাড়পত্র ৷ স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের পর্যটন মহল ৷

আজ শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক এবং স্বাস্থ্য দফতরের আধিকারিকদের বৈঠক ছিল ৷ বৈঠকের পর উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের অফিসার অ্যান্ড স্পেশাল ডিউটি সুশান্ত রায় বলেন, "বেশ কিছুদিন ধরে দার্জিলিংয়ের এবং কালিম্পং জেলায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে । সেজন্য পাহাড়ে প্রবেশের ট্রানজিট পয়েন্টগুলিতে নাকা তল্লাশি এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা রাখা হবে । সব সময় পর্যটকদের আরটিপিসিআর রিপোর্ট নিয়ে চলাফেরা করা সম্ভব নয় ।"

র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টেই মিলবে উত্তরবঙ্গ ভ্রমণের ছাড়পত্র

তিনি আরও বলেন, "শিলিগুড়িতে মাঝেমধ্যেই ভ্যাকসিন নিয়ে ক্ষোভ বিক্ষোভ হচ্ছে । সেজন্য এখন থেকে ওয়ার্ড ভিত্তিক ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু করা হবে । সেই বিষয়ে ইতিমধ্যে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য আধিকারিককে আলোচনা করতে বলা হয়েছে ।" এছাড়া তৃতীয় ঢেউকে সামনে রেখে শিশুদের চিকিৎসার জন্য ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দফতর ৷ কলকাতা থেকে শিশু বিশেষজ্ঞের একটি বিশেষ দলকে প্রশিক্ষণের জন্য উত্তরবঙ্গে আনা হবে ।

আরও পড়ুন : বকখালি ও ফ্রেজারগঞ্জে বাধ্যতামূলক দু'টি টিকার শংসাপত্র ও করোনা পরীক্ষা

জানা গিয়েছে, প্রতিটি ওয়ার্ডে দিনে 500 ডোজ় করোনার ভ্যাকসিন বরাদ্দ করা হবে ৷ যার মধ্যে 400 ডোজ় থাকবে সাধারণ মানুষের জন্য ৷ বাকি 100টি ডোজ় 12 বছরের নিচের শিশুদের মায়েদের জন্য । দিনে অন্তত তিন থেকে চারটি ওয়ার্ডে এই ওয়ার্ডভিত্তিক ভ্যাকসিনেশন প্রক্রিয়া চালু করা হবে । অন্যদিকে, মিরিক, সুখিয়াপোখড়ি, রংটং সহ দার্জিলিং এবং কালিম্পংয়ে প্রবেশের পাঁচটি ট্রানজিট পয়েন্টে নাকা তল্লাশির ব্যবস্থা করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে । অন্তত আরও তিনটি জায়গায় ভিজিল্যান্স বসানোর চিন্তা ভাবনা করছে স্বাস্থ্য দফতর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.