ETV Bharat / state

Worker Died in Stone Crushing: সেবক রংপো-তে টানেলের কাজের সময় পাথরচাপা পড়ে মৃত্যু শ্রমিকের

ফের দুর্ঘটনা সেবক রংপো রেল প্রকল্পে ৷ টানেলের কাজের সময় পাথরচাপা পড়ে মৃত্যু হয়েছে 1 শ্রমিকের ৷ 2021 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই প্রকল্পে মৃত্যু হল 11 জন শ্রমিকের ৷

author img

By

Published : Apr 17, 2023, 10:03 PM IST

Etv Bharat
সেবক রংপো রেল প্রকল্পে দুর্ঘটনা

কালিম্পং, 17 এপ্রিল: আবারও দুর্ঘটনা সেবক রংপো রেল প্রকল্পে । টানেলের কাজের সময় মৃত্যু কোচবিহারের এক শ্রমিকের । ঘটনায় জখম হয়েছে ভিন রাজ্যের আরও দুই শ্রমিক ৷ সোমবার ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কের কাছে ভালুখোলার কাছে 10 নম্বর টানেলে ৷ টানেল সম্প্রসারণের কাজ করার সময় হঠাৎই একটি পাথর ধসে পড়ে ৷ সেই পাথরের নীচে চাপা পড়েই মৃত্যু হয় এক শ্রমিকের ৷ এই নিয়ে সেবক রংপো রেল প্রকল্পে শ্রমিক মৃত্যুর সংখ্যা বেড়ে হল 11 জন ।

রেল ও কালিম্পং জেলা পুলিশ সূত্রে খবর, এদিন স্কাইভেটর দিয়ে টানেল সম্প্রসারণের জন্য পাথর কাটার কাজ চলছিল ৷ সেই সময় আচমকাই একটি বড় পাথর ধসে পড়ে ৷ সেই পাথরে নীচে চাপা পড়েই মৃত্যু হয়েছে এক শ্রমিকের ৷ মৃতের নাম শংকর বর্মন ৷ তিনি কোচবিহারের বাসিন্দা ৷ এছাড়াও আহত হয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা বছর একুশের মাজাই টুডু ও বিহারের বাসিন্দা বছর বাইশের দীপক সিং ৷

এই ঘটনার পরই অন্যান্য শ্রমিকরা কাজ থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের উদ্ধার করে প্রথমে রম্ভি হাসপাতালে নিয়ে যান । সেখানেই শংকর নামের ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা । এরপর দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি মৃতের পরিবারের আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । অন্যদিকে, বাকি দু'জন আহত শ্রমিককে মাল্লি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে ।

সেবক রংপো রেল প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত সংস্থার (ইরকন) আধিকারিক মহেন্দর সিং বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে । টানেলের জন্য পাথর কাটতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে । আহত দু'জনের চিকিৎসা চলছে । মৃতের পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"

আরও পড়ুন: সেবক রংপো রেল প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এই ধরনের ঘটনায় রেলের তরফেও পদক্ষেপ ও তদন্ত করে দেখা হচ্ছে । এর আগে 2021 সালের 18 ও 31 জুন, 2022 সালের 5 এপ্রিল দুর্ঘটনা ঘটেছিল । একটি দুর্ঘটনায় একসঙ্গে 7 জনের মৃত্যু হয় । সেই সময় প্রকল্পের শ্রমিক নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল । আবারও দুর্ঘটনা ৷ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ।

কালিম্পং, 17 এপ্রিল: আবারও দুর্ঘটনা সেবক রংপো রেল প্রকল্পে । টানেলের কাজের সময় মৃত্যু কোচবিহারের এক শ্রমিকের । ঘটনায় জখম হয়েছে ভিন রাজ্যের আরও দুই শ্রমিক ৷ সোমবার ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের 10 নম্বর জাতীয় সড়কের কাছে ভালুখোলার কাছে 10 নম্বর টানেলে ৷ টানেল সম্প্রসারণের কাজ করার সময় হঠাৎই একটি পাথর ধসে পড়ে ৷ সেই পাথরের নীচে চাপা পড়েই মৃত্যু হয় এক শ্রমিকের ৷ এই নিয়ে সেবক রংপো রেল প্রকল্পে শ্রমিক মৃত্যুর সংখ্যা বেড়ে হল 11 জন ।

রেল ও কালিম্পং জেলা পুলিশ সূত্রে খবর, এদিন স্কাইভেটর দিয়ে টানেল সম্প্রসারণের জন্য পাথর কাটার কাজ চলছিল ৷ সেই সময় আচমকাই একটি বড় পাথর ধসে পড়ে ৷ সেই পাথরে নীচে চাপা পড়েই মৃত্যু হয়েছে এক শ্রমিকের ৷ মৃতের নাম শংকর বর্মন ৷ তিনি কোচবিহারের বাসিন্দা ৷ এছাড়াও আহত হয়েছেন ঝাড়খণ্ডের বাসিন্দা বছর একুশের মাজাই টুডু ও বিহারের বাসিন্দা বছর বাইশের দীপক সিং ৷

এই ঘটনার পরই অন্যান্য শ্রমিকরা কাজ থামিয়ে দুর্ঘটনাগ্রস্ত শ্রমিকদের উদ্ধার করে প্রথমে রম্ভি হাসপাতালে নিয়ে যান । সেখানেই শংকর নামের ওই শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা । এরপর দেহ ময়নাতদন্তের জন্য কালিম্পং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । পাশাপাশি মৃতের পরিবারের আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে । অন্যদিকে, বাকি দু'জন আহত শ্রমিককে মাল্লি হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে ।

সেবক রংপো রেল প্রকল্পের বরাদ্দপ্রাপ্ত সংস্থার (ইরকন) আধিকারিক মহেন্দর সিং বলেন, "একটা দুর্ঘটনা ঘটেছে । টানেলের জন্য পাথর কাটতে গিয়ে ওই দুর্ঘটনা ঘটেছে । আহত দু'জনের চিকিৎসা চলছে । মৃতের পরিবারকে নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে ।"

আরও পড়ুন: সেবক রংপো রেল প্রকল্প পরিদর্শনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, এই ধরনের ঘটনায় রেলের তরফেও পদক্ষেপ ও তদন্ত করে দেখা হচ্ছে । এর আগে 2021 সালের 18 ও 31 জুন, 2022 সালের 5 এপ্রিল দুর্ঘটনা ঘটেছিল । একটি দুর্ঘটনায় একসঙ্গে 7 জনের মৃত্যু হয় । সেই সময় প্রকল্পের শ্রমিক নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছিল । আবারও দুর্ঘটনা ৷ সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.