দার্জিলিং, 11 অগস্ট: তিনমাসের মধ্যে ফের সুখবর দার্জিলিং চিড়িয়াখানায় । আবার জন্ম হল স্নো লেপার্ডের । রয়্যাল বেঙ্গল টাইগার প্রজননে নজির তৈরি করেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক । একইভাবে স্নো লেপার্ড প্রজননেও রেকর্ড তৈরি করেছে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক বা দার্জিলিং চিড়িয়াখানা । চলতি সপ্তাহেই একটি ফুটফুটে স্নো লেপার্ডের জন্ম দিয়েছে 13 বছর 3 মাসের মা জিম্বা । তবে খুশির খবর এটাই যে অনেকটা দেরিতে হলেও মা হল ওই স্নো লেপার্ডটি । আর স্নো লেপার্ডের জন্মের খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া চিড়িয়াখানায়। খুশি বন দফতরের কর্তারাও।
বলতে গেলে চলতি বছরে রেকর্ড সংখ্যক স্নো লেপার্ডের জন্ম হল দার্জিলিং চিড়িয়াখানায়। নতুন অতিথির আগমনে উচ্ছ্বসিত বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন,"একদিকে বাঘের প্রজননে বেঙ্গল সাফারি পার্ক নজির সৃষ্টি করেছে অন্যদিকে, স্নো লেপার্ড প্রজননও নজর কাড়ছে । পার্ক কর্তৃপক্ষকে ওই শাবকগুলির দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে । 24 ঘণ্টা নজরদারিতে রাখতে বলা হয়েছে। একজন পশু চিকিৎসককে সর্বক্ষণের জন্য মোতায়েন রাখার নির্দেশও দেওয়া হয়েছে ।"
আরও পড়ুন : চিড়িয়াখানার ইতিহাসে নজির! পাঁচ-পাঁচটি স্নো লেপার্ডের জন্ম দার্জিলিঙে
দার্জিলিং চিড়িয়াখানার অধিকর্তা বাসবরাজ হোলেইয়াচি বলেন, "মা ও শাবক দুজনেই সুস্থ। এখনও শাবকটির লিঙ্গ নির্ধারণ করা যায়নি । দুজনেই নাইট শেল্টারে রয়েছে । 24 ঘণ্টা নজর রাখা হচ্ছে তাদের উপর ।" জানা গিয়েছে, মে মাসেই রে ও মর্নিং নামে দুই স্নো লেপার্ড পাঁচটি শাবকের জন্ম দেয়।
পাঁচটি শাবকের মধ্যে রে'-র শাবক দুটি বৈশাখ মাসে জন্ম হওয়ায় তাদের নাম রাখা হয় বৈশাখি ও হিমাদ্রি। সবমিলিয়ে এখন দার্জিলিং চিড়িয়াখানায় স্নো লেপার্ডের সংখ্যা বেড়ে হল 15টি। চলতি বছরে এক সঙ্গে 6টি শাবকের জন্ম হওয়ায় উচ্ছ্বসিত দার্জিলিং চিড়িয়াখান কর্তৃপক্ষ। সব ঠিক থাকলে পুজোর আগেই ওই মর্নিং ও রে'র পাঁচ শাবককে পর্যটকদের সামনে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে ।