শিলিগুড়ি, 18 সেপ্টেম্বর: শিলিগুড়িতে বাস ও স্কুটির সংঘর্ষে (Road Accident in Siliguri) ঘটনাস্থলেই মৃত্যু স্কুটি চালকের ৷ মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির শালুগাড়ায় ৷ দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা ৷ এরপরেই ঘাতক বাসটিতে আগুন জ্বালিয়ে দেন তারা।
জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম শচীন ছেত্রী। তিনি সেবক বাজার এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার একটি বাস সিকিম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। বাসটি যখন শালুগড়ার কাছে পৌঁছয় তখন বাসের সঙ্গে সংঘর্ষ হয় স্কুটিটির। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই স্কুটি চালকের। এরপরই উত্তেজিত জনতা প্রথমে বাসটিতে ভাঙচুর চালায় পরে আগুন ধরিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ (Bhakti Nagar Police) বাহিনী। পাশাপাশি দমকলের দু'টি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসী। অন্যদিকে, দুর্ঘটনার জেরে যান চলাচলও ব্যাহত হয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক হয়।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে মৃতদেহ সরানোর অভিযোগ, উত্তপ্ত বিহারের সুপৌল