শিলিগুড়ি, 20 জুন : ফের সক্রিয় গাঁজা পাচার চক্র । আমবাড়ি এলাকায় গতকাল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককেকে গ্রেপ্তার করে এনজেপি থানার আমবাড়ি আউট পোস্টের পুলিশ । ধৃতের নাম মহম্মদ তাহির (30) । শনিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমবাড়ি এলাকায় এক ক্যারিয়ারের মাধ্যমে গাঁজা পাচার হবে বলে খবর আসে ৷ সেই খবর পেয়ে গতকাল অভিযানে নামে আমবাড়ি আউটপোস্টের পুলিশ । ঘটনায় মহম্মদ তাহির নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় । ধৃতের কাছ থেকে প্রায় 30 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ ওই ব্যক্তি ক্যারিয়ারের কাজ করছিল বলে জানা গেছে । ঘটনায় কোনও চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ । পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে কোথায় পাচার হচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে ।
আমবাড়ি থেকে 30 কেজি গাঁজাসহ গ্রেপ্তার ক্যারিয়ার - দার্জিলিং
আমবাড়ি এলাকায় গতকাল অভিযান চালায় পুলিশ । 30 কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ।
শিলিগুড়ি, 20 জুন : ফের সক্রিয় গাঁজা পাচার চক্র । আমবাড়ি এলাকায় গতকাল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককেকে গ্রেপ্তার করে এনজেপি থানার আমবাড়ি আউট পোস্টের পুলিশ । ধৃতের নাম মহম্মদ তাহির (30) । শনিবার তাকে জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।
পুলিশ সূত্রে জানা গেছে, আমবাড়ি এলাকায় এক ক্যারিয়ারের মাধ্যমে গাঁজা পাচার হবে বলে খবর আসে ৷ সেই খবর পেয়ে গতকাল অভিযানে নামে আমবাড়ি আউটপোস্টের পুলিশ । ঘটনায় মহম্মদ তাহির নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় । ধৃতের কাছ থেকে প্রায় 30 কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ ৷ ওই ব্যক্তি ক্যারিয়ারের কাজ করছিল বলে জানা গেছে । ঘটনায় কোনও চক্র জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ । পাশাপাশি উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে কোথায় পাচার হচ্ছিল তা পুলিশ খতিয়ে দেখছে ।