ETV Bharat / state

শিলিগুড়িতে বিস্ফোরক সহ গ্রেপ্তার নেপালের বাসিন্দা - recovered

শিলিগুড়িতে বিস্ফোরক সহ গ্রেপ্তার নেপালের এক বাসিন্দা। ধৃতের নাম চিরন রোকা। অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চিরন রোকা
author img

By

Published : Mar 24, 2019, 8:42 AM IST

শিলিগুড়ি, 24 মার্চ : শিলিগুড়িতে বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হল একজনকে। ধৃতের নাম চিরন রোকা। বাড়ি নেপালের রুমা গ্রামে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

inserts
উদ্ধার হওয়া বিস্ফোরক

গতকাল বিস্ফোরক নিয়ে পানিট্যাঙ্কি হয়ে শিলিগুড়ি থেকে নেপালে যাচ্ছিল চিরন। অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে সে SSB-র জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিস্ফোরক। পরে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০৫ প্যাকেট নিওজেল ৯০ পাওয়ারজেল এবং ৩৫৫টি ইলেক্ট্রিক্যাল ডিটোনেটোরস।

এদিকে শুক্রবার রাতে ফাঁসিদেওয়া থানার পুলিশের তরফে অভিযান চালিয়ে কদমিজোত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুব্রত সাহা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শিলিগুড়ি, 24 মার্চ : শিলিগুড়িতে বিস্ফোরক সহ গ্রেপ্তার করা হল একজনকে। ধৃতের নাম চিরন রোকা। বাড়ি নেপালের রুমা গ্রামে। আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

inserts
উদ্ধার হওয়া বিস্ফোরক

গতকাল বিস্ফোরক নিয়ে পানিট্যাঙ্কি হয়ে শিলিগুড়ি থেকে নেপালে যাচ্ছিল চিরন। অবৈধভাবে সীমান্ত পার হতে গিয়ে সে SSB-র জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিস্ফোরক। পরে তাকে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে ২০৫ প্যাকেট নিওজেল ৯০ পাওয়ারজেল এবং ৩৫৫টি ইলেক্ট্রিক্যাল ডিটোনেটোরস।

এদিকে শুক্রবার রাতে ফাঁসিদেওয়া থানার পুলিশের তরফে অভিযান চালিয়ে কদমিজোত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়। এই ঘটনায় সুব্রত সাহা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Intro:শিলিগুড়িতে বিস্ফোরক সহ গ্রেপ্তার নেপালের বাসিন্দা!


শিলিগুড়ি, ২৩ মার্চঃ ফের একবার উদ্ধার হল বিস্ফোরক। ঘটনায় গ্রেপ্তার হল নেপালের এক বাসিন্দা। ধৃতের নাম চিরন রোকা। সে নেপালের রুমা গ্রামের বাসিন্দা। আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।


জানা গিয়েছে, ভারত নেপাল সীমান্ত পানিটাঙ্কি হয়ে শিলিগুড়ি থেকে নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছিল চিরন রোকা। অবৈধভাবে সীমান্ত পেরতে গিয়ে এসএসবি এর ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের হাতে ধড়া পড়ে সে। এরপরেই জিঞ্জাসাবাদে অসংগতি মিলতেই তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমান বিস্ফোরক। ওই হিপুল পরিমান বিস্ফোরক নিয়ে সে নেপালে পারি জমাতে সচেষ্ট হয়েছিল। তবে তা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল তা এখনও জানাযায়নি। পরে তাকে দার্জিলিং জেলা পুলিশের অধীন খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বিস্ফোরকের মধ্যে রয়েছে NEOGEL 90 POWERGEL EXPLOSIVE CLASS - II ২০৫ প্যাকেট, ELECTRICAL DETONATORS ৩৫৫ টি সহ দুটি   মোবাইল ফোন ও চারটি সিম কার্ড উদ্ধার হয়। 


অন্যদিকে, শুক্রবার রাতে ফাঁসিদেওয়া থানার পুলিশের তরফে অভিযান চালিয়ে কদমীজোত এলাকা থেকে  আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড তাজা কার্তুজসহ ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম সুব্রত সাহা। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত ওই ব্যক্তি বে আইনীভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করত। সূত্র মোতাবেক খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কোথা থেকে ওই আগ্নেয়াস্ত্র সে এনেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। 




Body:.


Conclusion:.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.