ETV Bharat / state

সরস্বতী পুজোয় কিন্নরদের অশ্লীল নাচ শিলিগুড়িতে - কিন্নরদের নাচ

পাড়া জাগানো মিউজ়িক, মদ্যপদের তাণ্ডব, কিন্নরদের অশ্লীল নাচের সঙ্গে উড়ল টাকা । এরকমই একটি সরস্বতী পুজের রাতের সাক্ষী থাকল শিলিগুড়ি পৌরনিগমের 45 নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাট সংলগ্ন এলাকার মানুষ ।

obscene dance of eunuchs on Saraswati Puja in siliguri
সরস্বতী পুজোয় কিন্নরদের অশ্লীল নাচ শিলিগুড়িতে
author img

By

Published : Feb 18, 2021, 12:53 PM IST

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : সরস্বতী পুজো উপলক্ষে মাঝরাতে করা হল কিন্নরদের অশ্লীল নাচের আয়োজন । এলাকায় চলল মদ্যপদের তান্ডব, উড়ল টাকা । বুধবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 45 নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাট সংলগ্ন এলাকার ঘটনা । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্নর এবং মদ্যপদের অশ্লীল নাচের সেই ভিডিয়ো ।

জানা গেছে, স্থানীয় নবযুবক কমিটির তরফে আয়োজন করা হয়েছিল কিন্নরদের ওই বিশেষ অনুষ্ঠান । দুটি গাড়িতে মোট 12 জন কিন্নরদের চড়ানো হয় । সঙ্গে পাড়া জাগানো মিউজ়িক বাজিয়ে ওই গাড়ি দুটি পার্বতি ঘাট সংলগ্ন এলাকায় ঘোরে। ভিডিয়োতে দেখা গিয়েছে কিন্নরদের অশ্লীল নাচে কীভাবে মদ্যপরা টাকা ওড়াচ্ছে । কীভাবে কিন্নরদের কাপড় টানাটানি করা হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক চলে সেই অশ্লীল অনুষ্ঠান ।

সরস্বতী পুজোয় কিন্নরদের অশ্লীল নাচ শিলিগুড়িতে

আরও পড়ুন : মহিলা শিক্ষকের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, প্রিন্সিপালকে চুনকালি মাখিয়ে গণধোলাই

প্রধাননগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছলে গাড়ি, সাউন্ড সিস্টেম ফেলেই পালিয়ে যায় কমিটির সদস্যরা । বেগতিক বুঝে চম্পট দেয় কিন্নররাও ।

শিলিগুড়ি, 18 ফেব্রুয়ারি : সরস্বতী পুজো উপলক্ষে মাঝরাতে করা হল কিন্নরদের অশ্লীল নাচের আয়োজন । এলাকায় চলল মদ্যপদের তান্ডব, উড়ল টাকা । বুধবার রাতে শিলিগুড়ি পৌরনিগমের 45 নম্বর ওয়ার্ডের পার্বতী ঘাট সংলগ্ন এলাকার ঘটনা । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্নর এবং মদ্যপদের অশ্লীল নাচের সেই ভিডিয়ো ।

জানা গেছে, স্থানীয় নবযুবক কমিটির তরফে আয়োজন করা হয়েছিল কিন্নরদের ওই বিশেষ অনুষ্ঠান । দুটি গাড়িতে মোট 12 জন কিন্নরদের চড়ানো হয় । সঙ্গে পাড়া জাগানো মিউজ়িক বাজিয়ে ওই গাড়ি দুটি পার্বতি ঘাট সংলগ্ন এলাকায় ঘোরে। ভিডিয়োতে দেখা গিয়েছে কিন্নরদের অশ্লীল নাচে কীভাবে মদ্যপরা টাকা ওড়াচ্ছে । কীভাবে কিন্নরদের কাপড় টানাটানি করা হচ্ছে। প্রায় ঘণ্টাখানেক চলে সেই অশ্লীল অনুষ্ঠান ।

সরস্বতী পুজোয় কিন্নরদের অশ্লীল নাচ শিলিগুড়িতে

আরও পড়ুন : মহিলা শিক্ষকের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, প্রিন্সিপালকে চুনকালি মাখিয়ে গণধোলাই

প্রধাননগর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছলে গাড়ি, সাউন্ড সিস্টেম ফেলেই পালিয়ে যায় কমিটির সদস্যরা । বেগতিক বুঝে চম্পট দেয় কিন্নররাও ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.