ETV Bharat / state

NRC-র আতঙ্কে নয়, ঋণের দায়ে আত্মহত্যা কৃষকের ; দাবি BJP কিষান মোর্চার

কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল আজ সাংবাদিক বৈঠকে বলেন, "অন্নদা রায় পেশায় কৃষক । রাজ্য সরকার তাঁকে জমির পাট্টা দেয়নি । তিনি গত বছর জমি বন্ধক দিয়েছিলেন । আর্থিক সমস্যা, পারিবারিক নানা সমস্যায় জর্জরিত ছিলেন । বিয়ে ভেঙে গেছিল ৷ তিনি মহাজনি ঋণ নিয়েছিলেন ৷ ঋণের পরিমাণ প্রায় 90 হাজার টাকা ৷ যা তিনি শোধ করতে পারছিলেন না ৷ মানসিক চাপ ছিল । তাই আত্মহত্যা করেছেন । NRC-র কারণে তিনি আত্মহত্যা করেছেন এটি ভুল খবর । মুখ্যমন্ত্রী মিথ্যা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন ৷"

Arun Mandal
author img

By

Published : Sep 21, 2019, 8:01 PM IST

জলপাইগুড়ি , 21 সেপ্টেম্বর : NRC-র আতঙ্কে নয়, ঋণের দায়ে আত্মহত্যা করেছেন কৃষক ৷ দাবি BJP কিষান মোর্চার ৷ গতকাল আত্মহত্যা করেন ময়নাগুড়ি বড় কামাত এলাকার এক যুবক ৷ মৃতের নাম অন্নদা রায় (39) ৷ মৃতের দাদা থানায় অভিযোগ করেন, NRC-র ভয়ে আত্মহত্যা করেছেন তাঁর ভাই ৷ মৃতের পরিবারকে 2 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল আজ সাংবাদিক বৈঠকে বলেন, "অন্নদা রায় পেশায় কৃষক । রাজ্য সরকার তাঁকে জমির পাট্টা দেয়নি । তিনি গত বছর জমি বন্ধক দিয়েছিলেন । আর্থিক সমস্যা, পারিবারিক নানা সমস্যায় জর্জরিত ছিলেন । বিয়ে ভেঙে গেছিল ৷ তিনি মহাজনি ঋণ নিয়েছিলেন ৷ ঋণের পরিমাণ প্রায় 90 হাজার টাকা ৷ যা তিনি শোধ করতে পারছিলেন না ৷ মানসিক চাপ ছিল । তাই আত্মহত্যা করেছেন । NRC-র কারণে তিনি আত্মহত্যা করেছেন এটি ভুল খবর । মুখ্যমন্ত্রী মিথ্যা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন ৷"

শুনে নিন অরুণ মণ্ডলের বক্তব্য

গতকাল মৃতের দাদা দক্ষদা রায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সম্প্রতি তাঁর ভাই দুটি ব্যাঙ্ক থেকে কৃষিকাজের জন্য ঋণ নিয়েছিলেন । টাকা শোধ করতে পারছিলেন না । তাঁকে ব্যাঙ্ক থেকে চাপ দেওয়া হচ্ছিল । NRC-র জন্য কাগজপত্র নিয়েও চিন্তায় ছিল তাঁর ভাই । জমির কাগজপত্র খুঁজছিলেন ৷

এদিকে মন্ত্রী গৌতম দেব বলেন, "NRC-র কারণে এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা । BJP-কে জবাব দিতে হবে ।"

জলপাইগুড়ি , 21 সেপ্টেম্বর : NRC-র আতঙ্কে নয়, ঋণের দায়ে আত্মহত্যা করেছেন কৃষক ৷ দাবি BJP কিষান মোর্চার ৷ গতকাল আত্মহত্যা করেন ময়নাগুড়ি বড় কামাত এলাকার এক যুবক ৷ মৃতের নাম অন্নদা রায় (39) ৷ মৃতের দাদা থানায় অভিযোগ করেন, NRC-র ভয়ে আত্মহত্যা করেছেন তাঁর ভাই ৷ মৃতের পরিবারকে 2 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷

কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল আজ সাংবাদিক বৈঠকে বলেন, "অন্নদা রায় পেশায় কৃষক । রাজ্য সরকার তাঁকে জমির পাট্টা দেয়নি । তিনি গত বছর জমি বন্ধক দিয়েছিলেন । আর্থিক সমস্যা, পারিবারিক নানা সমস্যায় জর্জরিত ছিলেন । বিয়ে ভেঙে গেছিল ৷ তিনি মহাজনি ঋণ নিয়েছিলেন ৷ ঋণের পরিমাণ প্রায় 90 হাজার টাকা ৷ যা তিনি শোধ করতে পারছিলেন না ৷ মানসিক চাপ ছিল । তাই আত্মহত্যা করেছেন । NRC-র কারণে তিনি আত্মহত্যা করেছেন এটি ভুল খবর । মুখ্যমন্ত্রী মিথ্যা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন ৷"

শুনে নিন অরুণ মণ্ডলের বক্তব্য

গতকাল মৃতের দাদা দক্ষদা রায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সম্প্রতি তাঁর ভাই দুটি ব্যাঙ্ক থেকে কৃষিকাজের জন্য ঋণ নিয়েছিলেন । টাকা শোধ করতে পারছিলেন না । তাঁকে ব্যাঙ্ক থেকে চাপ দেওয়া হচ্ছিল । NRC-র জন্য কাগজপত্র নিয়েও চিন্তায় ছিল তাঁর ভাই । জমির কাগজপত্র খুঁজছিলেন ৷

এদিকে মন্ত্রী গৌতম দেব বলেন, "NRC-র কারণে এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা । BJP-কে জবাব দিতে হবে ।"

Intro:জলপাইগুড়িঃ NRC এর আতঙ্কে নয় ঋনের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যা করেছেন ময়নাগুড়ির কৃষক দাবি বিজেপির কিষান মোর্চার । গতকাল ময়নাগুড়ি বড় কামাত এলাকার যুবক আত্মহত্যা করেন। মৃতের দাদা থানায় অভিযোগ দায়ের করেন NRC এর ভয়েই আত্মহত্যা করেছে ভাই।মুখ্যমন্ত্রীও মৃতের পরিবারকে ২ লক্ষ টাকা দেবার কথা ঘোষনা করেছেন। আর এতেই আসরে নেমেছে এবার বিজেপির কৃষক সংগঠন কিষান মোর্চা আজ কিষান মোর্চার নেতার মৃতের বাড়ির এলাকায় যায় আত্মহত্যার বিষয়ে খোঁজ খবর নেন। Body:কিষান মোর্চার রাজ্য সাধারন সম্পাদক অরুন মন্ডল আজ সাংবাদিক সম্মেলন করে বলেন ঋনের জালে জর্জরিত হয়ে কৃষক আত্মহত্যা করেছেন।আর মুখ্যমন্ত্রী NRC এর কারনে আত্মহত্যা করেছেন বলে দুইলক্ষ টাকা ঘোষনা করে।আরও আতঙ্ক সৃস্টি করতে চাইছেন। তিনি বলেন ময়নাগুড়ি ব্লকের ভোটপট্টি বড় কামাত এলাকার বাসিন্দা মৃত অন্নদা রায় (৩৯) পেশায় কৃষিকাজ করতেন।জমির পাট্টাও রাজ্য সরকার তাকে দেয় নি।তিনি গত বছর জমি বন্ধক দিয়েছিলেন।আর্থিক সমস্যা, পারিবারিক নানান সমস্যায় জর্জরিত ছিলেন তিনি।বিয়েও ভেঙে যাচ্ছিল বার বার সেটাও আমরা খোজ নিয়ে জানতে পেরেছি।তবে এন আরসির জন্য তিনি আত্মহত্যা করেছেন এটা একদমই মিথ্যা খবর।তিনি মহাজনি ঋন নিয়ে শোধ করতে পারছিলেন না তার জন্য একটা চাপ ছিল।তৃনমুল সরকার তার জমির পাট্টা পর্যন্ত দেয় নি।তার ফলেই তিনি আত্মহত্যা করেছেন। মমতা ব্যানার্জি দুই লক্ষ টাকা NRC এর জন্য আত্মহত্যা করেছেন এর একটা প্রচার করার চেস্টা করছেন আজ আমাদের কিষান মোর্চার সদস্যরা তার বাড়ি গিয়েছিলেন।কিন্তু পুলিশ ও তৃনমুলের নেতারা তার বাড়ি ঘিরে রেখেছে বাইরের কাউকে যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অরুন মন্ডলের। রাজ্য জুড়ে কৃষক আত্মহত্যা ঘটছে তার একটা ঘটনা ময়নাগুড়ির ঘটনা। সরকারের কৃষকের প্রতি ব্যর্থতা তাই এই আত্মহত্যা বলে অভিযোগ করেন অরুন মন্ডল।এদিন জলপাইগুড়ি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির কিষান মোর্চার জলপাইগুড়ি জেলা সম্পাদক নকুল মন্ডল,জেলার সাধারন সম্পাদক বাপী গোস্বামী প্রমুখ। Conclusion:এদিকে গতকালও মৃত অন্যদার দাদা দক্ষদা রায় সংবাদ কে জানিয়েছিলেন সম্প্রতি তার ভাই দুটি ব্যাঙ্ক থেকে কৃষিকাজ করার জন্য ঋন নিয়েছিলেন।ঋন নিয়ে টাকা শোধ করতে পারছিলেন না।তাকে ব্যাঙ্ক থেকে চাপ দেওয়া হচ্ছিল ঋনের টাকা পরিশোধ করার জন্য।বন্ধন ব্যাঙ্ক আর সেন্ট্রাল ব্যাঙ্কের থেকে ৯০ হাজার টাকা ঋন নিয়েছিল কৃষিকাজ করার জন্য। যা শোধ করতে পারছিল না।ফলে মানষিক ভাবে ভেঙে পরেছিলেন। জমির কাগজপত্র খোজা খুজিও করছিল।কাগজপত্র না পেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি তার দাদার।
দক্ষদা রায় জানান সম্প্রতি NRC এর জন্য কাগজপত্র নিয়েও চিন্তায় ছিল তার ভাই।
এদিকে মন্ত্রী গৌতম দেব বলেন বিজেপির NRC এর কারনেই এই মৃত্যু অত্যন্ত দুঃখ জনক ঘটনা।বিজেপিকেই এর জবাব দিতে হবে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.