জলপাইগুড়ি , 21 সেপ্টেম্বর : NRC-র আতঙ্কে নয়, ঋণের দায়ে আত্মহত্যা করেছেন কৃষক ৷ দাবি BJP কিষান মোর্চার ৷ গতকাল আত্মহত্যা করেন ময়নাগুড়ি বড় কামাত এলাকার এক যুবক ৷ মৃতের নাম অন্নদা রায় (39) ৷ মৃতের দাদা থানায় অভিযোগ করেন, NRC-র ভয়ে আত্মহত্যা করেছেন তাঁর ভাই ৷ মৃতের পরিবারকে 2 লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷
কিষান মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক অরুণ মণ্ডল আজ সাংবাদিক বৈঠকে বলেন, "অন্নদা রায় পেশায় কৃষক । রাজ্য সরকার তাঁকে জমির পাট্টা দেয়নি । তিনি গত বছর জমি বন্ধক দিয়েছিলেন । আর্থিক সমস্যা, পারিবারিক নানা সমস্যায় জর্জরিত ছিলেন । বিয়ে ভেঙে গেছিল ৷ তিনি মহাজনি ঋণ নিয়েছিলেন ৷ ঋণের পরিমাণ প্রায় 90 হাজার টাকা ৷ যা তিনি শোধ করতে পারছিলেন না ৷ মানসিক চাপ ছিল । তাই আত্মহত্যা করেছেন । NRC-র কারণে তিনি আত্মহত্যা করেছেন এটি ভুল খবর । মুখ্যমন্ত্রী মিথ্যা আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছেন ৷"
গতকাল মৃতের দাদা দক্ষদা রায় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সম্প্রতি তাঁর ভাই দুটি ব্যাঙ্ক থেকে কৃষিকাজের জন্য ঋণ নিয়েছিলেন । টাকা শোধ করতে পারছিলেন না । তাঁকে ব্যাঙ্ক থেকে চাপ দেওয়া হচ্ছিল । NRC-র জন্য কাগজপত্র নিয়েও চিন্তায় ছিল তাঁর ভাই । জমির কাগজপত্র খুঁজছিলেন ৷
এদিকে মন্ত্রী গৌতম দেব বলেন, "NRC-র কারণে এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা । BJP-কে জবাব দিতে হবে ।"