ETV Bharat / state

Summer Special Train: উত্তরবঙ্গে ঘুরতে যাওয়া আরও সহজ, ভিড় এড়াতে হাওড়া-জলপাইগুড়ি লাইনে বিশেষ ট্রেন - উত্তর পূর্ব সীমান্ত রেল

প্যাঁচপ্যাঁচে গরমে যখন নাভিশ্বাস উঠেছে বঙ্গবাসীর তখন এক পশলা খুশির বাতাস আনন্দ দিয়েছে আমজনতাকে ৷ এই সময়ে যাঁরা উত্তরবঙ্গে ঘুরতে যেতে চান তাঁদের সুখবর ৷ হাওড়া-নিউজলপাইগুড়ির মধ্যে আপ ও ডাউন লাইনে সামার স্পেশাল ট্রেন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেল ৷

Summer Special Train
উত্তরবঙ্গে সামার স্পেশাল দুটো ট্রেন
author img

By

Published : Apr 20, 2023, 11:43 AM IST

শিলিগুড়ি, 20 এপ্রিল: উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। গরমের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভীড় কমাতে দুটো সামার স্পেশাল ট্রেন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেল। এনজেপি-হাওড়া এবং এনজেপি-শিয়ালদহর মধ্যে দুই জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "এই সময় গরমের ছুটি থাকায় ট্রেনে ভীড় বেশি হয়। যাতে যাত্রীদের ভীড় কিছুটা কমে সেজন্য দুটো সামার স্পেশাল ট্রেন চালু করা হল। একটি শিয়ালদহ ও অন্যটি হাওড়া রুটে চলবে।" উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, 03027 হাওড়া - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি এগারোটি ট্রিপের জন্য 19 এপ্রিল থেকে 28 জুন পর্যন্ত প্রত্যেক বুধবার চলবে। রাত 11টা 40 মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে পরের দিন 10টা 45 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

03028 নিউ জলপাইগুড়ি - হাওড়া সামার স্পেশাল ট্রেনটি 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত চলবে। প্রত্যেক বৃহস্পতিবার ট্রেনটি চলবে। 12টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে রাত 11.30 মিনিটে হাওড়া পৌঁছাবে। সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি 2-টিয়ার, এসি 3-টিয়ার, শয়ন শ্রেণি ও সাধারণ শ্রেণি সহ মোট 21টি কামরা থাকবে।

আরও পড়ুন: ফের তাপপ্রবাহের শঙ্কা, উত্তরে বৃষ্টি; আশা দক্ষিণবঙ্গেও

অন্যদিকে, 03103 শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি দশটি ট্রিপের জন্য 22 এপ্রিল থেকে 24 জুন পর্যন্ত চলবে। প্রত্যেক শনিবার রাত 11টা 40 মিনিটে শিয়ালদহ থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 10টা 45 মিনিটেে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। 03104 নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ সামার স্পেশাল ট্রেনটি দশটি ট্রিপের জন্য 23 এপ্রিল থেকে 25 জুন পর্যন্ত প্রত্যেক রবিবার করে চলবে। দুপুর 12টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে রাত 11টা 50 মিনিটে শিয়ালদহ পৌঁছবে বলে জানা গিয়েছে। এই সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি 2-টিয়ার ও এসি 2-টিয়ার সহ মোট 19টি কামরা থাকবে।

উভয় দিকে যাত্রার সময় সামার স্পেশাল ট্রেন ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন, বারসোই ও কিষানগঞ্জ স্টেশনে দাঁড়াবে। এই রুটের অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে।

শিলিগুড়ি, 20 এপ্রিল: উত্তরবঙ্গবাসীদের জন্য সুখবর। গরমের ছুটিতে যাত্রীদের অতিরিক্ত ভীড় কমাতে দুটো সামার স্পেশাল ট্রেন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেল। এনজেপি-হাওড়া এবং এনজেপি-শিয়ালদহর মধ্যে দুই জোড়া সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রেল সূত্রে জানা গিয়েছে ৷

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "এই সময় গরমের ছুটি থাকায় ট্রেনে ভীড় বেশি হয়। যাতে যাত্রীদের ভীড় কিছুটা কমে সেজন্য দুটো সামার স্পেশাল ট্রেন চালু করা হল। একটি শিয়ালদহ ও অন্যটি হাওড়া রুটে চলবে।" উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, 03027 হাওড়া - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি এগারোটি ট্রিপের জন্য 19 এপ্রিল থেকে 28 জুন পর্যন্ত প্রত্যেক বুধবার চলবে। রাত 11টা 40 মিনিটে হাওড়া থেকে রওনা দিয়ে পরের দিন 10টা 45 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে।

03028 নিউ জলপাইগুড়ি - হাওড়া সামার স্পেশাল ট্রেনটি 20 এপ্রিল থেকে 29 জুন পর্যন্ত চলবে। প্রত্যেক বৃহস্পতিবার ট্রেনটি চলবে। 12টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে রাত 11.30 মিনিটে হাওড়া পৌঁছাবে। সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি 2-টিয়ার, এসি 3-টিয়ার, শয়ন শ্রেণি ও সাধারণ শ্রেণি সহ মোট 21টি কামরা থাকবে।

আরও পড়ুন: ফের তাপপ্রবাহের শঙ্কা, উত্তরে বৃষ্টি; আশা দক্ষিণবঙ্গেও

অন্যদিকে, 03103 শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি সামার স্পেশাল ট্রেনটি দশটি ট্রিপের জন্য 22 এপ্রিল থেকে 24 জুন পর্যন্ত চলবে। প্রত্যেক শনিবার রাত 11টা 40 মিনিটে শিয়ালদহ থেকে রওনা দিয়ে পরের দিন সকাল 10টা 45 মিনিটেে নিউ জলপাইগুড়ি পৌঁছাবে। 03104 নিউ জলপাইগুড়ি - শিয়ালদহ সামার স্পেশাল ট্রেনটি দশটি ট্রিপের জন্য 23 এপ্রিল থেকে 25 জুন পর্যন্ত প্রত্যেক রবিবার করে চলবে। দুপুর 12টা 15 মিনিটে নিউ জলপাইগুড়ি থেকে রওনা দিয়ে একই দিনে রাত 11টা 50 মিনিটে শিয়ালদহ পৌঁছবে বলে জানা গিয়েছে। এই সামার স্পেশাল ট্রেনটিতে যাত্রীদের আসনের জন্য এসি প্রথম শ্রেণি, এসি 2-টিয়ার ও এসি 2-টিয়ার সহ মোট 19টি কামরা থাকবে।

উভয় দিকে যাত্রার সময় সামার স্পেশাল ট্রেন ব্যান্ডেল, কাটোয়া, আজিমগঞ্জ, মালদা টাউন, বারসোই ও কিষানগঞ্জ স্টেশনে দাঁড়াবে। এই রুটের অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই সুযোগ গ্রহণ করতে পারবেন। এই ট্রেনের স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.