ETV Bharat / state

Subrata Mukherjee: চা শ্রমিক আন্দোলনের মূল কারিগর সুব্রত মুখোপাধ্যায়কে হারিয়ে শোকাহত উত্তরবঙ্গ - সুব্রত মুখোপাধ্যায়

বাংলার রাজনীতিতে সংগঠিত চা শ্রমিক (Tea Workers) আন্দোলনের মূল কারিগর ছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। উত্তরের রাজনীতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মত বিভিন্ন দলের নেতাদের ।

North Bengal tributes Subrata Mukherjee for his work for tea workers
চা শ্রমিক আন্দোলনের মূল কারিগর সুব্রত মুখোপাধ্যায়, শোকাহত উত্তরবঙ্গ
author img

By

Published : Nov 5, 2021, 7:40 PM IST

Updated : Nov 5, 2021, 8:39 PM IST

শিলিগুড়ি, 5 নভেম্বর: তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার । আর রাজ্যে চলছে বাম জমানা । সেই সময় উত্তরের চা-বাগান শ্রমিকদের (Tea Workers) জন্য জাতীয়তাবাদী সংগঠিত শ্রমিক আন্দোলন একা হাতে গড়ে তুলেছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তখনও তিনি কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সম্পাদক ।

চা বাগান শ্রমিকদের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছিলেন । যার ফলে উত্তরের রাজনীতিতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম । বরাবরই উত্তরের রাজনীতি তাঁর কাছে ছিল হাতের তালুর মতো চেনা । চা বাগানের শ্রমিক সংগঠনের আন্দোলন গড়ে তুলতে প্রত্যেক জেলায় সফর করেছিলেন তিনি । এরপর কলকাতার মেয়র থেকে হলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । দলমত নির্বিশেষে মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ । আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ উত্তরের রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

স্মৃতিচারণা করতে গিয়ে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বললেন, "আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভাল সম্পর্ক ছিল সুব্রতর । আমি যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন ও বিরোধী পক্ষের ৷ আবার ও যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন আমি বিরোধী পক্ষের ছিলাম । আমরা পাঁচ বছর একসঙ্গে কাজ করেছি । খুব বর্ণময় এবং খোলামেলা চরিত্র ছিল তাঁর । তাঁর প্রয়াণে বাংলা রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি হল ।"

আরও পড়ুন: Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার বলেছেন, "বাম জমানায় প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং সুব্রত মুখোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান । 1973 সাল থেকে 1998 সাল পর্যন্ত আমরা একসঙ্গে কংগ্রেস করেছি । সুব্রত মুখোপাধ্যায় একজন দক্ষ সংগঠক এবং স্বাধীনচেতা মনোভাবের মানুষ ছিলেন। রাজনীতিতে একটা যুগের অবসান হল । প্রিয়, সোমেন এবং সুব্রত জুটির সেই যুগ আর থাকল না ।"

সুব্রত-স্মরণ

আরও পড়ুন: Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

আইএনটিটিইউসির প্রবীণ নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলক চক্রবর্তীর কথায়, "প্রায় দুই দশকেরও বেশি আমরা একসঙ্গে শ্রমিক আন্দোলনে কাজ করেছিলাম । আমার জন্য সুব্রত মুখোপাধ্যায়ের ছিল অবারিত দ্বার । বাংলার চা শ্রমিকদের জন্য জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ সংগঠিত শ্রমিক আন্দোলনের একপ্রকার জনক বলা যেতে পারে সুব্রত মুখোপাধ্যায়কে । তাঁর হাত ধরেই বাংলার রাজনীতিতে সংগঠিত শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল । উত্তরবঙ্গের রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম । যা কোনওদিন ভোলার নয় ।"

আরও পড়ুন : Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

শিলিগুড়ি, 5 নভেম্বর: তখন কেন্দ্রে কংগ্রেসের সরকার । আর রাজ্যে চলছে বাম জমানা । সেই সময় উত্তরের চা-বাগান শ্রমিকদের (Tea Workers) জন্য জাতীয়তাবাদী সংগঠিত শ্রমিক আন্দোলন একা হাতে গড়ে তুলেছিলেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। তখনও তিনি কংগ্রেস পরিচালিত শ্রমিক সংগঠন আইএনটিইউসির রাজ্য সম্পাদক ।

চা বাগান শ্রমিকদের জন্য কেন্দ্রের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে নিয়ে ঐক্যবদ্ধ সংগ্রাম শুরু করেছিলেন । যার ফলে উত্তরের রাজনীতিতে প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের অবদান অপরিসীম । বরাবরই উত্তরের রাজনীতি তাঁর কাছে ছিল হাতের তালুর মতো চেনা । চা বাগানের শ্রমিক সংগঠনের আন্দোলন গড়ে তুলতে প্রত্যেক জেলায় সফর করেছিলেন তিনি । এরপর কলকাতার মেয়র থেকে হলেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় । দলমত নির্বিশেষে মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ । আজ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ উত্তরের রাজনৈতিক মহল ।

আরও পড়ুন: Agnidev on Subrata Mukherjee : সত্যজিৎ রায় সিরিয়ালটি দেখতেন সুব্রতদার অভিনয় দেখার জন্য : অগ্নিদেব

স্মৃতিচারণা করতে গিয়ে সিপিএম নেতা অশোক ভট্টাচার্য বললেন, "আমার সঙ্গে ব্যক্তিগতভাবে খুব ভাল সম্পর্ক ছিল সুব্রতর । আমি যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন ও বিরোধী পক্ষের ৷ আবার ও যখন সরকার পক্ষের মন্ত্রী, তখন আমি বিরোধী পক্ষের ছিলাম । আমরা পাঁচ বছর একসঙ্গে কাজ করেছি । খুব বর্ণময় এবং খোলামেলা চরিত্র ছিল তাঁর । তাঁর প্রয়াণে বাংলা রাজনীতিতে একটা অপূরণীয় ক্ষতি হল ।"

আরও পড়ুন: Sudipa on Subrata Mukherjee: নাম একই, বাবার মৃত্যুর পর সুব্রতদা বলেছিলেন, আমি তো আছি : সুদীপা

প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার বলেছেন, "বাম জমানায় প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং সুব্রত মুখোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়েই আমাদের জাতীয় কংগ্রেসে যোগদান । 1973 সাল থেকে 1998 সাল পর্যন্ত আমরা একসঙ্গে কংগ্রেস করেছি । সুব্রত মুখোপাধ্যায় একজন দক্ষ সংগঠক এবং স্বাধীনচেতা মনোভাবের মানুষ ছিলেন। রাজনীতিতে একটা যুগের অবসান হল । প্রিয়, সোমেন এবং সুব্রত জুটির সেই যুগ আর থাকল না ।"

সুব্রত-স্মরণ

আরও পড়ুন: Subrata Mukherjee : "আমার প্রিয় সুব্রতদা...", একদা সতীর্থের প্রয়াণে শোকবার্তা অধীরের

আইএনটিটিইউসির প্রবীণ নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অলক চক্রবর্তীর কথায়, "প্রায় দুই দশকেরও বেশি আমরা একসঙ্গে শ্রমিক আন্দোলনে কাজ করেছিলাম । আমার জন্য সুব্রত মুখোপাধ্যায়ের ছিল অবারিত দ্বার । বাংলার চা শ্রমিকদের জন্য জাতীয়তাবাদী ঐক্যবদ্ধ সংগঠিত শ্রমিক আন্দোলনের একপ্রকার জনক বলা যেতে পারে সুব্রত মুখোপাধ্যায়কে । তাঁর হাত ধরেই বাংলার রাজনীতিতে সংগঠিত শ্রমিক আন্দোলনের সূচনা হয়েছিল । উত্তরবঙ্গের রাজনীতিতে তাঁর ভূমিকা ছিল অপরিসীম । যা কোনওদিন ভোলার নয় ।"

আরও পড়ুন : Subrata Mukherjee : কলকাতার মহানাগরিক পদে সুব্রত তৈরি করেছিলেন একাধিক দৃষ্টান্ত

Last Updated : Nov 5, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.