দার্জিলিং, 17 জুলাই: দ্বিতীয় ঢেউ স্তিমিত হওয়ার পর সবে পথে নেমেছেন পর্যটকরা ৷ এর মধ্যে নতুন গেরো করোনার সংক্রান্ত স্বাস্থ্যবিধি ৷ সমস্যা আরটিপিসিআর টেস্ট নিয়ে ৷ কোনও জেলায় প্রবেশের দু'দিন আগে, কোথাও আবার তিন দিন আগে টেস্ট করাতে হবে ৷ 5-7 দিনের ট্যুরে আরটিপিসিআর টেস্টের জাঁতাকলেই দিন ফুরোচ্ছে ৷ লাটে উঠছে প্যাকেজ ট্যুরিজ়ম ৷
নির্দেশিকা অনুযায়ী দার্জিলিংয়ে ঢুকতে গেলে তিনদিন আগের নেগেটিভ রিপোর্ট লাগবে । কালিম্পংয়ের ক্ষেত্রে দু'দিন আগের । পড়শি রাজ্য সিকিমে প্রবেশের দু'দিন আগের রিপোর্ট প্রযোজ্য । এই সব নিয়ে নাজেহাল পর্যটক থেকে ট্যুর অপরেটররা ৷ বিহার থেকে উত্তরবঙ্গে ঘুরতে আসা পর্যটক কিষান কুমারের কথায়, "একেক জায়গায় একেক রকম নিয়ম ৷ নিয়ম অনুযায়ী চলতে গিয়ে ব্লাড টেস্ট করতে করতেই তো দিন চলে যাচ্ছে ৷" আরেক পর্যটক রাজীব ঘোষ বলেন, "আলাদা আলাদা করোনা বিধিতে অসুবিধা হচ্ছে আমাদের মতো পর্যটকদের ৷ একটা সামগ্রিক নিয়ম থাকা উচিত ৷ তাহলে সুবিধা হবে ৷"
এমনটা চলতে থাকতে নতুন করে ধাক্কা খাবে ব্যবসা ৷ বলছেন পর্যটন সংস্থার কর্ণধাররা ৷ হিমালায়ান হসপিটালিটি ট্রাভেল ডেভলপমেন্ট নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "প্রত্যেক জেলায় আলদা নিয়ম জারি হয়েছে । এতে পর্যটকরা বিভ্রান্ত হচ্ছেন । হয়রানির মুখে পড়তে হচ্ছে ।" ইস্টার্ন হিমালায়ান ট্র্যাভেল এন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সদস্য দেবাশিস চক্রবর্তী বলেন, "নির্দেশিকায় বিভ্রান্ত হচ্ছেন পর্যটকরা । উত্তরের জেলাগুলো ও সিকিম সরকারের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান করুক রাজ্য ।"
আরও পড়ুন: জ্বালানির মূল্যবৃদ্ধি, খাঁড়ার ঘা উত্তরের পর্যটন শিল্পে
করোনা আতঙ্কে, ডিজ়েলের চড়া দামে ব্যবসার অবস্থা ভাল নয়, এর মধ্যে নতুন করে পর্যটস্থলগুলির জট পাকানো করোনা বিধিতে নাজেহাল উত্তরবঙ্গের পর্যটন শিল্প ৷