শিলিগুড়ি,১১ জুন: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে ব্ল্যাক ফাংগাস বা মিউকোরমইকোসিস চিকিৎসার রিজিওনাল হবে হিসেবে স্বীকৃতি দিল রাজ্য সরকার । রাজ্যের মধ্যে ব্ল্যাক ফাংগাস চিকিৎসার জন্য স্টেট হাব করা হয়েছে ইনিস্টিটিউট অফ পোস্ট গ্র্রাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইপিজিএমআর)কে । রাজ্যে দু‘টো মাত্র রিজিওনাল হাব করেছে রাজ্য স্বাস্থ্য দফতর । তার মধ্যে দক্ষিণবঙ্গের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ এবং উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে রিজিওনাল হাব করা হয়েছে ।
উত্তরবঙ্গের আট জেলার সরকারি এবং বেসরকারি হাসপাতালে ব্ল্যাক ফাংগাসের সংক্রমিত সমস্ত রোগের চিকিৎসা করা হবে । শুক্রবার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একটি প্রেক্ষাগৃহে ব্ল্যাক ফাংগাসের উপর একটি সেমিনারের আয়োজন করা হয় । সেমিনারে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা, সুপার সঞ্জয় মল্লিক, ডিন সন্দীপ সেনগুপ্ত সহ প্রত্যেক বিভাগের বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন পড়ুয়ারা উপস্থিত ছিলেন । ব্ল্যাক ফাংগাসের যাবতীয় চিকিৎসা করার পরেও যদি কোনও রোগীর প্লাস্টিক সার্জারির প্রয়োজন পড়ে তখন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তৃপক্ষের তরফ থেকেই নিখরচায় সেই রোগীকে এসএসকেএম অথবা আইপিজিএমআরে পাঠানো হবে । এদিনের সেমিনারের মধ্যে দিয়েই ব্ল্যাক ফাংগাসের সংক্রমিত রোগীদের চিকিৎসার একটি রূপরেখা তৈরি করে ফেলেন হাসপাতাল কর্তৃপক্ষ । সেই গাইডলাইন সেমিনারের পর স্বাস্থ্য ভবনে পাঠিয়ে রাজ্য সরকারের তরফে একটি নির্দিষ্ট গাইডলাইন জারি করা হবে ।
আরও পড়ুন: ফের নদী চুরি চাঁচলে, বালি বোঝাই ট্র্যাক্টর আটক মহকুমাশাসকের
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, "উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালকে রিজিওনাল হাব করায় সেইমতো পরিকাঠামো এবং চিকিৎসকদের প্রস্তুত রাখা হচ্ছে । তবে এখনও পর্যন্ত পরিসংখ্যান অনুযায়ী যে পরিমাণ রোগী ব্ল্যাক ফাংগাসে সংক্রমিত হয়েছে তার চেয়ে বেশি পরিমাণ পরিকাঠামো প্রস্তুত রয়েছে ।" ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "সেমিনারের মাধ্যমে প্রত্যেকটি বিভাগের চিকিৎসক এবং পড়ুয়াদের একত্রিত করে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ তৈরি করা হল । এতে ব্ল্যাক ফাংগাসের চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ করা প্রয়োজন হবে তা পরিষ্কার হয়ে যাবে ।"