শিলিগুড়ি, 12 এপ্রিল: আকাশছোঁয়া পেট্রল-ডিজেলের মূল্য । কিন্তু চার বছর ধরে বাড়েনি বেসরকারি বাস ভাড়া (Demand of Bus fare increase)। ফলে রাস্তায় বাস নামানোই দুস্কর হয়ে পড়েছে বাস মালিকদের (private bus problem)। ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে 50 শতাংশ বাস চলাচল । এই অবস্থায় অনশনের হুমকি দিল উত্তরের বাস মালিক ও চালক সংগঠন ।
উত্তরবঙ্গের বিভিন্ন রুটে ইতিমধ্যেই বন্ধ প্রায় 2500 বেসরকারি বাস (North Bengal Bus owners association demands fare increase)। ডিজেলের দাম না কমলে কিংবা ভাড়া বৃদ্ধি না করলে আগামীতে বন্ধ হয়ে যেতে পারে উত্তরবঙ্গের সমস্ত বেসরকারি বাস পরিষেবা । পরিস্থিতি জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ও পরিবহণমন্ত্রীকে চিঠি পাঠাবে উত্তরের সমস্ত বাস মালিক সংগঠন ।
সোমবার, শিলিগুড়ি ইন্টার ডিস্ট্রিক্ট মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে উত্তরবঙ্গের আটটি জেলার বেসরকারি বাস মালিকদের সংগঠন নিয়ে বৈঠক করে নর্থ বেঙ্গল প্যাসেঞ্জার্স ট্রান্সপোর্ট ওনার্স কো অর্ডিনেশন কমিটি । ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী 18 এপ্রিল মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাবে সংগঠন । একইসঙ্গে উত্তরবঙ্গের 33টি বেসরকারি বাস সংগঠনের পক্ষ থেকেও আলাদা চিঠি পাঠানো হবে । চিঠির মধ্যে মূলত দাবি থাকবে, হয় বাসের ভাড়া বৃদ্ধি করতে হবে নয়তো ডিজেলের উপর রাজ্য সরকারকে ছাড় দিতে হবে । চিঠির সদুত্তর না পাওয়া গেলে রিলে অনশনের হুমকি দিয়েছে সংগঠন ।
আরও পড়ুন: Petrol, diesel prices hiked: আরও দামি পেট্রল-ডিজেল, 4 দিনে বাড়ল 2.40 টাকা
প্রায় প্রতিদিন বেড়ে চলেছে পেট্রোপণ্যের মূল্য (petrol diesel price hike)। শিলিগুড়িতে প্রায় 100 ছুঁই ছুঁই ডিজেলের দাম । তাই বাস ভাড়া বৃদ্ধি না পাওয়ায় সমস্যায় রয়েছে বিভিন্ন বাস মালিক সংগঠন । জানা গিয়েছে, পুরো উত্তরবঙ্গে ছোট-বড় রুট মিলিয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার বাস চলাচল করে । যার মধ্যে প্রায় আড়াই হাজার বাস ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে । বালুরঘাট রুটে 250টি বাস চলাচল করে । সবগুলি বাসই এখন বন্ধ । অন্যদিকে, চলতি মাসের ফিটনেস সার্টিফিকেটের টাকা বাড়িয়ে বছরে 15 হাজার 500 টাকা করা হয়েছে । বেড়েছে টোল ট্যাক্সও । এ সব নিয়েই মুখমন্ত্রীর হস্তক্ষেপের দাবি করেছে তারা।
2018 সালে শেষ ভাড়া বেড়েছিল । সংগঠনের সম্পাদক প্রণবকান্তি মানি বলেন, "এভাবে মূল্যবৃদ্ধি হলে উত্তরবঙ্গের সমস্ত বেসরকারি বাস বন্ধ করে দিতে বাধ্য হবেন বাস মালিকরা । কেন্দ্রীয় সরকার যে ভাবে ডিজেলের দাম বাড়াচ্ছে, তাতে বাস চালিয়ে লাভ তো দূরে থাক তেলের টাকাও তুলতে পারছেন না মালিকরা । ফলে এমনিতেই বন্ধ হয়ে গিয়েছে প্রচুর বাস । এ বিষয়ে রাজ্য সরকারের কোনও ভূমিকা নেই । মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি থাকবে, হয় বাস ভাড়া বৃদ্ধি করা হোক, নইলে ডিজেলের মূল্যে ছাড় দেওয়া হোক । তা না হলে আগামীতে আমরা আন্দোলনে নামতে বাধ্য হব ।"
আরও পড়ুন: Fuel Price Hike : এক লাফে 50 টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, মহার্ঘ পেট্রল-ডিজেলও
বাসের কন্ডাক্টর বাপি হোসেন বলেন, "এমনিতেই আমাদের বাসে লোক কম ওঠে । তার উপর ডিজেলের মূল্য বৃদ্ধি হওয়ায় বাস চলছে না । এই অবস্থায় আমাদের না খেতে পেয়ে মরার জোগাড় হয়েছে । কী হবে জানি না ৷"