শিলিগুড়ি, 30 মে : ভরতি প্রক্রিয়া চলাকালীন কলেজে খোলা যাবে না কোনও সহায়তা কেন্দ্র । ভরতি প্রক্রিয়ায় আর্থিক লেনদেন আটকাতেই এই পদক্ষেপ । রাজ্য সরকারের নির্দেশমতো সমস্ত কলেজকে জানিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ।
উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য বলেন, "রাজ্য সরকারের স্পষ্ট গাইডলাইন এসেছে । কলকাতায় বৈঠকেও গেছে সমস্ত কলেজ কর্তৃপক্ষ । আমরা কলেজগুলোকে বলেছি ওই গাইডলাইন মেনেই চলতে হবে । সম্পূর্ণ অনলাইনে ভরতি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে । অনলাইনে নথিপত্র দেখিয়ে ছাত্র ভরতির পরেই তার নথিপত্র যাচাই করা হবে ।"
উপাচার্য বলেন, "সমস্ত কলেজে এই সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হয়েছে । ভরতি প্রক্রিয়ায় নজরদারি চলবে । ভরতির ক্ষেত্রে সকল ছাত্রছাত্রীদের ভরতি নেওয়া হবে । কলেজগুলোতে নির্দিষ্ট আসনের বেশি ছাত্রছাত্রী ভরতি নেওয়া যাবে না ।"