ETV Bharat / state

টয়ট্রেন রক্ষণাবেক্ষণের নয়া পরিকল্পনা, রেলের সঙ্গে বৈঠক UNESCO-র প্রতিনিধিদের

টয়ট্রেনের রক্ষণাবেক্ষণে বাফার জ়োন সহ কম্প্রিহেনসিভ কনজ়ারভেশন ম্যানেজমেন্ট প্ল্যান বা CCMP নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সঙ্গে বৈঠক করল UNESCO ৷ টয়ট্রেনের মতো হেরিটেজের সম্পত্তি তথা আর্কিটেক ভ্যালু রক্ষণাবেক্ষণের জন্যই UNESCO-র সঙ্গে বৈঠকে CCMP-র ভাবনাচিন্তা চলছে ৷

ইউনেস্কোর প্রতিনিধিদের সঙ্গে দার্জিলিং রেলের বৈঠক
author img

By

Published : Sep 14, 2019, 11:17 PM IST

দার্জিলিং, 14 সেপ্টেম্বর : টয়ট্রেনের রক্ষণাবেক্ষণে বাফার জ়োন সহ কম্প্রিহেনসিভ কনজ়ারভেশন ম্যানেজমেন্ট প্ল্যান বা CCMP নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সঙ্গে বৈঠক করল UNESCO ৷ ক্রিস্টোফার ইউংয়ের নেতৃত্বে UNESCO-র সংস্কৃতি বিভাগ ও কর্মসূচি বিশেষজ্ঞ জুনি হানসহ একটি প্রতিনিধিদল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আধিকারিকদের সঙ্গে দার্জিলিংয়ের একটি বিলাসবহুল হোটেলে শুক্র ও শনিবার বৈঠক করে ।

আজ বৈঠক শেষে উত্তর সীমান্ত রেলওয়ের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় বলেন, "বৈঠকে UNESCO-র প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ৷ টয়ট্রেন লাইনচ্যুত হওয়া রুখতে কাজ চলছে ৷ লোহা ও কাঠের স্লিপারের বদলে কংক্রিটের স্লিপার দেওয়ার কাজ চলছে ৷ রেললাইনে বেআইনি দখল, গাড়ি পার্কিং করার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে ৷ রেললাইনে গাড়ি পেলে তা বাজেয়াপ্তও করা হবে ৷" টয়ট্রেনের মতো হেরিটেজের সম্পত্তি তথা আর্কিটেক ভ্যালু রক্ষণাবেক্ষণের জন্যই UNESCO-র সঙ্গে বৈঠকে CCMP-র ভাবনাচিন্তা চলছে ৷

আরও পড়ুন : NRC ইশুতে অসমে বিনয় তামাঙের নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল

সঞ্জীব রায় আরও জানান, টয়ট্রেনের রেললাইনের সঙ্গে সমান্তরালে থাকা হিলকার্ট রোডও ওতপ্রোতভাবে যুক্ত ৷ তাই শুধু রেল নয়, রাজ্য সরকার, বনবিভাগ, GTA ও পৌরসভাকেও স্টেকহোল্ডার হিসাবে কাজ করতে হবে । ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে রেললাইনের বাফার জ়োন নিয়ন্ত্রণ করতে হবে । UNESCO-র তরফে DHR-র ওয়ার্ল্ড হেরিটেজ তকমা প্রত্যাহার করার জল্পনাকে উড়িয়ে সঞ্জীববাবু বলেন, "দার্জিলিংয়ের এই ঐতিহ্যবাহী টয়ট্রেনের জয়রাইড পরিষেবা (ঘুম থেকে দার্জিলিং) খুবই ভালোভাবে চলছে ৷ গত বছরের তুলনায় 50 শতাংশ যাত্রী বেশি হয়েছে ৷ নিউ জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে চলা টয়ট্রেনেও যাত্রীসংখ্যা বেড়েছে ৷ এছাড়া টয়ট্রেনের লাইন পরিষ্কার রাখার বিষয়টিকে প্রশংসা করেছে UNESCO-র প্রতিনিধিরা ৷ পাহাড়ে আন্দোলন চলাকালীন টয়ট্রেনের ক্ষতিগ্রস্ত সোনাদা ও গয়াবাড়ি স্টেশন সংস্কার করা হয়েছে ৷ শীঘ্রই ওই দুই স্টেশন চালু করা হবে ৷ "

দার্জিলিং, 14 সেপ্টেম্বর : টয়ট্রেনের রক্ষণাবেক্ষণে বাফার জ়োন সহ কম্প্রিহেনসিভ কনজ়ারভেশন ম্যানেজমেন্ট প্ল্যান বা CCMP নিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের সঙ্গে বৈঠক করল UNESCO ৷ ক্রিস্টোফার ইউংয়ের নেতৃত্বে UNESCO-র সংস্কৃতি বিভাগ ও কর্মসূচি বিশেষজ্ঞ জুনি হানসহ একটি প্রতিনিধিদল দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আধিকারিকদের সঙ্গে দার্জিলিংয়ের একটি বিলাসবহুল হোটেলে শুক্র ও শনিবার বৈঠক করে ।

আজ বৈঠক শেষে উত্তর সীমান্ত রেলওয়ের জেনেরাল ম্যানেজার সঞ্জীব রায় বলেন, "বৈঠকে UNESCO-র প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন ৷ টয়ট্রেন লাইনচ্যুত হওয়া রুখতে কাজ চলছে ৷ লোহা ও কাঠের স্লিপারের বদলে কংক্রিটের স্লিপার দেওয়ার কাজ চলছে ৷ রেললাইনে বেআইনি দখল, গাড়ি পার্কিং করার ক্ষেত্রে সবাইকে এগিয়ে আসতে হবে ৷ রেললাইনে গাড়ি পেলে তা বাজেয়াপ্তও করা হবে ৷" টয়ট্রেনের মতো হেরিটেজের সম্পত্তি তথা আর্কিটেক ভ্যালু রক্ষণাবেক্ষণের জন্যই UNESCO-র সঙ্গে বৈঠকে CCMP-র ভাবনাচিন্তা চলছে ৷

আরও পড়ুন : NRC ইশুতে অসমে বিনয় তামাঙের নেতৃত্বে মোর্চার প্রতিনিধি দল

সঞ্জীব রায় আরও জানান, টয়ট্রেনের রেললাইনের সঙ্গে সমান্তরালে থাকা হিলকার্ট রোডও ওতপ্রোতভাবে যুক্ত ৷ তাই শুধু রেল নয়, রাজ্য সরকার, বনবিভাগ, GTA ও পৌরসভাকেও স্টেকহোল্ডার হিসাবে কাজ করতে হবে । ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে রেললাইনের বাফার জ়োন নিয়ন্ত্রণ করতে হবে । UNESCO-র তরফে DHR-র ওয়ার্ল্ড হেরিটেজ তকমা প্রত্যাহার করার জল্পনাকে উড়িয়ে সঞ্জীববাবু বলেন, "দার্জিলিংয়ের এই ঐতিহ্যবাহী টয়ট্রেনের জয়রাইড পরিষেবা (ঘুম থেকে দার্জিলিং) খুবই ভালোভাবে চলছে ৷ গত বছরের তুলনায় 50 শতাংশ যাত্রী বেশি হয়েছে ৷ নিউ জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে চলা টয়ট্রেনেও যাত্রীসংখ্যা বেড়েছে ৷ এছাড়া টয়ট্রেনের লাইন পরিষ্কার রাখার বিষয়টিকে প্রশংসা করেছে UNESCO-র প্রতিনিধিরা ৷ পাহাড়ে আন্দোলন চলাকালীন টয়ট্রেনের ক্ষতিগ্রস্ত সোনাদা ও গয়াবাড়ি স্টেশন সংস্কার করা হয়েছে ৷ শীঘ্রই ওই দুই স্টেশন চালু করা হবে ৷ "

Intro:দার্জিলিংয়ে রেলের সঙ্গে বৈঠক ইউনেস্কোর প্রতিনিধিদের, ওয়ার্ল্ড হেরিটেজ টয়ট্রেনের জন্য কম্প্রিহেনসিভ পরিকল্পনা

দার্জিলিং, ১৪ সেপ্টেম্বর: শৈলশহরের গর্বের হেরিটেজ টয়ট্রেনের রক্ষনাবেক্ষনে বাফার জোন সহ কম্প্রিহেনসিভ কনজারভেশন ম্যানেজমেন্ট প্ল্যান বা সিসিএমপি । ১৯৯৯ সালের ডিসেম্বরে দার্জিলিং হিমালয়ান রেলকে ইউনেস্কোর তরফে দেওয়া হেরিটেজ শিরোপা দেওয়া হয় । এই হেরিটেজের সম্পত্তি তথা আর্কিটেক ভ্যালু রক্ষনাবেক্ষনে এই পরিকল্পনা বলে এনএফ রেলের জেনারেল ম্যানেজার সঞ্জীব রায় জানিয়েছেন । তাঁর সঙ্গে ছিলেন কাটিহারের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার রবীন্দ্র কুমার বর্মা । হেরিটেজ কনসালটেন্সি তথা ইউনেস্কোর প্রতিনিধি ড: ক্রিস্টোফার ইউঙয়ের নেতৃত্বে ইউনেস্কোর সংস্কৃতি বিভাগ ও কর্মসূচি বিশেষজ্ঞ জুনি হান সহ ইউনেস্কোর একটি প্রতিনিধি দল ভারতীয় রেল তথা দার্জিলিং হিমালয়ান রেলের আধিকারিকদের সঙ্গে দার্জিলিংয়ের একটি বিলাসবহুল হোটেলে শুক্র ও শনিবার বৈঠক করে ।
Body:শনিবার বৈঠকের শেষে এনএফ রেলের জেনারেল ম্যনেজার সঞ্জীব রায় বলেন, বৈঠকে ইউনেস্কোর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে । দার্জিলিং দার্জিলিং হিমালয়ান রেল বা ডিএইচআরে শুধু টয়ট্রেনের রেললাইনই নয় । রেললাইনের সঙ্গে একসঙ্গে যাওয়া হিলকার্ট রোডও ওতপ্রোতভাবে যুক্ত । তাই শুধু রেল নয়, রাজ্য সরকার, বনবিভাগ ও জিটিএ ও পৌরসভাকেও স্টেকহোল্ডার হিসাবে কাজ করতে হবে । আর্কিটেক ভ্যালু ও প্রাকৃতিক সৌন্দর্য্য বজায় রেখে বাফার জোন নিয়ন্ত্রণ করতে হবে । বিভিন্ন সময়ে টয়ট্রেনের লাইনচ্যুত হওয়া সহ পরিষেবা ও রক্ষনাবেক্ষণ নিয়ে প্রশ্ন ওঠায় ইউনেস্কোর তরফে ডিএইচআরের ওয়ার্ল্ড হেরিটেজ তকমা প্রত্যাহার করে নেয়ার সম্ভবনার জল্পনাকে উড়িয়ে দেন উত্তর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম)। তিনি বলেন, দার্জিলিংয়ের এই বিশ্ব ঐতিয্যবাহী টয়ট্রেনের জয়রাইড পরিষেবা (ঘুম থেকে দার্জিলিং) খুবই ভালভাবে চলছে । গতবছরের তুলনায় ৫০ শতাংশ যাত্রী বেশি হয়েছে । এনজেপি ও দার্জিলিংয়ের মধ্যে চলা টয়ট্রেনেও যাত্রীসংখ্যা বেড়েছে । এছাড়া টয়ট্রেনের লাইন সাফ রাখার বিষয়টি ইউনেস্কোর প্রতিনিধিদের প্রশংসা কুড়িয়েছে । পাহাড়ে আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত টয়ট্রেনের সোনাদা ও গয়াবাড়ি রেলস্টেশনটির সংস্কার করা হয়েছে । শীঘ্রই তা চালু করা হবে ।
Conclusion:টয়ট্রেন লাইনচ্যুত রুখতে কাজ চলছে । লোহা ও কাঠের স্লিপারের বদলে কংক্রিটের স্লিপার দেওয়ার কাজ চলছে । রেললাইনে বেআইনি দখল, গাড়ি পার্কিং নিয়ে সবাইকে এগিয়ে এসে একযোগে কাজ করার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি । রেললাইনে গাড়ি পেলে তা বাজেয়াপ্ত করার কথা বলেন তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.