ETV Bharat / state

NJP to Darjeeling Toy Train : পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা

গত 19 অক্টোবর কার্শিয়াংয়ের কাছে মহানদীতে 55 নং জাতীয় সড়কে প্রবল বৃষ্টির কারণে বড়সড় ধস নামে (Toy Train Service interrupted due to landslide incident)। ঘটনার জেরে টয়ট্রেনের লাইনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং খাদে পড়ে যায়।

NJP to Darjeeling Toy Train
পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা
author img

By

Published : Jan 24, 2022, 9:11 PM IST

দার্জিলিং, 24 জানুয়ারি : শীতের দার্জিলিং আর টয়ট্রেন বরাবরই নৈসর্গিক ভ্রমণপিপাসুদের কাছে ৷ কত চিত্রপরিচালক যে এর টানে শৈলরানিতে ছুটে এসেছেন তার ইয়ত্তা নেই ৷ কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকে মহানন্দায় ধসের কারণে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং বিখ্যাত টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল ৷ তিনমাস অপেক্ষার পর সোমবার পুনরায় চালু হল তা (New Jalpaiguri to Darjeeling Toy Train Service restarted after three months) ৷

করোনা আবহে এমনিতেই বন্ধ বিভিন্ন পর্যটন কেন্দ্র ৷ এর মধ্যে টয়ট্রেন পরিষেবা বন্ধে যেন খাঁড়ার ঘা নেমে এসেছিল পর্যটন ব্যবসায় ৷ পুনরায় কু ঝিক-ঝিক শব্দ কানে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ব্যবসায়ীমহলে ৷

গত 19 অক্টোবর কার্শিয়াংয়ের কাছে মহানদীতে 55 নং জাতীয় সড়কে প্রবল বৃষ্টির কারণে বড়সড় ধস নামে (Toy Train Service interrupted due to landslide incident)। ঘটনার জেরে টয়ট্রেনের লাইনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং খাদে পড়ে যায়। স্বাভাবিকভাবেই শীতের ভরা মরশুমে বন্ধ রাখতে হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলের বিখ্যাত এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। তবে পর্যটকদের স্বার্থে এতদিন বিকল্প ব্যবস্থা চালু রেখেছিল ডিএইচআর (Darjeeling Himalayan Railway)। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাসে কার্শিয়াং, সেখান থেকে টয়ট্রেনে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পর্যটকদের।

পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা

আরও পড়ুন : Jagdeep Dhankhar : দার্জিলিং সফরের মাঝেই সস্ত্রীক টয় ট্রেন ভ্রমণ রাজ্যপালের

গত শুক্রবার পরিষেবা স্বাভাবিক হলেও বুকিংয়ে সাড়া মিলছে না এখনও ৷ তবে শীতের দার্জিলিংয়ে শীঘ্রই কদর বাড়বে টয়ট্রেনের, আশায় দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে ৷

দার্জিলিং, 24 জানুয়ারি : শীতের দার্জিলিং আর টয়ট্রেন বরাবরই নৈসর্গিক ভ্রমণপিপাসুদের কাছে ৷ কত চিত্রপরিচালক যে এর টানে শৈলরানিতে ছুটে এসেছেন তার ইয়ত্তা নেই ৷ কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকে মহানন্দায় ধসের কারণে নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং বিখ্যাত টয়ট্রেন পরিষেবা বন্ধ ছিল ৷ তিনমাস অপেক্ষার পর সোমবার পুনরায় চালু হল তা (New Jalpaiguri to Darjeeling Toy Train Service restarted after three months) ৷

করোনা আবহে এমনিতেই বন্ধ বিভিন্ন পর্যটন কেন্দ্র ৷ এর মধ্যে টয়ট্রেন পরিষেবা বন্ধে যেন খাঁড়ার ঘা নেমে এসেছিল পর্যটন ব্যবসায় ৷ পুনরায় কু ঝিক-ঝিক শব্দ কানে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ব্যবসায়ীমহলে ৷

গত 19 অক্টোবর কার্শিয়াংয়ের কাছে মহানদীতে 55 নং জাতীয় সড়কে প্রবল বৃষ্টির কারণে বড়সড় ধস নামে (Toy Train Service interrupted due to landslide incident)। ঘটনার জেরে টয়ট্রেনের লাইনের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং খাদে পড়ে যায়। স্বাভাবিকভাবেই শীতের ভরা মরশুমে বন্ধ রাখতে হয় উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলের বিখ্যাত এনজেপি থেকে দার্জিলিং টয়ট্রেন পরিষেবা। তবে পর্যটকদের স্বার্থে এতদিন বিকল্প ব্যবস্থা চালু রেখেছিল ডিএইচআর (Darjeeling Himalayan Railway)। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাসে কার্শিয়াং, সেখান থেকে টয়ট্রেনে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হচ্ছিল পর্যটকদের।

পর্যটনমহলে স্বস্তি দিয়ে পুনরায় চালু হল এনজেপি-দার্জিলিংয়ের টয়ট্রেন পরিষেবা

আরও পড়ুন : Jagdeep Dhankhar : দার্জিলিং সফরের মাঝেই সস্ত্রীক টয় ট্রেন ভ্রমণ রাজ্যপালের

গত শুক্রবার পরিষেবা স্বাভাবিক হলেও বুকিংয়ে সাড়া মিলছে না এখনও ৷ তবে শীতের দার্জিলিংয়ে শীঘ্রই কদর বাড়বে টয়ট্রেনের, আশায় দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.