শিলিগুড়ি, 23 এপ্রিল : নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের মুকুটে জুড়ল নতুন পালক । ভারত-বাংলাদেশের মধ্যে নতুন ট্রেন পরিষেবা খুব দ্রুত শুরু হওয়ার কথা । এরাজ্যের নিউ জলপাইগুড়ি ও বাংলাদেশের ঢাকার মধ্যে চলবে নতুন মিতালি এক্সপ্রেস । ভারত-বাংলাদেশের মধ্যে বাণিজ্য এবং যাত্রী পরিবহণের সুবিধার্থে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মিতালি এক্সপ্রেসের জন্য নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে ইমিগ্রেশন চেকপোস্ট হিসেবে যুক্ত করা হল (new immigration check post at NJP)। স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তে খুশি পর্যটক থেকে ব্যবসায়ী সকলে । ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবার জন্য তিনটি রেলওয়ে চেকপোস্ট তৈরির ঘোষণা আগেই করা হয়েছিল । সেগুলি হল চিৎপুর, গেদে এবং হরিদাসপুর । এবার সেই তালিকায় যুক্ত হল এনজেপি রেল স্টেশন ।
জানা গিয়েছে, এই স্টেশনগুলির চেকপোস্ট অভিবাসন বিভাগ দ্বারা পরিচালিত হবে । এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে চেকপোস্ট করা হল । এটি একটি অনুমোদিত ইমিগ্রেশন চেকপোস্ট, যা ভারতে প্রবেশ এবং প্রস্থান করার জন্য বৈধ ভ্রমণ নথি থাকা সমস্ত শ্রেণির যাত্রীদের জন্য পরিষেবা প্রদান করবে । নিউ জলপাইগুড়ি রেল স্টেশনটি জলপাইগুড়ি জেলার ব্যুরো অফ ইমিগ্রেশন বিভাগের চিফ ইমিগ্রেশন অফিসারের তত্ত্বাবধানে চলবে । তাঁকেই ওই স্টেশনের ‘সিভিল অথরিটি’ হিসাবে নিয়োগ করা হয়েছে ।
আরও পড়ুন : দুরত্ব কমছে দুই বাংলার, এনজেপি-ঢাকা রুটে চালু হচ্ছে মিতালি এক্সপ্রেস
করোনা সংক্রমণের কারণে দীর্ঘ প্রায় 2 বছর ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রেন চলাচল বন্ধ ছিল । সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ফের ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা চালু করার অনুমোদন দিয়েছে । বিদেশ মন্ত্রক, ভারতীয় রেল, ইমিগ্রেশন ব্যুরো এবং দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রধানদের ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা পুনরায় চালু করার জন্য প্রস্তুতি শুরু করতে বলা হয়েছে । নিরাপত্তা, স্বাস্থ্য পরিকাঠামো এবং রেলের প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি দ্রুত সম্পন্ন করার জন্য বলা হয়েছে । এছাড়াও ট্রানজিট পয়েন্ট হিসেবে চিৎপুর, গেদে এবং হরিদাসপুরের সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের স্বরাষ্ট্র মন্ত্রক পুনরায় কাজ শুরু করার নির্দেশ দিয়েছে । কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি ব্যবসায়ী ও পর্যটকরা ।