শিলিগুড়ি,14 এপ্রিল: বাংলা নতুন বছর উপলক্ষ্যে পর্যটকদের জন্য উপহার নিয়ে এল বেঙ্গল সাফারি পার্ক কর্তৃপক্ষ (Bengal Safari Park)। অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য আর ছুটে যেতে হবে না অন্য কোথাও । বেঙ্গল সাফারি পার্কেই এবার অ্যাডভেঞ্চারের সুযোগ মিলবে পর্যটকদের।
বরাবরই উত্তরবঙ্গের পর্যটনে পর্যটকদের প্রিয় স্থান বেঙ্গল সাফারি পার্ক । ঘন জঙ্গল, বাহারি গাছ, রকমারি পাখি আর বিভিন্ন প্রজাতির প্রাণী । জঙ্গল সাফারি পার্ক সারা বছরই ভীড়ে ঠাসা থাকে । আট থেকে আশি প্রত্যেকের চাহিদার তালিকায় নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমেল পার্ক বা বেঙ্গল সাফারি পার্ক । এই পার্ক উত্তরের পর্যটনে আলাদা মাত্রা এনে দিয়েছে। আর এবার সেই উত্তেজনার পারদ একমাত্রা বাড়িয়ে দিল পার্ক কর্তৃপক্ষ । পয়লা বৈশাখ থেকেই বেঙ্গল সাফারি পার্কে চালু হচ্ছে জিপ লাইন ও বার্মা ব্রিজ। শুধু তাই নয়, পরবর্তীতে চালু করা হবে স্কাই সাইক্লিন ও রক ওয়াল ক্লাইম্বিং । তার জন্য প্রায় 14 লক্ষ টাকা বরাদ্দ করেছে পার্ক কর্তৃপক্ষ ।
জিপ লাইনের দু'টো বিভাগ রয়েছে। একটি ছোট জিপ লাইন। সেটি 56 মিটার লম্বা,আরেকটি লম্বা জিপ লাইন। সেটি 76 মিটার । ইতিমধ্যে ওই দু'টির নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে জু অথরিটি । পাশাপাশি সম্পন্ন হয়েছে ট্রায়াল রানও। তিনটি একসঙ্গে চড়তে হলে কম্বো প্যাকে খরচ হবে তিনশো টাকা । আর কেউ যদি একটি চড়তে চান, তবে তারও ব্যবস্থা করে রেখেছে কর্তৃপক্ষ । যে কোনও একটি চড়তে খরচ হবে একশো টাকা মাত্র। আর সমস্ত টিকিট অনলাইনে বুকিং করতে পারবেন পর্যটকরা। তবে 12 বছরের উর্ধ্বে ওই অ্যাডভেঞ্চার স্পোর্টস চড়া যাবে।
আরও পড়ুন : চিকিৎসা চলাকালীন বেঙ্গল সাফারিতে মৃত এক ক্যাঙারু
অ্যাডভেঞ্চার ট্যুরিজমে আলাদা মাত্রা এনেদিল এই পার্কে । বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর দাওয়া শেরপা বলেন, "অ্যাডভেঞ্চার স্পোর্টস পছন্দ করে এমন পর্যটকদের জন্য ওই দু'টি স্পোর্টস চালু করা হল। আগামীতে আরও দু'টি আমাদের চালু করার কথা রয়েছে । সেজন্য কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে । টিকিট পর্যটকরা অনলাইনেও কাটতে পারবেন । এতে পর্যটকদের আকর্ষণ আরও বাড়বে। "