শিলিগুড়ি, ১০ মার্চ : BJP-তে যোগ দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। আজ এক দলীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলার BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
সাংবাদিকদের অর্কদীপ বলেন, "প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। দেশজুড়ে যে কর্মযজ্ঞ চলছে, তাতে যে কোনও হতাশাগ্রস্ত মানুষের মনে আশার সঞ্চার হতে পারে। আমার সঙ্গেও তাই হয়েছে। তাছাড়া, আমার মনে হয়েছে সাধারণ মানুষের জন্য কিছু করা দরকার। আর একমাত্র BJP-তেই মানুষের জন্য কিছু করার সৎ চেষ্টা দেখতে পেয়েছি। এখনকার দিনে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব মানুষের প্রাথমিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। এই চাহিদা একমাত্র BJP পূরণ করতে পারে। তাই আমি BJP-কে বেছে নিয়েছি।"
এদিকে, অশোক ভট্টাচার্যর বিষয়ে জিজ্ঞাসা করা হলে অর্কদীপ বলেন, "আমার মনে হয় না তিনি কোনও আপত্তি জানাবেন। কারণ জেঠুর যিনি জেঠু ছিলেন তিনি কংগ্রেসপন্থী ছিলেন। কিন্তু জেঠু সেই মতাদর্শ থেকে বেরিয়ে CPI(M)-এ যোগ দেন। তখন তিনি পারিবারিক দিক থেকে কোনও সমস্যার সম্মুখীন হননি। তাই আমিও আশা করছি আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।"