ETV Bharat / state

অশোক ভট্টাচার্যর ভাইপো BJP-তে - bjp

BJP-তে যোগ দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য।

BJP-র দলীয় পতাকা হাতে অর্কদীপ
author img

By

Published : Mar 10, 2019, 9:30 PM IST

শিলিগুড়ি, ১০ মার্চ : BJP-তে যোগ দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। আজ এক দলীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলার BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

সাংবাদিকদের অর্কদীপ বলেন, "প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। দেশজুড়ে যে কর্মযজ্ঞ চলছে, তাতে যে কোনও হতাশাগ্রস্ত মানুষের মনে আশার সঞ্চার হতে পারে। আমার সঙ্গেও তাই হয়েছে। তাছাড়া, আমার মনে হয়েছে সাধারণ মানুষের জন্য কিছু করা দরকার। আর একমাত্র BJP-তেই মানুষের জন্য কিছু করার সৎ চেষ্টা দেখতে পেয়েছি। এখনকার দিনে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব মানুষের প্রাথমিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। এই চাহিদা একমাত্র BJP পূরণ করতে পারে। তাই আমি BJP-কে বেছে নিয়েছি।"

এদিকে, অশোক ভট্টাচার্যর বিষয়ে জিজ্ঞাসা করা হলে অর্কদীপ বলেন, "আমার মনে হয় না তিনি কোনও আপত্তি জানাবেন। কারণ জেঠুর যিনি জেঠু ছিলেন তিনি কংগ্রেসপন্থী ছিলেন। কিন্তু জেঠু সেই মতাদর্শ থেকে বেরিয়ে CPI(M)-এ যোগ দেন। তখন তিনি পারিবারিক দিক থেকে কোনও সমস্যার সম্মুখীন হননি। তাই আমিও আশা করছি আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।"

শিলিগুড়ি, ১০ মার্চ : BJP-তে যোগ দিলেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্যর ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। আজ এক দলীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দার্জিলিং জেলার BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

সাংবাদিকদের অর্কদীপ বলেন, "প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়েছি। দেশজুড়ে যে কর্মযজ্ঞ চলছে, তাতে যে কোনও হতাশাগ্রস্ত মানুষের মনে আশার সঞ্চার হতে পারে। আমার সঙ্গেও তাই হয়েছে। তাছাড়া, আমার মনে হয়েছে সাধারণ মানুষের জন্য কিছু করা দরকার। আর একমাত্র BJP-তেই মানুষের জন্য কিছু করার সৎ চেষ্টা দেখতে পেয়েছি। এখনকার দিনে শিক্ষা, স্বাস্থ্য, বেকারত্ব মানুষের প্রাথমিক চাহিদা হয়ে দাঁড়িয়েছে। এই চাহিদা একমাত্র BJP পূরণ করতে পারে। তাই আমি BJP-কে বেছে নিয়েছি।"

এদিকে, অশোক ভট্টাচার্যর বিষয়ে জিজ্ঞাসা করা হলে অর্কদীপ বলেন, "আমার মনে হয় না তিনি কোনও আপত্তি জানাবেন। কারণ জেঠুর যিনি জেঠু ছিলেন তিনি কংগ্রেসপন্থী ছিলেন। কিন্তু জেঠু সেই মতাদর্শ থেকে বেরিয়ে CPI(M)-এ যোগ দেন। তখন তিনি পারিবারিক দিক থেকে কোনও সমস্যার সম্মুখীন হননি। তাই আমিও আশা করছি আমাকে কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।"

Intro:বিজেপিতে যোগ দিল অশোকের ভাইপো!

শিলিগুড়ি, ১০ মার্চঃ লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র তথা বাম নেতা অশোক ভট্টাচার্যের ভাইপো অর্কদীপ ভট্টাচার্য। আজ এক দলীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার হাতে দলীয় পতকা তুলে দেন দার্জিলিং জেলার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।

বাম ঘরানায় ছোট থেকে বড় হয়েছে অর্কদীপ। সেক্ষেত্রে ছাত্র জীবনের পর কর্মজীবনে পা রেখেও এসএফআইয়ের প্রতি ঝোঁক ছিল তার। এছাড়াও বাম ঘরানায় বেড়ে ওঠার কারণে বামপন্থী আর্দশে অনুপ্রানিত ছিলেন অর্কদীপ। যদিও বর্তমান সময়ে কেন্দ্রের শাসকদল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর্দশে ও কাজে অনুপ্রানিত হয়ে ওঠেন তিনি। এরপরেই যোগ দেন বিজেপিতে।

সংবাদমাধ্যমের সামনে অর্কদীপ বলেন, মানুষের মূল চাহিদা পূরণ করতে পারছে না কোন দলই। বর্তমানে শিক্ষা ও কর্ম সংস্থানের বিশেষ প্রয়োজন। যা একমাত্র বিজেপি করতে পারে। তাই কিছু করার লক্ষ্যে বিজেপিতে যোগ দিলাম। তার আরও বক্তব্য, আমার জেঠুর বাবা কংগ্রেস ঘরানার লোক ছিলেন। তবে জেঠু বাম ঘরণার। সেক্ষেত্রে যেহেতু কোন বিবাদ ছিল না আশা করি আমার ক্ষেত্রেও কোন বিবাদ হবে না।

এবিষয়ে, অশোক ভট্টাচার্যের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.