ETV Bharat / state

Naxalbari Tribal Murder Protest: আদিবাসী খুনের প্রতিবাদে রণক্ষেত্র নকশালবাড়ি ! বাড়িতে আগুন, অবরুদ্ধ জাতীয় সড়ক - Tribal Murder Protest

বুধবার সকাল থেকে রণক্ষেত্রের চেহারার নিল নকশালবাড়ির বড় ঝরুজোত এলাকা ৷ আদিবাসী ব্যক্তিকে খুনের প্রতিবাদে ও অভিযুক্তের গ্রেফতারির দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা ৷ পাশাপাশি, এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷

Naxalbari Tribal Murder Protest ETV BHARAT
Naxalbari Tribal Murder Protest
author img

By

Published : Jun 21, 2023, 6:35 PM IST

আদিবাসী খুনের প্রতিবাদে রণক্ষেত্র নকশালবাড়ি

শিলিগুড়ি, 21 জুন: গাড়ি পার্কিং ঘিরে বচসা ৷ আর তার জেরে এক আদিবাসী ব্যক্তিকে খুনের অভিযোগ শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি এলাকায় ৷ মঙ্গলবার রাতের ওই ঘটনার রেষ গিয়ে পড়ল সাধারণ মানুষের উপর ৷ অভিযোগ বুধবার সকালে প্রতিবাদের নামে প্রায় 30-40টি বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ এমনকি কয়েকটি বাড়িতে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তীর-ধনুক নিয়ে ও টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ৷ পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে শিলিগুড়ি পুলিশের বিশাল বাহিনী ও ব়্যাফ নামানো হয়েছে ৷ আদিবাসীদের শান্ত করতে ময়দানে নেমেছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি ৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নকশালবাড়ি ব্লকের মুরিবস্তি এলাকায় রেললাইনের ধার থেকে সুধীর নাগাশিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, গাড়ি পার্কিং করা নিয়ে সামান্য বচসার জেরে এলাকারই দুষ্কৃতীরা খুন করে ওই ব্যক্তিকে ৷ এরপরই বুধবার সকাল থেকে অভিযুক্তদের শাস্তির দাবিতে হাতিঘিসা এলাকায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা ৷ তীর-ধনুক হাতে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা ৷ অভিযোগ, বিক্ষোভকারীরা পাশের বড় ঝরুজোত এলাকার গ্রামে একাধিক বাড়িতে প্রথমে ভাঙচুর করে ৷ এরপর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ যার জেরে এলাকা রণক্ষেত্রের আকার নেয় ৷

খবর পেয়ে দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ এবং ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্তের নেতত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷ ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং সহ-সভাধিপতি রোমা রেশমি এক্কা ৷ এ দিন তাঁরা পুরো এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তাঁরা ৷ পুলিশও গ্রামবাসীদের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা করেছে ৷ দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পরিস্থিতি উত্তপ্ত থাকায় গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ বসানো হয়েছে পুলিশ পিকেটিং ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে কালিয়াচকে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

সুধীর নাগাশিয়াকে খুনে ঘটনায় গ্রামবাসী অরবিন্দ কেরকাট্টা বলেন, "অমানবিকভাবে 4 বছরের শিশুর সামনে বাবাকে খুন করা হয়েছে ৷ এর আগেও দুষ্কৃতীদের উৎপাত ছিল ৷ কিন্তু, এভাবে কাউকে খুন করা হবে, তা মেনে নেওয়া যায় না ৷ সেজন্য এই বিক্ষোভ ৷" শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ-সভাধিপতি রোমা রেশমি এক্কা বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ এভাবে দুষ্কৃতীরা সামান্য কারণে একজনকে খুন করবে, তা মেনে নেওয়া যায় না ৷ একজন আদিবাসীকে খুন করায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা ৷ পুলিশ যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে সেই আবেদন করা হয়েছে ৷"

আরও পড়ুন: পথ অবরোধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক 5

তবে, যাঁদের বাড়িতে গ্রামবাসীরা হামলা চালিয়েছে, তাঁরা পুরো ঘটনায় হতবাক ৷ তেমনি একজন বাসিন্দা সুচিত্রা বর্মন বলেন, "আমরা বাড়িতে ছিলাম ৷ কিছুই জানি না ৷ আচমকা দলে দলে লোক এসে ঘরে ঢুকে পড়ল ৷ গোটা বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ সোনা-গয়না সব লুঠ করে নিয়ে গেছে ৷"

আদিবাসী খুনের প্রতিবাদে রণক্ষেত্র নকশালবাড়ি

শিলিগুড়ি, 21 জুন: গাড়ি পার্কিং ঘিরে বচসা ৷ আর তার জেরে এক আদিবাসী ব্যক্তিকে খুনের অভিযোগ শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি এলাকায় ৷ মঙ্গলবার রাতের ওই ঘটনার রেষ গিয়ে পড়ল সাধারণ মানুষের উপর ৷ অভিযোগ বুধবার সকালে প্রতিবাদের নামে প্রায় 30-40টি বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ এমনকি কয়েকটি বাড়িতে প্রতিবাদে সামিল গ্রামবাসীরা আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ তীর-ধনুক নিয়ে ও টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ৷ পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে শিলিগুড়ি পুলিশের বিশাল বাহিনী ও ব়্যাফ নামানো হয়েছে ৷ আদিবাসীদের শান্ত করতে ময়দানে নেমেছেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি এবং সহ-সভাধিপতি ৷

উল্লেখ্য, মঙ্গলবার রাতে নকশালবাড়ি ব্লকের মুরিবস্তি এলাকায় রেললাইনের ধার থেকে সুধীর নাগাশিয়া নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ অভিযোগ, গাড়ি পার্কিং করা নিয়ে সামান্য বচসার জেরে এলাকারই দুষ্কৃতীরা খুন করে ওই ব্যক্তিকে ৷ এরপরই বুধবার সকাল থেকে অভিযুক্তদের শাস্তির দাবিতে হাতিঘিসা এলাকায় এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীরা ৷ তীর-ধনুক হাতে জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে তারা ৷ অভিযোগ, বিক্ষোভকারীরা পাশের বড় ঝরুজোত এলাকার গ্রামে একাধিক বাড়িতে প্রথমে ভাঙচুর করে ৷ এরপর কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয় ৷ যার জেরে এলাকা রণক্ষেত্রের আকার নেয় ৷

খবর পেয়ে দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ এবং ডিএসপি (গ্রামীণ) অচিন্ত্য গুপ্তের নেতত্বে বিশাল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ৷ ঘটনাস্থলে যান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং সহ-সভাধিপতি রোমা রেশমি এক্কা ৷ এ দিন তাঁরা পুরো এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন ৷ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন তাঁরা ৷ পুলিশও গ্রামবাসীদের ক্ষোভ চাপা দেওয়ার চেষ্টা করেছে ৷ দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পরিস্থিতি উত্তপ্ত থাকায় গ্রামে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে ৷ বসানো হয়েছে পুলিশ পিকেটিং ৷

আরও পড়ুন: পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যুতে কালিয়াচকে উত্তেজনা, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

সুধীর নাগাশিয়াকে খুনে ঘটনায় গ্রামবাসী অরবিন্দ কেরকাট্টা বলেন, "অমানবিকভাবে 4 বছরের শিশুর সামনে বাবাকে খুন করা হয়েছে ৷ এর আগেও দুষ্কৃতীদের উৎপাত ছিল ৷ কিন্তু, এভাবে কাউকে খুন করা হবে, তা মেনে নেওয়া যায় না ৷ সেজন্য এই বিক্ষোভ ৷" শিলিগুড়ি মহকুমা পরিষদের সহ-সভাধিপতি রোমা রেশমি এক্কা বলেন, "খুবই দুঃখজনক ঘটনা ৷ এভাবে দুষ্কৃতীরা সামান্য কারণে একজনকে খুন করবে, তা মেনে নেওয়া যায় না ৷ একজন আদিবাসীকে খুন করায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসীরা ৷ পুলিশ যাতে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে সেই আবেদন করা হয়েছে ৷"

আরও পড়ুন: পথ অবরোধে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক 5

তবে, যাঁদের বাড়িতে গ্রামবাসীরা হামলা চালিয়েছে, তাঁরা পুরো ঘটনায় হতবাক ৷ তেমনি একজন বাসিন্দা সুচিত্রা বর্মন বলেন, "আমরা বাড়িতে ছিলাম ৷ কিছুই জানি না ৷ আচমকা দলে দলে লোক এসে ঘরে ঢুকে পড়ল ৷ গোটা বাড়িতে ভাঙচুর চালানো হয় ৷ সোনা-গয়না সব লুঠ করে নিয়ে গেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.