ETV Bharat / state

পাচারের ছক বানচাল, শিলিগুড়ি থেকে উদ্ধার 4 কোটি টাকার বেশি সোনা - শিলিগুড়ি

গাড়িটি তাল্লাশি করে মোট 8 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে ৷ 166 গ্রাম ওজনের মোট 50টি সোনার বাট উদ্ধার করা হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা ৷ ইন্দো-মায়ানমারের ‘মোরেহ’ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ওই সোনা ৷ সেখান থেকে সড়ক পথে প্রথমে অসমে আনা হয় ৷ তারপর হাতবদল করে ওই সোনা শিলিগুড়ি করিডর দিয়ে উত্তরপ্রদেশে পাচার করার কথা ছিল ৷

সোনা পাচারের ছক বানচাল
সোনা পাচারের ছক বানচাল
author img

By

Published : Jul 20, 2021, 4:34 PM IST

শিলিগুড়ি, 20 জুলাই : বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ৷ শিলিগুড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা ৷ গাড়ির সামনের সিটের নীচে আলাদা একটি চেম্বার তৈরি করে সোনা পাচার হচ্ছিল ৷ ঘটনায় উত্তরপ্রদেশের দু’জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা ৷ দুই ধৃতের নাম রাকেশ কুমার ও রমেশকুমার শুক্লা ৷

ডিআরআই সূত্রে খবর, গাড়িটি তাল্লাশি করে মোট 8 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে ৷ 166 গ্রাম ওজনের মোট 50টি সোনার বাট উদ্ধার করা হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা ৷ ইন্দো-মায়ানমারের ‘মোরেহ’ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ওই সোনা ৷ সেখান থেকে সড়ক পথে প্রথমে অসমে আনা হয় ৷ তারপর হাতবদল করে ওই সোনা শিলিগুড়ি করিডর দিয়ে উত্তরপ্রদেশে পাচার করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই সেই ছক বানচাল করে ডিআরআই ৷

আরও পড়ুন : মহেশতলায় নারকেল তেল তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে 9টি ইঞ্জিন

মঙ্গলবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয় । চলতি মাসের 8 জুলাই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের তরফে অভিযান চালানো হয়েছিল । শিলিগুড়ির বর্ধমান রোড থেকে মহারাষ্ট্রের এক বাসিন্দাকে অসম থেকে সোনা পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । তার কাছ থেকেও ছ‘টি সোনার বিস্কুট উদ্ধার করেছিল আধিকারিকেরা ।

শিলিগুড়ি, 20 জুলাই : বড়সড় সাফল্য পেল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগ ৷ শিলিগুড়িতে অভিযান চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ সোনা ৷ গাড়ির সামনের সিটের নীচে আলাদা একটি চেম্বার তৈরি করে সোনা পাচার হচ্ছিল ৷ ঘটনায় উত্তরপ্রদেশের দু’জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় রাজস্ব বিভাগের গোয়েন্দারা ৷ দুই ধৃতের নাম রাকেশ কুমার ও রমেশকুমার শুক্লা ৷

ডিআরআই সূত্রে খবর, গাড়িটি তাল্লাশি করে মোট 8 কেজি 300 গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে ৷ 166 গ্রাম ওজনের মোট 50টি সোনার বাট উদ্ধার করা হয়েছে ৷ যার আনুমানিক বাজারমূল্য চার কোটি টাকা ৷ ইন্দো-মায়ানমারের ‘মোরেহ’ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে ওই সোনা ৷ সেখান থেকে সড়ক পথে প্রথমে অসমে আনা হয় ৷ তারপর হাতবদল করে ওই সোনা শিলিগুড়ি করিডর দিয়ে উত্তরপ্রদেশে পাচার করার কথা ছিল ৷ কিন্তু তার আগেই সেই ছক বানচাল করে ডিআরআই ৷

আরও পড়ুন : মহেশতলায় নারকেল তেল তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে 9টি ইঞ্জিন

মঙ্গলবার তাদের শিলিগুড়ি আদালতে তোলা হয় । চলতি মাসের 8 জুলাই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা বিভাগের তরফে অভিযান চালানো হয়েছিল । শিলিগুড়ির বর্ধমান রোড থেকে মহারাষ্ট্রের এক বাসিন্দাকে অসম থেকে সোনা পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল । তার কাছ থেকেও ছ‘টি সোনার বিস্কুট উদ্ধার করেছিল আধিকারিকেরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.