ETV Bharat / state

NRC-র প্রতিবাদে পাহাড়ে মিছিল মোর্চার - NRC প্রতিবাদে পাহাড়ে মিছিল মোর্চার

এই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী 10 সেপ্টেম্বর পাহাড় সহ তরাইতে পোস্টারিং করবে যুব মোর্চা । 9 সেপ্টেম্বর দার্জিলিং ও কালিম্পং-দুই জেলার জেলা শাসক ও SDO, BDO-দের স্মারকলিপি দেবে নারী মোর্চা । 12 সেপ্টেম্বর দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিকে প্রতিবাদ মিছিল করবে তারা ।

বিনয় তামাং
author img

By

Published : Sep 4, 2019, 11:28 PM IST

Updated : Sep 4, 2019, 11:47 PM IST

শিলিগুড়ি, 4 সেপ্টেম্বর : অসমে NRC ইশুর প্রতিবাদে 12 সেপ্টেম্বর পাহাড় ও তরাই অঞ্চলে মিছিল করবে দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা । আজ দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের ম্যারাথন বৈঠকের পর একথা ঘোষণা করলেন মোর্চা সভাপতি বিনয় তামাং ৷ তাঁর কথায়, "NRC-এর বিরুদ্ধে আমরা নই । কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে অসমে এটা করা হল তার প্রতিবাদ করছি আমরা ।"

এই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী 10 সেপ্টেম্বর পাহাড় সহ তরাইতে পোস্টারিং করবে যুব মোর্চা । 9 সেপ্টেম্বর দার্জিলিং ও কালিম্পং-দুই জেলার জেলা শাসক ও SDO, BDO-দের স্মারকলিপি দেবে নারী মোর্চা । 12 সেপ্টেম্বর দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং ও মিরিকে প্রতিবাদ মিছিল করবে তারা । আজ GULF-এর সভানেত্রী ঋষিকা ছেত্রী মোর্চাতে যোগ দেন । আজ নারী মোর্চাকে ঢেলে সাজাতে আরও তিনজনকে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সামিল করা হয় ।

এ বিষয়ে বিমল তামাং বলেন, "অসমে NRC-র জেরে অনেক গোর্খার নাম বাদ পড়েছে ৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ৷ এছাড়াও পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে NRC রুখতে আমাদের এই কর্মসূচি । NRC-র জেরে অসমের শোনিতপুর, বকসা সহ যে সব জায়গায় গোর্খারা বেশি ক্ষতিগ্রস্ত সেই তিন জেলায় শীঘ্রই 14 সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যাবে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ নিয়ে কৌশল ঠিক করা হবে । এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে ।"


নথি অনুযায়ী এখনও পর্যন্ত পাহাড়ে আন্দোলন করতে গিয়ে 1247 জনের মৃত্যু হয়েছে । তাদের এমন পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয় । এছাড়াও GTA-র ডিলিমিটেশন,জমির অধিকার সহ অন্য বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হয় ।

শিলিগুড়ি, 4 সেপ্টেম্বর : অসমে NRC ইশুর প্রতিবাদে 12 সেপ্টেম্বর পাহাড় ও তরাই অঞ্চলে মিছিল করবে দার্জিলিং গোর্খা জনমুক্তি মোর্চা । আজ দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের ম্যারাথন বৈঠকের পর একথা ঘোষণা করলেন মোর্চা সভাপতি বিনয় তামাং ৷ তাঁর কথায়, "NRC-এর বিরুদ্ধে আমরা নই । কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে অসমে এটা করা হল তার প্রতিবাদ করছি আমরা ।"

এই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী 10 সেপ্টেম্বর পাহাড় সহ তরাইতে পোস্টারিং করবে যুব মোর্চা । 9 সেপ্টেম্বর দার্জিলিং ও কালিম্পং-দুই জেলার জেলা শাসক ও SDO, BDO-দের স্মারকলিপি দেবে নারী মোর্চা । 12 সেপ্টেম্বর দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং ও মিরিকে প্রতিবাদ মিছিল করবে তারা । আজ GULF-এর সভানেত্রী ঋষিকা ছেত্রী মোর্চাতে যোগ দেন । আজ নারী মোর্চাকে ঢেলে সাজাতে আরও তিনজনকে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সামিল করা হয় ।

এ বিষয়ে বিমল তামাং বলেন, "অসমে NRC-র জেরে অনেক গোর্খার নাম বাদ পড়েছে ৷ আমরা এর প্রতিবাদ জানাচ্ছি ৷ এছাড়াও পশ্চিমবঙ্গ সহ অন্য রাজ্যে NRC রুখতে আমাদের এই কর্মসূচি । NRC-র জেরে অসমের শোনিতপুর, বকসা সহ যে সব জায়গায় গোর্খারা বেশি ক্ষতিগ্রস্ত সেই তিন জেলায় শীঘ্রই 14 সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যাবে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ নিয়ে কৌশল ঠিক করা হবে । এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে ।"


নথি অনুযায়ী এখনও পর্যন্ত পাহাড়ে আন্দোলন করতে গিয়ে 1247 জনের মৃত্যু হয়েছে । তাদের এমন পরিবারের একজনকে চাকরি দেওয়ার বিষয় নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয় । এছাড়াও GTA-র ডিলিমিটেশন,জমির অধিকার সহ অন্য বিষয় নিয়েও এই বৈঠকে আলোচনা হয় ।

Intro:মোর্চার রুদ্ধদ্বার বৈঠক,
এনআরসি ইস্যুতে পাহাড়-তরাইতে আন্দোলন কর্মসূচি ঘোষণা মোর্চার

দার্জিলিং, ৪ সেপ্টেম্বর : এনআরসি ইস্যুতে পাহাড় ও তরাইতে আন্দোলন কর্মসূচি ঘোষণা মোর্চার। বুধবার দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চার বিনয়পন্থীদের ম্যারাথন বৈঠকের পর এই আন্দোলন কর্মসূচি ঘোষণা করেন বিনয় তামাঙ। মোর্চার সভাপতি (বিনয়পন্থী) বলেন, এনআরসি-এর বিরুদ্ধে নন তাঁরা । কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে অসমে এটা করা হল তার প্রতিবাদ করছেন তাঁরা । এই প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর যুব মোর্চা পাহাড় সহ তরাইতেও পোস্টারিং করবে । ৯ সেপ্টেম্বর দার্জিলিং ও কালিম্পং-দুই জেলার জেলা শাসক ও এসডিও, বিডিওদের স্মারকলিপি দেবে নারী মোর্চা । ১২সেপ্টেম্বর দার্জিলিং, কার্সিয়াং, কালিম্পং ও মিরিকে প্রতিবাদ মিছিল করা হবে। Body:অসমে এনআরসির জেরে লক্ষাধিক গোর্খার নাম বাদ পড়ার প্রতিবাদ সহ ওই কায়দায় পশ্চিমবঙ্গ সহ দেশের অন্যান্য রাজ্যে এনআরসি চালু রুখতে এই গুচ্ছ কর্মসূচির সিদ্ধান্ত মোর্চার বিনয়পন্থী শিবিরের। কেন্দ্রের বিজেপি সরকার চাইছে অসমের মতোই দেশের অন্যত্রও এনআরসি লাগু করতে ।
বিনয় তামাঙ আরও বলেন, এনআরসির জেরে অসমের সোনিতপুর, বক্সা সহ যে যেসব জায়গায় গোর্খারা বেশি ক্ষতিগ্রস্ত সেই তিন জেলায় শীঘ্রই তাঁর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল পরিদর্শনে যাবে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এনিয়ে কৌশল ঠিক করা হবে । এছাড়া প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট কর্তাদের কাছে স্মারকলিপি দেওয়া হবে ।
জিইউএলএফের সভানেত্রী ঋষিকা ছেত্রী এদিন মোর্চাতে যোগ দেন । এদিন নারী মোর্চাকে ঢেলে সাজাতে আরও তিনজনকে সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সামিল করা হয় । Conclusion:
অন্যদিকে পাহাড়ে আন্দোলন করতে গিয়ে মৃত্যু হয়েছে এমন পরিবারের একজনকে চাকরির বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে । নথি অনুযায়ী এখনও পর্যন্ত পাহাড়ে আন্দোলন করতে গিয়ে ১২৪৭ জনের মৃত্যু হয়েছে । এদিকে পাহাড়ে দ্বিস্তরীয় পঞ্চায়েত ভোট করার বিনয় তামাঙরা । এছাড়া জিটিএ-র ডিলিমিটেশন,জমির অধিকার সহ অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয় ।
Last Updated : Sep 4, 2019, 11:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.